ABP Cvoter WB Opinion Poll 2024 Live:বঙ্গে কোন আসনে এগিয়ে কে? কোথায় লড়াই হাড্ডাহাড্ডি? একনজরে এবিপি সি ভোটার সমীক্ষার সব আপডেট

Lok Sabha Elections West Bengal:আমাদের রাজ্যের বিয়াল্লিশটা আসনে, গণদেবতা কার ওপর তাঁর কৃপাবর্ষণ করবেন? তারই আন্দাজ পেতে আপনাদের সামনে রাখব, সি ভোটারের সমীক্ষা।

ABP Ananda Last Updated: 12 Apr 2024 10:11 PM

প্রেক্ষাপট

কলকাতা: ইহুদিদের প্রাচীন ধর্মগ্রন্থে বলা আছে, ঈশ্বরের অনেক নামের মধ্যে একটা হল, বিয়াল্লিশ অক্ষরের। আর যিনি সবথেকে সৎ, একমাত্র তিনিই সেই নাম জপের অধিকারী। কিন্তু আমাদের রাজ্যের বিয়াল্লিশটা (West Bengal...More

WB ABP CVoter Opinion Poll :কোন কেন্দ্রে সম্ভাব্য জয় কার? রইল বাংলার ২১ কেন্দ্রের সি ভোটার সমীক্ষা