ABP Cvoter WB Opinion Poll 2024 Live:বঙ্গে কোন আসনে এগিয়ে কে? কোথায় লড়াই হাড্ডাহাড্ডি? একনজরে এবিপি সি ভোটার সমীক্ষার সব আপডেট

Lok Sabha Elections West Bengal:আমাদের রাজ্যের বিয়াল্লিশটা আসনে, গণদেবতা কার ওপর তাঁর কৃপাবর্ষণ করবেন? তারই আন্দাজ পেতে আপনাদের সামনে রাখব, সি ভোটারের সমীক্ষা।

ABP Ananda Last Updated: 12 Apr 2024 10:11 PM
WB ABP CVoter Opinion Poll :কোন কেন্দ্রে সম্ভাব্য জয় কার? রইল বাংলার ২১ কেন্দ্রের সি ভোটার সমীক্ষা
ABP CVoter Opinion Poll:অনুব্রতহীন বীরভূমে শতাব্দীর জয়ের সম্ভাবনা কতটা? কী ইঙ্গিত এবিপি সি ভোটারের সমীক্ষায়?
WB ABP CVoter Opinion Poll :বনগাঁ-জঙ্গিপুরে সম্ভাব্য জয়ী কারা ? কাঁথি-উলুবেড়িয়া-যাদবপুরে এগিয়ে কে ? কী বলছে সি ভোটারের সমীক্ষা ?
ABP CVoter Opinion Poll:নবাবের জেলা থেকে ইতিহাসের শহর, কোন কেন্দ্রে সম্ভাব্য জয় কার? কী বলছে সি ভোটার?

নবাবের জেলা থেকে ইতিহাসের শহর, কোন কেন্দ্রে সম্ভাব্য জয় কার? কী বলছে সি ভোটার?


আরও পড়ুন:নবাবের জেলা থেকে ইতিহাসের শহর, কোন কেন্দ্রে সম্ভাব্য জয় কার? কী বলছে সি ভোটার?

WB ABP CVoter Opinion Poll : ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে কেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিল এবিপি সি ভোটার সমীক্ষা?

একসময়ের বামদুর্গ বলে পরিচিত এই লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে এবিপি সি ভোটার সমীক্ষা। মাত্র ১ শতাংশ ভোট স্যুইং হলেই ফলাফল বদলাতে পারে। এখানে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কালীপদ সরেন, বিজেপির প্রার্থী প্রমথ টুডু এবং জোট প্রার্থী হিসেবে লড়ছেন সোনামনি টুডু। যদি ভোট স্যুইং না হয়, তা হল বিজেপির প্রমথ টুডু এগিয়ে থাকতে পারেন ইঙ্গিত এবিপি সি ভোটার সমীক্ষায়।


আরও পড়ুন:হিরণের সঙ্গে দেবের 'দ্বন্দ্বে' কাকে এগিয়ে রাখল সি ভোটার? দেখে নিন আরও ৫ কেন্দ্রের সমীক্ষার ফল

ABP CVoter Opinion Poll:এবিপি সি ভোটার সমীক্ষা বলছে, এই কেন্দ্রে জোর টক্করের সম্ভাবনা রয়েছে

এবিপি সি ভোটার সমীক্ষা বলছে, এই কেন্দ্রে জোর টক্করের সম্ভাবনা রয়েছে। মাত্র ৩ শতাংশ ভোট স্যুইং হলে ফলাফল বদলে যেতে পারে। তবে তা যদি না হয়, তা হলে গত ৫ এপ্রিল পর্যন্ত যা ছবি তাতে জয়ের দৌড়ে জোট প্রার্থী ইশা খান চৌধুরীকে এগিয়ে রাখছেন সমীক্ষকরা।

WB ABP CVoter Opinion Poll :কলকাতা উত্তরের আসনে সম্ভাব্য জয়ী তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, ইঙ্গিত এবিপি সি ভোটার সমীক্ষায়।

কলকাতা উত্তরের আসনে সম্ভাব্য জয়ী তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, ইঙ্গিত এবিপি সি ভোটার সমীক্ষায়।

ABP CVoter Opinion Poll:আলিপুরদুয়ারে সম্ভাব্য জয়ী বিজেপির মনোজ টিগ্গা, ইঙ্গিত এবিপি সি ভোটার সমীক্ষায় 

আলিপুরদুয়ারে সম্ভাব্য জয়ী বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক তথা এবার গেরুয়া শিবিরের প্রার্থী মনোজ টিগ্গা, ইঙ্গিত এবিপি সি ভোটার সমীক্ষায় 

WB ABP CVoter Opinion Poll :কলকাতা উত্তরের লড়াইয়ে শেষ হাসি হাসার সম্ভাবনা কার বেশি? কী বলছে সি ভোটারের সমীক্ষা?

কলকাতা উত্তরের লড়াইয়ে শেষ হাসি হাসার সম্ভাবনা কার বেশি? কী বলছে সি ভোটারের সমীক্ষা?

ABP CVoter Opinion Poll:আলিপুরদুয়ারের লড়াইয়ে এবার এগিয়ে কে? মনোজ টিগ্গা কি ধরে রাখতে পারবেন বিজেপির আসন?

আলিপুরদুয়ারের লড়াইয়ে এবার এগিয়ে কে? মনোজ টিগ্গা কি ধরে রাখতে পারবেন বিজেপির আসন?

প্রেক্ষাপট

কলকাতা: ইহুদিদের প্রাচীন ধর্মগ্রন্থে বলা আছে, ঈশ্বরের অনেক নামের মধ্যে একটা হল, বিয়াল্লিশ অক্ষরের। আর যিনি সবথেকে সৎ, একমাত্র তিনিই সেই নাম জপের অধিকারী। কিন্তু আমাদের রাজ্যের বিয়াল্লিশটা (West Bengal Lok Sabha Election 2024)  আসনে, গণদেবতা কার ওপর তাঁর কৃপাবর্ষণ করবেন? তারই আন্দাজ পেতে আপনাদের সামনে রাখব, সি ভোটারের সমীক্ষার (ABP CVoter Opinion Poll Part 2) দ্বিতীয় পর্ব। একেবারে কেন্দ্র ধরে ধরে, সমীক্ষা চালিয়েছেন সি ভোটারের সমীক্ষকরা। তবে আবার বলি,  সমীক্ষা কোনও রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়। সেজন্য একে ধ্রবসত্য মনে করে আনন্দিত, বা দুঃখিত -- কোনওটাই হওয়ার কোনও কারণ নেই। এটা, আপনারা কী ভাবছেন, তার একটা আভাস পাওয়ার চেষ্টা মাত্র। আর সমীক্ষাই যদি সব হত, তাহলে তো আর হাজার হাজার কোটি টাকা খরচ করে এই দেশে নির্বাচন করার দরকারই পড়ত না। আর সি ভোটারের এই সমীক্ষার সঙ্গে আমাদের এডিটোরিয়াল পলিসির কোনও সম্পর্ক নেই। আমাদের জার্নালিস্টিক জাজমেন্টেরও কোনও জায়গাই নেই এখানে। সমীক্ষক সংস্থার দেওয়া সংখ্যাগুলো আমরা হুবহু আপনাদের সামনে তুলে ধরি মাত্র। কুড়ি বছর ধরে আপনাদের সমীক্ষা দেখিয়ে আসছি। কখনও দ্য নিয়েলসেন কোম্পানি, কখনও মোড, কখনও CSDS, কখনও বা সি ভোটার। সমীক্ষা বহুবার মিলেছে, বহুবার মেলেনি। সমীক্ষা কখনও একশোয় একশো পেয়েছে, কখনও শূন্য পেয়েছে। আর এই সমীক্ষা যখন চলেছে, তখন অনেক দলেরই প্রার্থী ঘোষণাই হয়নি, হেভিওয়েটদের ঝোড়ো প্রচারও তুঙ্গে ওঠেনি। পাশাপাশি, আপনারা জানেন, ইতিমধ্যেই দিঘা থেকে গ্রেফতার হয়েছে বেঙ্গালুরু ব্লাস্টের দুই মাস্টারমাইন্ড। এই অনুষ্ঠানেই আপনাদের দেখাব, কীভাবে  দিনের পর দিন ধরে, পরিচয় পাল্টে, কলকাতা আর দিঘার একের পর এক হোটেলে গা ঢাকা দিয়েছিল এই জঙ্গিরা। তবে শুরুতেই সমীক্ষা। একনজরে দেখে নেব, সি ভোটারের এই সমীক্ষার নানা খুঁটিনাটি তথ্য।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.