ABP Cvoter Opinion Poll Live: বাংলায় কার দখলে যেতে পারে কটা আসন?

Lok Sabha Election Opinion Poll Live: দিল্লির মসনদ কার দখলে? আসন্ন লোকসভা নির্বাচনে কে কত আসন পেতে পারে? কোন রাজ্যে কে দৌড়ে এগিয়ে?

ABP Ananda Last Updated: 15 Mar 2024 09:28 PM
ABP Cvoter Opinion Poll Live: বিহারে এনডিএ দুরন্ত ফল করতে পারে? কী বলছে ওপিনিয়ন পোল?

এবিপি সি ভোটার ওপিনিয়ন পোল অনুসারে, বিহারে এনডিএ দুরন্ত ফল করতে পারে। এখানে মোট ৪০টি লোকসভা আসনের মধ্যে এনডিএ ৩২টি আসন পেতে পারে এবং I.N.D.I.A জোট ৮টি আসন পেতে পারে।

ABP Cvoter Survey: পশ্চিমবঙ্গে কার দখলে কত শতাংশ ভোট?

এবিপি সি ভোটার মতামত পোল অনুসারে, পশ্চিমবঙ্গে টিএমসি ৪২ শতাংশ, বিজেপি ৪১ শতাংশ এবং বাকিরা ৭ শতাংশ ভোট পেতে পারে। 

ABP Cvoter Opinion Poll Live: বাংলায় কার দখলে যেতে পারে কটা আসন?

এবারের লোকসভা ভোটে তৃণমূলের দখলে যেতে পারে ২৩টি আসন। বিজেপির দখলে যেতে পারে ১৯টি আসন।

ABP Cvoter Survey: ঝাড়খণ্ডে এনডিএ সর্বাধিক আসন পাবে বলে মনে করা হচ্ছে

ঝাড়খণ্ডে এনডিএ সর্বাধিক আসন পাবে বলে মনে হচ্ছে। রাজ্যের মোট ১৪টি আসনের মধ্যে এনডিএ ১২টি আসন পেতে পারে এবং ভারত জোট ২টি আসন পেতে পারে।

ABP Cvoter Opinion Poll Live: এবিপি সি ভোটার ওপিনিয়ন পোল অনুসারে, এবারও বিজেপি দিল্লির ৭টি আসনের সবকটিতেই জিতবে বলে মনে হচ্ছে

এবিপি সি ভোটার ওপিনিয়ন পোল অনুসারে, এবারও বিজেপি দিল্লির ৭টি আসনের সবকটিতেই জিতবে বলে মনে হচ্ছে। 

ABP Cvoter Survey: প্রধান ইস্যুগুলিতে মোদি সরকারকে কোণঠাসা করতে পেরেছে বিরোধীরা?

প্রধান ইস্যুগুলিতে মোদি সরকারকে কোণঠাসা করতে পেরেছে বিরোধীরা ? হ্যাঁ   ৩৯   না  ৪৭  বলতে পারব না ১৪

ABP Cvoter Opinion Poll: মমতা সরকারের কাজে কতটা সন্তুষ্ট ? কী মিলল সমীক্ষায়?

মমতা সরকারের কাজে আপনি কতটা সন্তুষ্ট ?


খুব সন্তুষ্ট- ২৭


মোটামুটি সন্তুষ্ট- ২৯


অসন্তুষ্ট- ৪৩


বলতে পারব না- ১

ABP Cvoter Survey : বাংলার মুখ্যমন্ত্রীর পারফরম্যান্সে আপনি কতটা সন্তুষ্ট ? কী বলছেন নাগরিকরা?

বাংলার মুখ্যমন্ত্রীর পারফরম্যান্সে আপনি কতটা সন্তুষ্ট ?


খুব সন্তুষ্ট- ৩২


মোটামুটি সন্তুষ্ট- ৩১


অসন্তুষ্ট- ৩৭

ABP Cvoter Survey : বাংলার মুখ্যমন্ত্রীর পারফরম্যান্সে আপনি কতটা সন্তুষ্ট ? কী বলছেন নাগরিকরা?

বাংলার মুখ্যমন্ত্রীর পারফরম্যান্সে আপনি কতটা সন্তুষ্ট ?


খুব সন্তুষ্ট- ৩২


মোটামুটি সন্তুষ্ট- ৩১


অসন্তুষ্ট- ৩৭

ABP Cvoter Opinion Poll: প্রধানমন্ত্রীর পারফরম্যান্সে কতটা সন্তুষ্ট মানুষ? কী বলছে সি ভোটার সমীক্ষা? 

প্রধানমন্ত্রীর পারফরম্যান্সে কতটা সন্তুষ্ট মানুষ? কী বলছে সি ভোটার সমীক্ষা? 


খুব সন্তুষ্ট- ৪৪


মোটামুটি সন্তুষ্ট- ৩৫


অসন্তুষ্ট- ২০


বলতে পারব না- ১

ABP Cvoter Opinion Poll Live: রান্নার গ্যাসের দাম কমানোর সুবিধা বিজেপি ভোটে পাবে?

রান্নার গ্যাসের দাম কমানোর সুবিধা বিজেপি ভোটে পাবে?

৪৯ শতাংশ বলেছেন হ্যাঁ


৩৩ শতাংশ বলেছেন না


 

ABP Cvoter Opinion Poll: সন্দেশখালিকে জাতীয় ইস্যু করার চেষ্টায় বিজেপি সফল হবে?

সন্দেশখালিকে জাতীয় ইস্যু করার চেষ্টায় বিজেপি সফল হবে? হ্যাঁ বলেছেন ৪৪ শতাংশ, না বলেছেন ৩২ শতাংশ।

ABP Cvoter Survey : মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাজে সন্তুষ্ট? কী বলছেন নাগরিকরা?

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাজে সন্তুষ্ট? অসন্তুষ্ট বলেছেন ৪৩ শতাংশ মানুষ।

ABP Cvoter Opinion Poll Live: কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের প্রভাব, মনে করছেন ৩০ শতাংশ মানুষ

কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের প্রভাব থাকবে, মনে করছেন ৩০ শতাংশ মানুষ। রাহুল গাঁধীর কর্মসংস্থান নিয়ে আশ্বাসের প্রভাব মনে করছেন ২৭ শতাংশ মানুষ। 

ABP Cvoter Survey Live: ১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত সমীক্ষা চালানো হয়েছে

১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত সমীক্ষা চালানো হয়েছে। 

ABP Cvoter Opinion Poll Live:দিল্লির দৌড়ে এগিয়ে কারা?

দিল্লির দৌড়ে এগিয়ে কারা? বাংলায় কার কত আসন? সারা দেশের ছবিটাই বা কেমন? রইল C Voter-এর ওপিনিয়ন পোল

প্রেক্ষাপট

ভোটের ডঙ্কা বাজার সঙ্গে সঙ্গে, ইলেক্টোরাল বন্ডের হাজার হাজার কোটি টাকা নিয়ে রাজনীতি তোলপাড়। এই সময়েই এসেছে সি ভোটারের ওপিনিয়ন পোলের প্রথম দফা। এর পরেও একাধিক দফায়, রাজ্যের বিয়াল্লিশটা আসন ধরে ধরে সমীক্ষাও দেখানো হবে। এই সমীক্ষার সঙ্গে এডিটোরিয়াল পলিসির কোনও সম্পর্ক নেই। সমীক্ষক সংস্থার দেওয়া সংখ্যাগুলো হুবহু তুলে ধরা হয়েছে। সমীক্ষা কোনও রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়। তাই ওপিনিয়ন পোলকে ধ্রবসত্য মনে করে উচ্ছ্বসিত, বা হতাশ হওয়ার কোনও কারণ নেই। সেই জন্যই, সি ভোটারের পাশাপাশি অন্যান্য সমস্ত সমীক্ষক সংস্থার সমীক্ষার তথ্য রাখা হবে। এই সমীক্ষার সীমাবদ্ধতা অসংখ্য। বহু বড় ঘটনার প্রভাব এই সমীক্ষায় পড়েনি। কারণ এখনও ভোটের প্রচার সেভাবে শুরুই হয়নি। সমীক্ষা চলাকালীন, দলীয় প্রার্থীতালিকাই ঘোষিত হয়নি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.