ABP Cvoter Opinion Poll Live: বাংলায় কার দখলে যেতে পারে কটা আসন?

Lok Sabha Election Opinion Poll Live: দিল্লির মসনদ কার দখলে? আসন্ন লোকসভা নির্বাচনে কে কত আসন পেতে পারে? কোন রাজ্যে কে দৌড়ে এগিয়ে?

ABP Ananda Last Updated: 15 Mar 2024 09:28 PM

প্রেক্ষাপট

ভোটের ডঙ্কা বাজার সঙ্গে সঙ্গে, ইলেক্টোরাল বন্ডের হাজার হাজার কোটি টাকা নিয়ে রাজনীতি তোলপাড়। এই সময়েই এসেছে সি ভোটারের ওপিনিয়ন পোলের প্রথম দফা। এর পরেও একাধিক দফায়, রাজ্যের বিয়াল্লিশটা আসন...More

ABP Cvoter Opinion Poll Live: বিহারে এনডিএ দুরন্ত ফল করতে পারে? কী বলছে ওপিনিয়ন পোল?

এবিপি সি ভোটার ওপিনিয়ন পোল অনুসারে, বিহারে এনডিএ দুরন্ত ফল করতে পারে। এখানে মোট ৪০টি লোকসভা আসনের মধ্যে এনডিএ ৩২টি আসন পেতে পারে এবং I.N.D.I.A জোট ৮টি আসন পেতে পারে।