কলকাতা : সামনেই ভোট। সব দলের প্রস্তুতি তুঙ্গে। তার আগে মানুষের মন বুঝতে সমীক্ষা চালিয়েছে সি ভোটার। রাজ্যের ২১টি লোকসভা কেন্দ্রে কী হতে পারে, তার আঁচ পাওয়া গেছে সমীক্ষার প্রথম পর্বে।


আর বাকি সাত দিন। তারপরই শুরু হয়ে যাবে লোকসভার মহারণ (Lok Sabha Election 2024)। কিন্তু, ভোটাররা কী ভাবছেন ? রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের কোনটি যেতে পারে কার দখলে ? কোথায় কে এগিয়ে, কে পিছিয়ে ? তার আভাস পেতেই সমীক্ষা চালিয়েছে C Voter।


এই সমীক্ষা অনুযায়ী,



  • দার্জিলিঙে সম্ভাব্য় জয়ী বিজেপির রাজু বিস্ত। 

  • মালদা উত্তর জিততে পারেন বিজেপির খগেন মুর্মু।

  • সন্দেশখালি-ইস্যু রাজ্য-রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। এই সন্দেশখালি বসিরহাট লোকসভার অন্তর্গত। C Voter-এর সমীক্ষা অনুযায়ী, বিজেপির রেখা পাত্রর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিততে পারেন তৃণমূলের হাজি নুরুল ইসলাম।

  • জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে জিততে পারেন বিজেপির জয়ন্ত রায়।

  • C Voter-এর সমীক্ষা অনুযায়ী, বিজেপির কবিরশঙ্কর বসু ও সিপিএমের দীপ্সিতা ধরের সঙ্গে লড়াইয়ের পর শ্রীরামপুরে ফের জিততে পারেন তৃণমূলের কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়।

  • বর্ধমান দুর্গাপুরে এবার প্রেস্টিজ ফাইট। সমীক্ষা অনুযায়ী, এবার এখানে তৃণমূলের কীর্তি আজাদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিততে পারেন বিজেপির দিলীপ ঘোষ

  • রাজ্যবাসীর নজর এবার তমলুকে। C Voter-এর সমীক্ষা অনুযায়ী, এবার এখানে জিততে পারেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।

  • দমদমে এবার হাইভোল্টেজ লড়াই। বিজেপির শীলভদ্র দত্ত ও সিপিএমের সুজন চক্রবর্তীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হতে পারেন তৃণমূলের সৌগত রায়।

  • হাওড়ায় এবার জিততে পারেন তৃণমূলের প্রসূন বন্দ্য়োপাধ্য়ায়।

  • দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে এবার জোর টক্করের পর জিততে পারেন তৃণমূলের বাপি হালদার।

  • মেদিনীপুরে এবার দুই বন্ধুর লড়াই। C Voter-এর সমীক্ষা অনুযায়ী, মেদিনীপুরে এবার তৃণমূলের জুন মালিয়াকে হারিয়ে জয়ী হতে পারেন বিজেপির অগ্নিমিত্রা পাল।

  • কলকাতা দক্ষিণে সম্ভাব্য় জয়ী তৃণমূলের মালা রায়।

  • একদা কংগ্রেসের গড়। অধীর চৌধুরীর খাসতালুক। বহরমপুরে কী হবে ? C Voter-এর সমীক্ষা অনুযায়ী, বহরমপুরে সম্ভাব্য় জয়ী অধীর চৌধুরী।

  • গঙ্গাপাড়ের নজরকাড়া কেন্দ্র হুগলি। সমীক্ষা অনুযায়ী, এবারে এখানে তৃণমূলের রচনা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে জোর টক্কর হতে চলেছে বিজেপির লকেট চট্টোপাধ্য়ায়ের। তবে, শেষ পর্যন্ত বিজয়ী হতে পারেন লকেট চট্টোপাধ্য়ায়।

  • C Voter-এর সমীক্ষা অনুযায়ী, কৃষ্ণনগর কেন্দ্রে বিজেপির অমৃতা রায়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হতে পারেন তৃণমূলের মহুয়া মৈত্র

  • রাজ্যের অন্যতম হেভিওয়েট কেন্দ্র ডায়মন্ড হারবার। C Voter-এর সমীক্ষা অনুযায়ী, এবার এই কেন্দ্রে ফের জয়ী হতে পারেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।

  • জঙ্গলমহলের অন্যতম কেন্দ্র পুরুলিয়া। C Voter-এর সমীক্ষা অনুযায়ী, তৃণমূলের শান্তিরাম মাহাতোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হতে পারেন বিজেপির জ্য়োতির্ময় সিং মাহাতো।

  • রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবার জোর টক্করের পর, জয়ী হতে পারেন বিজেপির কার্তিক পাল।

  • লালমাটির জেলার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বোলপুর। C Voter-এর সমীক্ষা অনুযায়ী, এখানে জয়ী হতে পারেন তৃণমূলের অসিত মাল।

  • বালুরঘাট। বিজেপির রাজ্য সভাপতির কেন্দ্র। সমীক্ষা অনুযায়ী, এবার এখানে জোর টক্কর হতে পারে বিজেপির সুকান্ত মজুমদারের সঙ্গে তৃণমূলের বিপ্লব মিত্রর। তবে, ভোটের ফলে শেষ হাসি হাসতে পারেন সুকান্ত মজুমদার।

  • বর্ধমান পূর্বে এবার জোর টক্করের পর জয়ী হতে পারেন তৃণমূলের শর্মিলা সরকার।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।