কলকাতা: ক্রমশ এগিয়ে আসছে সাত দফায় হতে চলা লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) দিনক্ষণ। এই নির্বাচনে বিজেপির (BJP) নেতৃত্বাধীন এনডিএ (NDA) যেমন ফের একবার ক্ষমতায় ফেরার দাবি করছে তেমনি অন্যদিকে বিরোধী ইন্ডিয়া (INDIA) জোটের নেতৃত্ব দাবি করছে নির্বাচন জেতার। অন্য রাজ্যে যাই হোক না কেন পশ্চিমবঙ্গে (West Bengal) এবার ভারতীয় জনতা পার্টি ও তৃণমূল কংগ্রেসের (TMC) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। প্রায় একই মত সাধারণ মানুষেরও। এই পরিস্থিতির মধ্যেই পশ্চিমবঙ্গের মানুষের মনোভাবের কথা কিছুটা স্পষ্ট হচ্ছে বিভিন্ন সমীক্ষায়। এবিপি নিউজ ও সি ভোটার (ABP Cvoter Survey 2024)-এর তরফেও যৌথ সমীক্ষার মাধ্যমে বোঝার চেষ্টা করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের মানুষের মতামত। নরেন্দ্র মোদি (Narendra Modi) না রাহুল গান্ধী (Rahul Gandhi)? প্রধানমন্ত্রী (Mamata Banerjee) হিসেবে প্রথম পছন্দ হিসেবে কাকে বেছে নিচ্ছেন তাঁরা?


এবিপি-সি ভোটারের তরফে পশ্চিমবঙ্গের মানুষের কাছে জানতে চাওয়া হয়েছিল প্রধানমন্ত্রী হিসেবে প্রথম পছন্দ কে? তার উত্তরে বেশিরভাগ মানুষই নরেন্দ্র মোদিকেই ফের দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন। সমীক্ষায় দেখা গেছে, পশ্চিমবঙ্গের ৬২ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকেই বেছে নিয়েছেন। অন্যদিকে রাহুল গান্ধীকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম পছন্দ বলেছেন মাত্র ৩০ শতাংশ মানুষ।৩ শতাংশ মানুষ এদের মধ্যে কাউকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না বলে সমীক্ষায় জানিয়েছেন। আর পাঁচ শতাংশ মানুষ এই বিষয়ে কোনও মন্তব্যই করতে চাননি।


সমীক্ষায় অংশ নেওয়া বেশিরভাগ মানুষই দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির কাজে নিজেদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাঁদের মতে, যোগ্য লোক হিসেবেই দেশকে বিশ্বের মানচিত্রে অনেক উপরে তুলে নিয়ে গেছেন মোদি। তাই ফের তাঁকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী পদে বসানো হলে দেশ আরও এগিয়ে যাবে। 


এবিপি ও সি ভোটার-এর ওপিনিয়ন পোল অনুযায়ী, পশ্চিমবঙ্গের ৩৭ শতাংশ মানুষ কেন্দ্রীয় সরকারের কাজকর্মে সন্তুষ্ট। যার মধ্যে খুব ভালো কাজ হচ্ছে বলে জানিয়েছেন ৩৫ শতাংশ মানুষ। তবে ২৬ শতাংশ মানুষ কেন্দ্রের কাজে নিজেদের অসন্তোষের কথা ব্যক্ত করেছেন আর ২ শতাংশ মানুষ এই বিষয়ে কোনও আন্দাজ নেই বলে জানিয়েছেন। বাকিরা এই বিষয়ে কোনও মন্তব্যই করতে চাননি।


নরেন্দ্র মোদির কাজ সম্পর্কে কতটা সন্তুষ্ট পশ্চিমবঙ্গের মানুষ?


এই প্রশ্ন করলে ৪৫ শতাংশ পশ্চিমবঙ্গের বাসিন্দা নরেন্দ্র মোদির কাজ অত্যন্ত সন্তুষ্ট বলে উল্লেখ করেছেন। অন্যদিকে ২৯ শতাংশ মানুষ জানিয়েছেন যে তাঁরা খুব একটা সন্তুষ্ট হন মোদির কাজে। আর ২৪ শতাংশ মানুষ পুরোপুরি অসন্তুষ্ট বলে জানিয়েছেন। এর মধ্যে ২ শতাংশ মানুষ এই বিষয়ে কিছু জানেন না বলে এড়িয়ে গেছেন। 


সমীক্ষায় উঠে এসেছে, পশ্চিমবঙ্গে এবার লোকসভা নির্বাচনে তৃণমূল পেতে পারে ৪৩ থেকে ৪৪ শতাংশ ভোট। অন্যদিকে এনডিএ পেতে পারে ৪১ থেকে ৪২ শতাংশ ভোট। আর সিপিআইএম পেতে পারে সাত শতাংশ ও আর কংগ্রেসের ভাঁড়ারে যেতে পারে মাত্র তিন শতাংশ। কোনও কোনও ক্ষেত্রে দু-দল মিলে ১২ শতাংশ। সমীক্ষায় উঠে এসেছে দেশে ক্ষমতায় গড়ার জন্য পর্যাপ্ত আসন পেলেও পশ্চিমবঙ্গে দ্বিতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হবে বিজেপিকে।


আরও পড়ুন: Abhishek Banerjee: '৪৮ ঘণ্টার মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকবে..', ঝড়ে 'ক্ষতিপূরণ' বিতর্কে চ্যালেঞ্জ অভিষেকের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।