ইম্ফল : মণিপুরেও (Manipur) বিজেপি ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। সি ভোটারের সমীক্ষা (CVoter Survey) অনুযায়ী, ২১ থেকে ২৫টি আসন পেয়ে ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি। কড়া টক্কর দিয়ে কংগ্রেস ১৭ থেকে ২১টি আসন পেতে পারে।
এবিপি নিউজ-সিভোটার জনমত সমীক্ষায় ইঙ্গিত, NPF পেতে পারে ৬ থেকে ১০টি আসন। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ৮ থেকে ১২টি আসন। সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে পারে প্রায় ৩৪ শতাংশ ভোট। কংগ্রেস ২৮ শতাংশ। এনপিএফ ১০ শতাংশ। অন্যান্যর ঝুলিতে যেতে পারে ২৮ শতাংশ ভোট।
মণিপুরে ২০১৭ সালের মার্চ মাসে হয়েছিল এর আগের বিধানসভা নির্বাচন। প্রথমবার সেরাজ্যে ক্ষমতায় আসে বিজেপি। যদিও ২৮টি আসনে জয়লাভ করেছিল কংগ্রেস। কিন্তু, আট কংগ্রেস বিধায়ক দল ছেড়ে বেরিয়ে আসেন। বিজেপি ২১টি আসনে জয়লাভ করে। এরপর ন্যাশনাল পিপলস পার্টি, নাগা পিপলস ফ্রন্ট ও লোক জনশক্তি পার্টির সঙ্গে জোট করে সরকার গঠন করে বিজেপি। মুখ্যমন্ত্রী হন এন বীরেন সিং।
বিজেপি নেতৃত্বাধীন এই জোট সরকারের প্রধান শরিক দল এনপিপি। এই সরকারে উপ মুখ্যমন্ত্রী-সহ দুই জন মন্ত্রী এনপিপি-র।
মণিপুরে ২০২২ বিধানসভা নির্বাচন পর্ব-
এবার এই রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে দুই দফায়
প্রথম দফা- ফেব্রুয়ারি ২৭
দ্বিতীয় দফা - মার্চ ৩
গণনার দিন- ১০ মার্চ
এদিকে গত বুধবারই কংগ্রেস তাদের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করে। তাতে আরও চার জনের নাম ঘোষণা করা হয়। এর আগে দ্বিতীয় তালিকায় ১০ প্রার্থীর নাম ঘোষণা করে তারা।
অপরদিকে ৬০টি আসনে প্রার্থীদের নাম ঘোষণার পরেই বিজেপির দলীয় অফিসের সামনে বাড়ানো হয় নিরাপত্তা। টিকিট না পেয়ে বিক্ষোভের আশঙ্কায় বাড়ানো হয় নিরাপত্তা। টিকিট না পাওয়ায় ইম্ফলের সেগা রোডে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি (BJP) কর্মীদের একাংশের। বিক্ষোভ হঠাতে টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ।
(ডিসক্লেমার : ১১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে এই সমীক্ষা চালিয়েছে সি ভোটার। ৫ রাজ্যে ১ লক্ষ ৩৬ হাজার ৫৭৯ জন ভোটারের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা।)