নয়াদিল্লি: সমাজবাদী পার্টি ছেড়ে মঙ্গলবার বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী-সাংসদ জয়া প্রদা। সূত্রের খবর, তাঁকে তাঁর লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রামপুর থেকেই টিকিট দিতে পারে গেরুয়া শিবির। সমাজবাদী পার্টির প্রাক্তন নেতা তথা রাজ্যসভার সাংসদ অমর সিংহের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত জয়া রামপুর কেন্দ্র থেকে দুবার জিতে লোকসভার সাংসদ হন। বিজেপি যদি তাঁকে রামপুর থেকে ভোটে দাঁড় করায়, তাহলে জয়ার প্রতিদ্বন্দ্বী হবেন শীর্ষ সপা নেতা আজম খান।
তবে, আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জল্পনা উড়িয়ে দিলেন আরেক বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল যে, প্রয়াত বাবা সুনীল দত্তের পদাঙ্কনুসরণ করে লোকসভা নির্বাচনে গাজিয়াবাদ থেকে প্রার্থী হতে পারেন সঞ্জয়। যদিও, সোমবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সেই জল্পনায় জল ঢাললেন তিনি। টুইটারে তিনি লেখেন, এটা সত্যি নয়। একইসঙ্গে তিনি বোন তথা কংগ্রেস সাংসদ প্রিয়া দত্তকে নির্বাচনের আগাম শুভেচ্ছা জানান। অভিনেতা লেখেন, আমি দেশ ও বোনের সমর্থনে সর্বদা প্রস্তুত। আমি সকলকে অনুরোধ করছি, দলে দলে এসে দেশের জন্য ভোট দিন।