কলকাতা: পঞ্চায়েত ভোটে পিসরুমের পর এবার লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) জন্য পোর্টাল চালু রাজভবনের (WB Raj Bhaban)। লোকসভা ভোট সংক্রান্ত অভিযোগ শুনতে পোর্টাল চালু রাজভবনের। ভোট সংক্রান্ত অভিযোগ থাকলে সরাসরি জানানো যাবে পোর্টালে (Raj Bhaban Portal)। ভোটে হিংসা বরদাস্ত নয়, কড়া বার্তা রাজভবনের। ভোটের প্রথম দিন থেকে ময়দানে থাকব, ভ্রাম্য়মাণ রাজভবন হিসেবে রাস্তায় ঘুরব', বার্তা রাজ্যপালের।  ভোটের দিন সকাল ৬টা থেকে রাস্তায় থাকবেন, গতকাল রাজ্যপালের বার্তার পরই চালু পোর্টাল।


১৬ মার্চ হাওড়ায় টোটো চড়ে ঘুরে পরিদর্শন করেছিলেন রাজ্য়পাল (CV Ananda Bose)। সেদিনই এই কথা জানিয়েছিলেন।


লোকসভা ভোটকে (Parliament Election 2024) কেন্দ্র করে কোনও অভিযোগ থাকলে তা নিয়ে অভিযোগ জানানো যাবে সেই পোর্টালে। বিভিন্ন এলাকায় বেশ কিছু অভিযোগ এসেছে। যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তা নির্বাচন কমিশনের মাধ্য়মে রাজ্য প্রশাসনকে পাঠানো হয়েছে। পঞ্চায়েত ভোটের সময়েও পিসরুম চালু করেছিলেন রাজ্যপাল। এবার সেই ধাঁচেই লোকসভা ভোটের সময়ে কাজ। লোকসভা ভোটের সময়েও রাস্তায় থাকবেন রাজ্যপাল। ২৪ ঘণ্টাই খোলা থাকবে এই পোর্টাল। যে কোনও সমস্যা নিয়ে অভিযোগ জানানো যাবে। রাজ্যপালের তরফ থেকে যত সম্ভব দ্রুত তৎপরতা নেওয়া হবে বলে জানানো হয়েছে।  


লোকসভা ভোট ঘোষণার পর থেকেই উঠছে হিংসার অভিযোগ:


এবার ভোট সন্ত্রাস রুখতে কড়া বার্তা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু রবিবার রাজ্যের একাধিক জায়গা থেকে এল অশান্তির খবর। বাসন্তী ও আসানসোলে বিজেপির মহিলা কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। গঙ্গারামপুরেও হামলা করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। উল্টোদিকে, তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল কৃষ্ণনগরে।


দক্ষিণ ২৪ পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাসন্তী। সেখানে এক বিজেপি নেত্রীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত নেত্রী বলছেন, 'বিজেপি করি। ওরা তৃণমূল করে। অনেকদিন ধরে আমাদের ওপর ক্ষুব্ধ। আজকে হঠাৎ করে মাছ ধরতে গেছে পুকুরে তাই নিয়ে ঝামেলা করে মারধর করেছে আমাদের।' যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল। শনিবার রাতে আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাণ্ডবেশ্বর ১ নম্বর মণ্ডলের বিজেপি মহিলা মোর্চার সম্পাদকের দোকানে মাঝরাতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাণ্ডবেশ্বরের বিজেপি মহিলা মোর্চা সম্পাদক রিনা ঠাকুর বলেন, 'আমরা উঠে এসে দেখি পুরো আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের প্রতিবেশীদের ওঠানো হয়। সবাই জল দিয়ে নেভানোর চেষ্টা করে। তৃণমূলের দুষ্কৃতীদের এটাই কাজ।' আগুন লাগানোর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বালুরঘাট লোকসভা কেন্দ্রের গঙ্গারামপুরের পাটনে বিজেপি কর্মী জয়দীপ দাসকে বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এ দিন আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে যান রাজ্য বিজেপি সভাপতি ও বালুরঘাটের প্রার্থী সুকান্ত মজুমদার। গঙ্গারামপুরের তৃণমূল ব্লক সভাপতি শঙ্কর সরকারের দাবি, 'আমাদের তৃণমূল কংগ্রেসের লোকজন এই কাজ করেনি। করেছে বলে আমার মনে হয় না। এখন মিথ্য়ে অভিযোগ ওরা করতেই পারে।' একাধিক জায়গায় যখন বিজেপি আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে, সেখানে উল্টো অভিযোগ নদিয়ার কৃষ্ণনগরে। শনিবার রাতে তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা খোকন খাঁ-র বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। কৃষ্ণনগর কোতোয়ালি থানায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।


ভোট ঘোষণা হতেই এমন ছবি। এবারের লোকসভা ভোটেও বাংলার নির্বাচনী সন্ত্রাসের ছবি কি বদলাবে না? বলবে সময়।


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।