Amit Shah Road Show LIVE: বাংলায় পরিবর্তন করতে হলে নন্দীগ্রামে মমতাকে হারাতে হবে, মন্তব্য অমিত শাহের

West Bengal Assembly Election 2021: নন্দীগ্রামে অমিত শাহ রোড শো করবে দুপুর ১২টায়। এরপর পশ্চিম মেদিনীপুরের ডেবরায় তাঁর রোড-শো শুরু হবে দুপুর দেড়টায়। বিকেল ৩টে নাগাদ পাঁশকুড়া পশ্চিম বিধানসভা  রোড-শো করবেন তিনি। তাঁরপরবর্তী কর্মসূচী ডায়মন্ডহারবারে। সেখানে বিকেল সাড়ে চারটেয় জনসভায় ভাষণ দেবেন তিনি।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 30 Mar 2021 08:19 AM
WB Election 2021: প্রলয় পালকে ফোন করার কথা মানলেন মমতা বন্দ্যোপাধ্যায়

পূর্ব মেদিনীপুরে বিজেপির জেলা সহ সভাপতি প্রলয় পালকে ফোন করার কথা মানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, কেউ কেউ ফিরতে চান বলে জেনেছিলাম, তাই ফোন করেছিলাম। কিন্তু, সেই কথোপকথন ভাইরাল করাটা অপরাধ।

WB Election 2021 LIVE: ময়নায় আক্রান্ত বিজেপি প্রার্থী অশোক দিন্দা, রিপোর্ট তলব কমিশনের

ময়নায় আক্রান্ত বিজেপি প্রার্থী অশোক দিন্দা। প্রচারে সেরে ফেরার সময় গাড়ির উপরে হামলা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির । হামলার অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। হামলার ঘটনায় রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। 

Amit Shah Road Show Live: পাঁশকুড়ায় অমিত শাহের রোড শো

পাঁশকুড়ায় বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করছেন অমিত শাহ। 

Amit Shah Road Show Live: নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন অমিত শাহের

নন্দীগ্রামে মহিলাকে গণধর্ষণের অভিযোগ। নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন অমিত শাহের। নিজেদের করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা, পাল্টা মমতা। 

Amit Shah Road Show Live: ডেবরায় রোড শো অমিত শাহর

ডেবরায় রোড শো অমিত শাহর। বিজেপি প্রার্থী ভারতী ঘোষের সমর্থনে রোড শো শাহর।

Amit Shah Road Show Live: নন্দীগ্রামে বড় ব্যবধানে জিতবেন শুভেন্দু, দাবি শাহর

রেয়াপাড়ায় সাংবাদিক বৈঠকে অমিত শাহ বলেছেন, ‘রোড শো-তে অভূতপূর্ব উৎসাহ নন্দীগ্রামের মানুষের। নন্দীগ্রামে বড় ব্যবধানে জিতবেন শুভেন্দু অধিকারী।’

Amit Shah Road Show: শিবমন্দিরে পুজো দিলেন অমিত শাহ

রোড শো শেষে রেয়াপাড়ায় শিবমন্দিরে পুজো দিলেন অমিত শাহ

Amit Shah Road Show Live: নন্দীগ্রামে রোড শো শুরু অমিত শাহর

নন্দীগ্রামে রোড শো শুরু অমিত শাহর। নন্দীগ্রামে ভোটের প্রচারের শেষ লগ্নে বর্ণাঢ্য রোড শো অমিত শাহর।

Amit Shah Road Show: নন্দীগ্রামে অমিত শাহ

রাজ্যে ভোটের প্রচারে নন্দীগ্রামে পৌঁছলেন অমিত শাহ। হেলিপ্যাডে তাঁকে স্বাগত জানালেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শাহ প্রথমে নন্দীগ্রামে রোড শো করবেন।

Amit Shah Road Show: নন্দীগ্রামে ভোটের প্রচারের শেষদিনে রোড শো শাহর

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর সমর্থনে রোড শো-র অমিত শাহর। উল্লেখ্য, রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে নন্দীগ্রামে ভোটগ্রহণ করা হবে। এই হাইভোল্টেজ কেন্দ্রে মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। 

প্রেক্ষাপট

কলকাতা: ১ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। এই পর্বের জন্য ভোটের প্রচারের শেষ দিনে বিজেপির হয়ে প্রচারে ঝড় তুলতে আজ ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ প্রথমেই বিজেপির প্রাক্তন সভাপতি রোড শো করবেন এবারের নির্বাচনে সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে।  এই আসনে লড়াই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একদা তাঁরই ঘনিষ্ঠ সহযোগী, বর্তমানে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর। এই আসনের নির্বাচনের আগে এখানে রোড শো করতে আসছেন অমিত শাহ।  এছাড়াও  পশ্চিম মেদিনীপুরের ডেবরা ও  পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পশ্চিম কেন্দ্রেও রোড শো করবেন শাহ।


পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তিনটি রোড শো করার পর অমিত শাহ দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারে জনসভা করবেন অমিত শাহ।


নন্দীগ্রামে অমিত শাহ রোড শো করবে দুপুর ১২টায়। এরপর পশ্চিম মেদিনীপুরের ডেবরায় তাঁর রোড-শো শুরু হবে দুপুর দেড়টায়। বিকেল ৩টে নাগাদ পাঁশকুড়া পশ্চিম বিধানসভা  রোড-শো করবেন তিনি। তাঁরপরবর্তী কর্মসূচী ডায়মন্ডহারবারে। সেখানে বিকেল সাড়ে চারটেয় জনসভায় ভাষণ দেবেন তিনি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.