কলকাতা: পঞ্চায়েতে (Panchayat Election 2023) সিপিএম প্রার্থী হওয়ায় আনিসের দাদাকে হুমকির অভিযোগ। হুমকি দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, দাবি আনিস খানের বাবার। ছেলে ভোটে দাঁড়ানোয় গোটা পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে, দাবি সালেম খানের। পঞ্চায়েত ভোটে সিপিএমের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনিসের দাদা সামসুদ্দিন খান। রাজ্য নির্বাচন কমিশন, মহকুমা শাসক ও পুলিশকে চিঠিও দিয়েছেন বলে দাবি। হুমকির অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের।
আনিসের দাদাকে হুমকির অভিযোগ: ভোট ঘোষণার পর থেকে কখনও বাড়িতে সাদা থান পাঠিয়ে, হুমকি পোস্টার দিয়ে, আবার কখনও বোমাবাজি, গুলি, রক্ত ঝরিয়ে বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আর এবার পঞ্চায়েতে প্রার্থী হওয়ায় আনিস খানের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। হাওড়ার আমতা ২ নম্বর পঞ্চায়েত সমিতির ৪১ নম্বর আসনে সিপিএমের প্রার্থী হয়েছেন আনিস খানের দাদা শামসুদ্দিন খান। অভিযোগ, আনিসের দাদা ভোটে দাঁড়ানোয় গোটা পরিবারকেই বারবার শাসকদলের হুমকি মুখে পড়তে হচ্ছে। বাড়ির বাইরে পুলিশি পাহারা থাকলেও তাতে আস্থা নেই আনিসের পরিবারের। আনিসের বাবা সালেম খান বলেন, “নিরাপত্তা নেই কোনও। পুলিশ তো আছে বাড়ির সামনে, কিন্তু ওরা তৃণমূলের সঙ্গেই বেশি মেলামেশা করে।’’
ছাত্রনেতা আনিস খানের হত্যা-মামলা ঘিরে বারবার উত্তপ্ত হয়েছে বঙ্গ রাজনীতি। পঞ্চায়েত ভোটের লড়াইয়ে এবার আনিস খানের ইস্যুকে হাতিয়ার করেছে সিপিএম। ভাইয়ের মৃত্যুর ন্যায় বিচার চেয়ে ভোটের ময়দানে নেমেছেন আনিসের দাদা সামসুদ্দিন খান। মেজো ছেলের হয়ে দেওয়াল লিখেছেন বাবা সালেম খান। সিপিএমের হয়ে প্রচারে নেমেছে আনিস খানের গোটা পরিবার।
২০২২-এর ১৯ ফেব্রুয়ারি ছাত্রনেতা আনিস খানের মৃত্যু হয়। পুলিশের বিরুদ্ধে আনিসকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ তোলে পরিবার। ঘটনার পর সিট গঠন করে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সিটের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে গ্রেফতার করা হয় আমতা থানার এক হোমগার্ড এবং এক সিভিক ভলান্টিয়ারকে। কিন্তু, এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছে ছাত্রনেতার পরিবার। আগেই আনিসের বাবা সালেম খান জানিয়েছিলেন, “কীভাবে আনিসের হত্যা এখনও সিট জানাতে পরেনি আরও সময় চেয়েছে পুলিশ। সিবিআই তদন্ত চেয়েছি আদালতে।’’
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Oral Health: কতবার দাঁত মাজলে দূরে থাকবে হৃদরোগ? কী বলছে গবেষণা?