বীরভূম: ভোটপর্ব শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশে নজরবন্দি অনুব্রত মণ্ডল। তারই মাঝে বিরোধীদের ফের দিলেন প্রচ্ছন্ন হুমকি। তিনি বললেন, এই ব্যবস্থায় তাঁর কিছু যায় আসে না। কমিশন কমিশনের কাজ করবে, তিনি তাঁর মতো কাজ করবেন। তিনি বলেছেন, প্রচন্ড গরম পড়েছে। প্রত্যেক বুথে থাকবে গুড়-বাতাসা। এবিপি আনন্দকেও গুড়-বাতাসা দেব।
কমিশনের নির্দেশ অনুযায়ী, সকাল থেকে তাঁর বোলপুরের বাড়ির সামনে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। সর্বক্ষণ অনুব্রতর সঙ্গে রয়েছেন সদরের ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃন্ময় দাস।তাঁর তত্ত্বাবধানেই অনুব্রতর ওপর চলছে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি। বেলা গড়াতেই বাড়ি থেকে বেরিয়ে নানুরের উদ্দেশে রওনা দেন তৃণমূল জেলা সভাপতি। নির্ধারিত সূচী অনুযায়ী ভোটের আগের দিন বিভিন্ন এলাকায় দলীয় কার্যালয়ে ঘুরে বেড়াচ্ছেন অনুব্রত। গতকাল নির্বাচন কমিশন নির্দেশ দেয়, ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত, অনুব্রত মণ্ডলকে সবসময় নজরবন্দি করে রাখতে হবে। তারিখ-সময়ের উল্লেখ করে ক্যামেরাবন্দি করতে হবে তাঁর গতিবিধি।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
গুড়-বাতাসা দেব, কটাক্ষ নজরবন্দী অনুব্রতর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Apr 2016 05:08 AM (IST)
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -