হিন্দোল দে, ভাঙড়: ভাঙড়জুড়ে (Bhangar) ভোট-সন্ত্রাস। মনোনয়নের শেষ দিনে তিন-তিনটি প্রাণহানি। ঘটনার ১১ দিন পর ভাঙড়বাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন আরাবুল-পুত্র হাকিমুল ইসলাম (Hakimul Ishlam)। গত মঙ্গলবার বামনঘাটায় প্রচার সভায় আরাবুলের উপস্থিতিতে হাতজোড় করে হাকিমুল বলেন, ভুল হয়েছে। আমাদের ক্ষমা করে দিয়ে ভোট দিন।আগামী পাঁচ বছর উন্নয়নের কাজ করব প্রতিশ্রুতি দিচ্ছি। কথা রাখতে না পারলে, পাঁচ বছর পর আর ভোট চাইতে আসব না। ভিডিও ভাইরাল হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
তৃণমূল নেতা ও আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম (Hakimul Ishlam) বলেন, যদি তৃণমূল কংগ্রেসের কোনও কর্মীরা ভুল করে থাকে, আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের কাছে আমরা ভুল স্বীকার করছি নিজেরা। আপনারা আমাদের ভোট দিন।
বোধদয়? আত্মসমীক্ষা? নাকি শুধুই ভোট চাওয়ার কৌশল? সন্ত্রাস-বিদ্ধ ভাঙড়ে, ভোটপ্রচারে, ভাঙড়বাসীর কাছে ক্ষমা চাইলেন আরাবুল ইসলামের ছেলে হাকিমুল। আরাবুলের উপস্থিতিতে হাতজোড় করে বললেন, ভুল হয়েছে। ক্ষমা করে দিয়ে ভোট দিন। মনোনয়ন পর্বে ভয়ঙ্কর সন্ত্রাসের সাক্ষী হয়েছে ভাঙড়। একদিনে ২ তৃণমূল কর্মী ও ১ ISF কর্মীর মৃত্য়ু। দফায় দফায় তৃণমূল ও ISFএর সংঘর্ষ!
মুড়ি মুড়কির মতো বোমা, বাঁশ-লাঠি হাতে দুর্বৃত্তদের দাপাদাপি। বিডিও অফিস কার্যত তৃণমূলের দখলে চলে যায়। এর প্রায় সপ্তাহ দুয়েক পরে, ভাঙড়বাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন আরাবুল-পুত্র হাকিমুল ইসলাম।
হাকিমুল ইসলাম আরও বলেন, এখানে কিছু কিছু নেতৃত্ব আছে, অনেক খারাপ ব্য়বহার হয়ত দুর্ব্য়বহার আপনাদের কাছে করছে। আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। মমতা বন্দ্য়োপাধ্য়ায় কিন্তু আপনাদের কাছে কোনও ভুল করেননি। ... আমাদের ভুল হয়ে থাকলে, আপনারা ক্ষমা করে দিন। আপনাদের কাছে আগামী ৫ বছরের জন্য় ভোটটাকে ঋণ হিসেবে আপনাদের কাছে চাইছি। ...যদি আপনাদের এলাকার উন্নয়ন না করতে পারি, পরেরবার আপনাদের কাছে ভোট চাইতে আসব না।
ক্ষমাপ্রার্থী হাকিমুল ক্ষমা চেয়ে আরাবুল ইসলাম বলেছেন, আমাদের নেত্রীর গায়ে কোনও আঁচড় নেই। অনেকসময় একই বুথে এক মেম্বার ৩-৪ বার হয়েছে। দলীয় নেতৃত্ব হিসেবে ক্ষমা চেয়েছে। সেই জন্য়ই তো বলেছে দলীয় স্তরের কেউ ভুল করলে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন দেখার, ভাঙড়ে ভোট-যুদ্ধে কারা জয়ী হয়।