Assemby Election Results 2024 LIVE: সিকিমে বড় জয়ের পথে ক্রান্তি মোর্চা, অরুণাচলে বিশাল ব্যবধানে এগিয়ে বিজেপি

Lok Sabha Elections 2024 Live Updates: বিরোধীদের ওপর হামলা, ভোটারের ওপর হামলা, ভুয়ো ভোটার, ভুয়ো এজেন্ট। শেষ দফার ভোটে সবকিছুই দেখা গেল বাংলায়

ABP Ananda Last Updated: 02 Jun 2024 03:51 PM

প্রেক্ষাপট

সিকিম, অরুণাচলে (Arunachal Pradesh) শুরু বিধানসভা নির্বাচনের (Assembly Election) ফলাফলের কাউন্টিং। সিকিম, অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলছে। বিজেপি (BJP) কি ক্ষমতা ধরে রাখবে? দুই রাজ্যে কে এগিয়ে থাকবে ভোটগণনার...More

Assemby Election Results 2024: অরুণাচলপ্রদেশে ৪৫টি আসনে জয়ের পথে বিজেপি

অরুণাচল প্রদেশে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ৪৫টি আসনে এগিয়ে রয়েছে বা জয় ছিনিয়ে নিয়েছে। পাঁচটি আসনে এনপিপি, তিনটি আসনে এনসিপি ও ৬টি আসনে অন্যান্যরা এগিয়ে রয়েছে।