Assemby Election Results 2024 LIVE: সিকিমে বড় জয়ের পথে ক্রান্তি মোর্চা, অরুণাচলে বিশাল ব্যবধানে এগিয়ে বিজেপি

Lok Sabha Elections 2024 Live Updates: বিরোধীদের ওপর হামলা, ভোটারের ওপর হামলা, ভুয়ো ভোটার, ভুয়ো এজেন্ট। শেষ দফার ভোটে সবকিছুই দেখা গেল বাংলায়

ABP Ananda Last Updated: 02 Jun 2024 03:51 PM
Assemby Election Results 2024: অরুণাচলপ্রদেশে ৪৫টি আসনে জয়ের পথে বিজেপি

অরুণাচল প্রদেশে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ৪৫টি আসনে এগিয়ে রয়েছে বা জয় ছিনিয়ে নিয়েছে। পাঁচটি আসনে এনপিপি, তিনটি আসনে এনসিপি ও ৬টি আসনে অন্যান্যরা এগিয়ে রয়েছে।

Assemby Election Results: সিকিমে ফের ক্রান্তি মোর্চার সরকার

সিকিম ক্রান্তি মোর্টার সুপ্রিমো তথা সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং ফের একবার মসনদে বসতে চলেছেন। ক্রান্তি মোর্চা এই মুহূর্তে ১৮টি আসনে জয় ছিনিয়ে নিয়েছে। এখনও ১৩টি সিটে তারা এগিয়ে রয়েছে। এখনও ভোট গণনা চলছে।

Assemby Election Results 2024: অরুণাচলে ৩১ আসনে জয় বিজেপির, ১৪ আসনে এগিয়ে

অরুণাচলের ৬০টি আসনের মধ্যে ৩১টি আসনে জয় ঘোষণা বিজেপির। ১৪টি আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির।

Assemby Election Results: সিকিমে ৩১ আসনে এগিয়ে সিকিম ক্রান্তি মোর্চা

সিকিমে ৩২টি আসনের মধ্যে ৩১টি আসনেই সিকিম ক্রান্তি মোর্চা এগিয়ে। ১টি আসন এসডিএফের।

Assemby Election Results 2024: সরকার গঠনের পথে বিজেপি?

ম্য়াজিক ফিগার পেরিয়ে অরুণাচলে সরকার গঠন গড়তে চলেছে বিজেপি।

Assemby Election Results: অরুণাচল প্রদেশে ৩০টি আসনে এগিয়ে বিজেপি

৬০ আসনের অরুণাচল বিধানসভায় এখনও পর্যন্ত ৩০টি আসনে এগিয়ে বিজেপি। ৩২ আসনের সিকিমে শাসক দল এসকেএম এগিয়ে ১৯টি আসনে

Assemby Election Results 2024: অরুণাচলে ১০ জন বিজেপি প্রার্থী  বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন

অরুণাচলের ১০ জন বিজেপি প্রার্থী  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মোট ৬০ টি বিধানসভা আসনের মধ্যে ৫০ টির জন্য গণনা হয়েছে। ১০টি-তে পুরো জয় ও ২১টি আসনে এগিয়ে রয়েছে তারা। বিজেপির মিত্র কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি দুটো আসনে এগিয়ে রয়েছে। একটি করে আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস ও এনসিপি। 

Assemby Election Results: সিকিমে ২৭টি আসনে এগিয়ে ক্রান্তিকারী মোর্চা

সিকিমে সিকিম ক্রান্তিকারী মোর্চা ৩২টি আসনের মধ্যে ২৭টি আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছে। প্রধান বিরোধী পক্ষ সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট ২টো আসনে এগিয়ে রয়েছে।

Assemby Election Results 2024: ট্রেন্ড অনুযায়ী ২১টি আসনে জয় নিশ্চিত বিজেপির

যে ট্রেন্ড চলছে, তাতে এই মুহূর্তের পাওয়া শেষ খবর অনুযায়ী মােটামুটি ২১টি আসনে জয় প্রায় নিশ্চিত করে ফেলেছে বিজেপি। 

Assemby Election Results: অরুণাচল প্রদেশে গেড়ুয়া ঝড়?

অরুণাচল প্রদেশে গেড়ুয়া ঝড়ই আসতে চলেছে? সূত্রের খবর, এখনই অর্ধেক আসন প্রায় জয়ের পথে বিজেপি। অন্য়দিকে সিকিমে এগিয়ে সিকিম ক্রান্তি মোর্চা।

Exit Poll Live: অরুণাচল প্রদেশে এগিয়ে বিজেপি?

ইলেকশন কমিশনের ট্রেন্ড অনুযায়ী অরুণাচল প্রদেশে ২০টি আসনে এগিয়ে বিজেপি। সিকিমে সিকিম ক্রান্তিকারী মোর্চা এগিয়ে ১৯টি আসনে।

Exit Poll Live Update: কালীগঞ্জে বিজেপি কর্মী খুন

ভোট শেষ হতেই শুরু হিংসা। নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীকে গুলি করে কুপিয়ে খুন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। পারিবারিক বিবাদের জের, দাবি শাসক দলের। 

Exit Poll Live: বাংলায় গেরুয়া ঝড়ের ইঙ্গিত

বাংলায় গেরুয়া ঝড়ের ইঙ্গিত। ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ২৩ থেকে ২৭টি পেতে পারে বিজেপি। তৃণমূল ১৩ থেকে ১৭। বাম-কংগ্রেস ১ থেকে ৩টি আসন। ইঙ্গিত সি ভোটারের এক্সিট পোলে। 

Exit Poll Live Update: সাত দফার ভোট শেষ, মঙ্গলবার ফলপ্রকাশ

শেষ হল ৭ দফার ম্যারাথন ভোট। সপ্তম দফায় বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৭০ শতাংশ। বসিরহাটে ভোটদানের হার সবথেকে বেশি, ৭৬ শতাংশ। মঙ্গলবার ফলপ্রকাশ।

Exit Poll Live: বাংলায় আসন কমছে তৃণমূলের?

Matriez exit poll-এ পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল পেতে পারে 16-20টি আসন, বিজেপি পেতে পারে 21-25 আসন, অন্যান্য 0-1টি আসন

প্রেক্ষাপট

সিকিম, অরুণাচলে (Arunachal Pradesh) শুরু বিধানসভা নির্বাচনের (Assembly Election) ফলাফলের কাউন্টিং। সিকিম, অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলছে। বিজেপি (BJP) কি ক্ষমতা ধরে রাখবে? দুই রাজ্যে কে এগিয়ে থাকবে ভোটগণনার লাইভ আপডেটে দেখে নিন জয়ের হাসি হাসবে কোন দল?  


২০১৯-এ অরুণাচলে বিজেপি এককভাবে জয়ী হয়েছিল ৪১টি আসনে। ২০১৯ সালে বিজেপি অরুণাচলে ৪১টি আসন পায় ৬০টির মধ্যে। এবারেও প্রেমা খাণ্ডুর সরকার জয়ের পথেই এগোচ্ছে বলে আভাস।  এছাড়াও জনতা দল (ইউনাইটেড) বা জেডি (ইউ) সাতটি আসন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) পাঁচটি, কংগ্রেস চারটি এবং পিপলস পার্টি অফ অরুণাচল (পিপিএ) একটি আসন জিতেছিল। জয়ী হয়েছিলেন দু'জন নির্দল প্রার্থীও।


অন্যদিকে  সিকিমে গত বিধানসভা নির্বাচনে রাজ্যের ৩২টি আসনের মধ্যে ৩০টিতেই জয়লাভ করেছিল এনডিএ জোট। সিকিমে ২০১৯ সালে ১৭টি আসন পেয়ে সরকার গঠন করে সিকিম ক্রান্তিকারি মোর্চা। মুখ্যমন্ত্রী হন প্রেম সিং তামাং। ১৫টি আসন পায় এসডিএফ।                                                                                          


সিকিম ক্রান্তিকারি মোর্চার সঙ্গে এবারে মুখোমুখি লড়াই হচ্ছে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের (এসডিএফ)। তবে এবার সিকিম ক্রান্তিকারি মোর্চার নেতা তথা মুখ্যমন্ত্রী পি এস তামাং নাকি পাঁচ বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টের প্রধান পবন চামলিং এর দল, শেষ হাসি কে হাসবে সেদিকেই লক্ষ্য রাখছে জনতা।  


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.