নয়াদিল্লি : অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারির প্রতিবাদে এককাট্টা বিরোধী শিবির। আর বিরোধী নেতৃত্বের উপস্থিতিতেই লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে কার্যত রাজনীতির ময়দানে প্রবেশ করে ফেললেন কেজরিওয়াল-পত্নী সুনীতা কেজরিওয়াল। এদিন রাজধানীর রামলীলা ময়দানের সভামঞ্চ থেকে নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকে। ভোটের আগে এজেন্সিগুলিকে ব্যবহার করে বিরোধীদের টার্গেট করা হচ্ছে বলে তুললেন অভিযোগ। শুধু তা-ই নয় জেলবন্দি-স্বামীকে 'সিংহ' বললেন সুনীতা। প্রত্যয়ের সঙ্গে ঘোষণা করলেন, তাঁকে (অরবিন্দ কেজরিওয়াল) দীর্ঘদিন জেলে আটকে রাখা যাবে না।


আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ১ এপ্রিল পর্যন্ত তাঁর ইডি হেফাজতের মেয়াদ রয়েছে। এই আবহে আজ 'লোকতন্ত্র বাঁচাও' সমাবেশের ডাক দেয় ইন্ডিয়া জোট। দিল্লির রামলীলা ময়দানের সেই মেগা ‍র‍্যালিতে যোগ দিলেন সনিয়া গাঁধী, রাহুল গাঁধী, উদ্ধব ঠাকরে, মেহবুবা মুফতি, মল্লিকার্জুন খাড়গে, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ফারুখ আবুদুল্লা, শরদ পাওয়ার, ডি রাজারা। ভোটের আগে কার্যত যৌথ শিবিরে এককাট্টা বিরোধীরা। সেই মঞ্চ থেকেই সুর চড়ালেন কেজরিওয়াল-পত্নী।


 






সমাবেশে বক্তব্য রাখতে উঠে সুনীতা জানান, জেল থেকে বার্তা পাঠিয়েছেন তাঁর স্বামী। তিনি বলেন, 'এই বার্তা পাঠ করার আগে আমি আপনাদের কাছে কিছু জানতে চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার স্বামীকে জেলে ভরে দিয়েছেন। উনি কি এটা ঠিক করেছেন ? আপনারা কি বিশ্বাস করেন কেজরিওয়াল প্রকৃত দেশপ্রেমী, সৎ ব্যক্তি ? বিজেপির লোকজন বলছেন কেজরিওয়াল জেলে আছেন। তাই তাঁর পদত্যাগ করা উচিত। তাঁর কি পদত্যাগ করা উচিত ? আপনাদের কেজরিওয়াল একটা সিংহ। ওরা ওঁকে বেশিদিন জেলে রাখতে পারবে না।' 


এরপর অরবিন্দ কেজরিওয়ালের বার্তা পাঠ করেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, 'আজ আমি আপনাদের কাছে ভোট চাইছি না। আমি ১৪০ কোটি ভারতবাসীকে নতুন ভারত গড়ার আহ্বান জানাচ্ছি। ভারত একটা মহান দেশ। যার সভ্যতা হাজার হাজার বছরের পুরনো। জেলের ভেতর থেকেই আমি ভারত মাতার কথা ভাবি। উনি (ভারত মাতা) যন্ত্রণায় আছেন। চলুন নতুন ভারত গড়া যাক।'