Mamata Banerjee: 'ইতিহাসের পাতা খুললে জায়গা পাবেন না', কৃষ্ণনগরে গিয়ে BJP-র অমৃতাকে আক্রমণ মমতার

Amrita Roy: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপে রাজা কৃষ্ণচন্দ্র কেন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে গিয়ে ইংরেজের হাত ধরেছিলেন, তার ব্যাখ্যা দিয়েছিলেন অমৃতা।

Continues below advertisement

কৃষ্ণনগর: কৃষ্ণনগরে লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী, রাজ পরিবারের সদস্যা অমৃতা রায়কে (Amrita Roy) তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপে রাজা কৃষ্ণচন্দ্র কেন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে গিয়ে ইংরেজের হাত ধরেছিলেন, তার ব্যাখ্যা দিয়েছিলেন অমৃতা। সেই নিয়েই তাঁকে আক্রমণ করলেন মমতা। (Lok Sabha Elections 2024)

Continues below advertisement

বাড়িতে পড়ে গিয়ে চোট পাওয়ার পর রবিবারই প্রথম লোকসভা নির্বাচনের প্রচারে বেরোলেন মমতা। এদিন কৃষ্ণনগরে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্রের হয়ে প্রচার করেন মমতা। সেখানেই নাম না করে অমৃতাকে আক্রমণ করেন তিনি। বলেন, "সিরাজ ভাল কি না, সেই আলোচনায় যাচ্ছি না আমি। কিন্তু বাংলরা লোক সিরাজকে সমর্থন করে, মিরজাফরকে নয়। ইংরেজ আমলে যখন স্বাধীনতার লড়াই চলছে, যে লোকটা লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা সংগ্রামকে খতম করার জন্য। সেই নামটাকে নিয়ে এলেন। মোদিবাবু আপনি কি ইতিহাস ভুলে গিয়েছেন?"

অমৃতাকে নিশানা করে মমতা বলেন, "বলছে রাজমাতা। কবে থেকে মাতার রাজ হল?  আমরা সবাই রাজা, কিন্তু রাজা কেউ নেই এ দেশে। যাঁরা রাজা ভাবছেন নিজেদের, তাঁরা রাজপ্রাসাদে থাকুন। জনগণের, মানুষের ধর্ম পালন করুন। মিথ্যার আশ্রয় নেবেন না। তাহলে ইতিহাসের পাতা ওল্টাব। আর পাতা ওল্টালে জায়গা পাবেন না। ঘৃণাভরে প্রত্যাখ্যান করবেন মানুষ।"

আরও পড়ুন: Mamata Banerjee: I.N.D.I.A-র নামটাও আমার দেওয়া, ভোটের পর আমি দেখে নেব: মমতা

কৃষ্ণনগরে মহুয়ার বিরুদ্ধে অমৃতাকে প্রার্থী করেছে বিজেপি। সম্প্রতি তাঁকে ফোন করেন মোদি। কথায় কথায় মোদিকে অমৃতা জানান, 'গদ্দার' বলে তাঁদের কটাক্ষ করা হচ্ছে। অথচ সিরাজের বিরুদ্ধে গিয়ে ইংরেজদের হাত ধরা ছাড়া উপায় ছিল না কৃষ্ণচন্দ্রের। এই কাজ না করলে সনাতন ধর্ম শেষ হয়ে যেত, আজ তাঁরা হিন্দু থাকতে পারতেন না। অমৃতার এই মন্তব্যে বিতর্ক শুরু হতে সময় লাগেনি। এমনকি মোদি কৃষ্ণচন্দ্রকে ভুল করে রাজা রামমোহন রায় বেবে বসেছেন, তাই 'সমাজ সংস্কারক' বলে উল্লেখ করেছেন, এমন অভিযোগ তোলেন মহুয়াও।

সেই সময়ই তৃণমূলের তরফে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানানো হয়। বাংলার স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে কৃষ্ণচন্দ্র বিশ্বাসঘাতকতা করেছিলেন, বাংলায় পরাধীনতার অন্ধকার ডেকে এনেছিলেন বলে অভিযোগ করে তারা। এদিন সেই নিয়ে মুখ খুললেন মমতাও। ফোনের কথোপকথন অত্যন্ত গোপন বিষয়, ফলাও করে সেটি প্রচার করায় সেই গোপনীয়তা লঙ্ঘিত হয় বলেও এদিন মন্তব্য করেন মমতা।

Continues below advertisement
Sponsored Links by Taboola