Assembly Election Results 2021 Live: দশ বছর পর তামিলনাড়ুতে ক্ষমতায় ডিএমকে

Assembly Election Results 2021 Live Updates: করোনাকালের মধ্যেই বাংলার পাশাপাশি ভোট হয়েছে পড়শি রাজ্য অসম, কেরল, পুদুচেরি, তামিলনাডুতে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 02 May 2021 09:20 PM
Election results 2021 LIVE: দশ বছর পর তামিলনাড়ুতে ক্ষমতায় ডিএমকে

দশ বছর পর তামিলনাড়ুতে ক্ষমতায় ডিএমকে। খবর সংবাদ সংস্থা IANS সূত্রে। 

Assembly election results 2021: তবে কি পরিবর্তন তামিলনাড়ুতে? স্ট্যালিনকে শুভেচ্ছা রাহুলের

চূড়ান্ত ফল ঘোষণা এখনও হয়নি। তবে ট্রেন্ড বলছে পরিবর্তন হতে চলেছে এবার তামিলনাড়ুতে। আর এই আবহে এমকে স্ট্য়ালিনকে শুভেচ্ছা জানালেন রাহুল গাঁধী। তিনি বলেন, জয়ের জন্য অনেক শুভেচ্ছা। তামিলনাড়ুর মানুষ আপনার নেতৃত্বে পরিবর্তনকে প্রাধান্য দিয়েছেন।

Election results 2021 LIVE: তামিলনাড়ুর শাসন ক্ষমতা কি এবার ডিএমকে-র হাতে?

জয় এবং এগিয়ে থাকার নিরিখে তামিলনাড়ুতে ডিএমকে ১৫৭ আসনে এবং এডিএমকে ৭৭ আসনে। 

Assembly election results 2021: ১০০ ছুঁইছুঁই, কেরলে নজির গড়ে ক্ষমতায় ফের বামেরা!

জয় এবং এগিয়ে থাকার নিরিখে বামেরা ১০০ ছুঁইছুঁই। কেরলে নজির গড়ে ক্ষমতায় ফের বামেরা। এখনও সম্পূর্ণ ফল ঘোষণা না হলেও ইতিমধ্যে সেই আভাস পাওয়া গিয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। 

Election results 2021 LIVE: ম্যাজিক ফিগার ১৬, পুদুচেরিতে বিজেপি এগিয়ে ১২ আসনে,

পুদুচেরিতে বিজেপি এগিয়ে ১২ আসনে। কংগ্রেস ৬ আসনে এবং অন্যান্যরা ৪ আসনে। 

Assembly election results 2021: গণনা চললেও জয়ের বিষয়ে আশাবাদী, বললেন অসমের মুখ্যমন্ত্রী

গণনা এখনও চলছে। তবে জয়ের বিষয়ে আশাবাদী। বললেন অসমের মুখ্যমন্ত্রী সর্বনন্দা সোনোয়াল। 

Election results 2021 LIVE: একশো আসনে এগিয়ে, কেরালায় ফের বাম দুর্গ?

কেরালায় ফের বাম দুর্গ? ১০০ আসনে এগিয়ে বামেরা। চলছে ভোট গণনা। 

Assembly election results 2021: অসমে বিজেপির জয়ের আভাস, উচ্ছ্বসিত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ

অসমে বিজেপির জয়ের আভাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যের মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ট্যুইট প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহর। 

Election results 2021 LIVE: কেরলে ৯৭ আসনে এগিয়ে বামেরা

কেরলে ৯৭ আসনে এগিয়ে বামেরা। 

Assembly election results 2021: অসমে বিজেপি এগিয়ে ৭৩ আসনে

অসমে বিজেপি এগিয়ে ৭৩ আসনে। কংগ্রেস এগিয়ে ৫০ আসনে। 

Election results 2021 LIVE: তামিলনাড়ুতে ডিএমকে এগিয়ে ১৫০ আসনে এবং এডিএমকে ৮৩

তামিলনাড়ুতে ডিএমকে এগিয়ে ১৫০ আসনে এবং এডিএমকে ৮৩। 

Assembly election results 2021: অসমে ৭৮ আসনে এগিয়ে বিজেপি

অসমে ৭৮ আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ৪৭ আসনে। 

Election results 2021 LIVE: ডিএমকে এগিয়ে ১৪৯ আসনে এবং এডিএমকে ৮৪

তামিলনাড়ুতে ডিএমকে এগিয়ে ১৪৯ আসনে এবং এডিএমকে ৮৪।

Assembly election results 2021: কেরলে জয় এবং এগিয়ে থাকার নিরিখে মোট ৯৮ আসন বামেদের

কেরলে জয় এবং এগিয়ে থাকার নিরিখে মোট ৯৮ আসন বামেদের। 

Election results 2021 LIVE: কেরলে ৯৭ আসনে এগিয়ে বামেরা

কেরলে ১০০ ছুঁইছুঁই। এগিয়ে থাকার নিরিখে বামেরা রয়েছে ৯৭-তে। কংগ্রেস এগিয়ে আছে ৪২ আসনে। 

Assembly election results 2021: অসমে  ৮১ আসনে এগিয়ে বিজেপি

অসমে ৮১ আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে রয়েছে ৪৫ আসনে। 

Election results 2021 LIVE: তামিলনাড়ুতে ডিএমকে এগিয়ে ১৪৬ আসনে এবং এডিএমকে ৮৭

তামিলনাড়ুতে ডিএমকে এগিয়ে ১৪৬ আসনে এবং এডিএমকে ৮৭। অন্যান্যরা পেয়েছে ১টি আসন। 

Assembly election results 2021: হাড্ডাহাড্ডি লড়াই পড়শি রাজ্য অসমে, ৭৬ আসনে এগিয়ে বিজেপি

অসমে ৭৬ আসনে এগিয়ে আছে বিজেপি, কংগ্রেস এগিয়ে ৪৭ আসনে।

Election results 2021 LIVE: তামিলনাড়ুতে ডিএমকে এগিয়ে ১৪৩ আসনে এবং এডিএমকে ৯০

তামিলনাড়ুতে ডিএমকে এগিয়ে ১৪৩ আসনে এবং এডিএমকে ৯০ 

Assembly election results 2021: কেরলে ৯২ আসনে এগিয়ে বামেরা

শেষ পাওয়া খবর অনুযায়ী, কেরলে ৯২ আসনে এগিয়ে বামেরা। কংগ্রেস ৪৬ এবং বিজেপি ৩ আসনে এগিয়ে। 

Election results 2021 LIVE: পুদুচেরিতে বিজেপি এগিয়ে ৮ আসনে

ক্রমেই কঠিন হচ্ছে লড়াই, পুদুচেরিতে বিজেপি এগিয়ে ৮ আসনে, কংগ্রেস ৩ আসনে। 

Election results 2021 LIVE: অসমে বিজেপি এগিয়ে ৭৮ আসনে

অসমে বিজেপি এগিয়ে ৭৮ আসনে। কংগ্রেস এগিয়ে ৪৬ আসনে। অন্যান্যরা ২টি আসনে। 

Assembly election results 2021: বিজেপি অসমে ৮০ এগিয়ে, কংগ্রেস এগিয়ে ৪৪ আসনে

বিজেপি অসমে ৮০ এগিয়ে, কংগ্রেস এগিয়ে ৪৪ আসনে। 

Election results 2021 LIVE: কেরলে ৯১ আসনে এগিয়ে বামেরা

কেরলে কি শাসন ক্ষমতায় ফের বামেরা? প্রায় সাড়ে ৪ ঘণ্টা গণনা শেষে কেরলে ৯১ আসনে এগিয়ে বামেরা। কংগ্রেস এগিয়ে ৪৬ আসনে এবং বিজেপি ৩ জন। 

Assembly election results 2021: পুদুচেরিতে এগিয়ে রয়েছে বিজেপি, পিছিয়ে কংগ্রেস

পুদুচেরিতে এগিয়ে রয়েছে বিজেপি। ৯টি আসনে এখনও পর্যন্ত এগিয়ে গেরুয়া শিবির। ৩টি আসনে কংগ্রেস। ১টি আসনে অন্যান্যরা। 

Election results 2021 LIVE: তামিলনাড়ুতে এডিএমকে ৯১ এবং ডিএমকে এগিয়ে ১৪২ আসনে

কখনও ১০০ পেরিয়ে যাচ্ছে এডিএমকে। কখনও যাচ্ছে পিছিয়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এডিএমকে ৯১ এবং ডিএমকে এগিয়ে ১৪২ আসনে। 

Assembly election results 2021: বিজেপি এগিয়ে ৮৪ আসনে অসমে, পিছিয়ে কংগ্রেস

বিজেপি এগিয়ে ৮৪ আসনে অসমে, কংগ্রেস এগিয়ে ৪০। 

Election results 2021 LIVE: কেরলে বিজেপি এগিয়ে ৩, বামেরা ৯০টি আসনে

কেরলে বিজেপি এগিয়ে ৩টি আসনে, কংগ্রেস এগিয়ে ৪৭টি আসনে। বামেরা এগিয়ে ৯০টি আসনে। 

Assembly election results 2021: পুদুচেরিতে বিজেপি এগিয়ে ৯টি আসনে

পুদুচেরিতে বিজেপি এগিয়ে ৯টি আসনে, কংগ্রেস এগিয়ে ৪টি আসনে, অন্যান্যরা ১টিতে। 

Election results 2021 LIVE: হাড্ডাহাড্ডি লড়াই তামিলনাড়ুতে, এডিএমকে ১০১ এবং ডিএমকে এগিয়ে ১৩২ আসনে

হাড্ডাহাড্ডি লড়াই তামিলনাড়ুতে, এডিএমকে এগিয়ে ১০১ এবং ডিএমকে এগিয়ে ১৩২ আসনে। 

Assembly election results 2021: বিজেপি এগিয়ে ৮২ আসনে অসমে, কংগ্রেস ৪৩

অসমে বিজেপি এগিয়ে ৮২ আসনে, কংগ্রেস ৪৩টি আসনে। 

Election results 2021 LIVE: কেরলে বামেরা এগিয়ে ৯২ আসনে

কেরলে বামেরা এগিয়ে ৯২ আসনে, কংগ্রেস ৪৬ আসনে এগিয়ে। 

Assembly election results 2021: তামিলনাড়ুতে এডিএমকে ৯৯ এবং ডিএমকে এগিয়ে ১৩৪ আসনে

তামিলনাড়ুতে এডিএমকে ৯৯ এবং ডিএমকে এগিয়ে ১৩৪ আসনে, অন্যান্য ১। 

Assembly election results 2021: ৪০ আসনে অসমে এগিয়ে কংগ্রেস

অসমে ৮০টি আসনে এগিয়ে বিজেপি, ৪০টি আসনে কংগ্রেস, অন্যান্যরা এগিয়ে ৩ আসনে। 

Election results 2021 LIVE: পুদুচেরিতে বিজেপি এগিয়ে ১২টি আসনে

পুদুচেরিতে বিজেপি এগিয়ে ১২টি আসনে। কংগ্রেস ৪টি আসনে এগিয়ে। 

Assembly election results 2021: কেরলে বামেরা এগিয়ে ৮৮ আসনে

কেরলে বামেরা এগিয়ে ৮৮ আসনে। কংগ্রেস ৫০ এবং বিজেপি ২ আসনে এগিয়ে আছে। 

Election results 2021 LIVE: তামিলনাড়ুতে এডিএমকে ৯৭ এবং ডিএমকে এগিয়ে ১৩৪ আসনে

তামিলনাড়ুতে এডিএমকে ৯৭ এবং ডিএমকে এগিয়ে ১৩৪ আসনে, অন্যান্য ১। 

Assembly election results 2021: অসমে ৭০ আসনে এগিয়ে বিজেপি

অসমে ৭০টি আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস এগিয়ে ৩৯টি আসনে। 

Election results 2021 LIVE: পুদুচেরিতে ম্যাজিক ফিগার ১৬, ৯ আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস ৫

পুদুচেরিতে ম্যাজিক ফিগার ১৬, ৯ আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস ৫

Assembly election results 2021: কেরলে বিজেপি ৩, বামেরা এগিয়ে ৮৭ আসনে

কেরলে কংগ্রেস এগিয়ে ৫০ আসনে, বিজেপি ৩ এবং বামেরা এগিয়ে ৮৭ আসনে। 

Election results 2021 LIVE: তামিলনাড়ুতে এডিএমকে ৯২ এবং ডিএমকে এগিয়ে ১১৯ আসনে

তামিলনাড়ুতে এডিএমকে ৯২ আসনে এবং ডিএমকে এগিয়ে ১১৯ আসনে। 

Assembly Election Results 2021 Live: ৫৬টি আসনে অসমে এগিয়ে বিজেপি

৫৬টি আসনে অসমে এগিয়ে বিজেপি, ৩০ আসনে এগিয়ে কংগ্রেস। 

Election results 2021 LIVE: পুদুচেরিতে বিজেপি এগিয়ে ১০ আসনে, কংগ্রেস ৫ আসনে এগিয়ে 

পুদুচেরিতে বিজেপি এগিয়ে ১০ আসনে, কংগ্রেস ৫ আসনে এগিয়ে 

Assembly Election Results 2021 Live: তামিলনাড়ুতে AIADMK ৮৩ আসনে এবং ১১৪ আসনে এগিয়ে DMK

তামিলনাড়ুতে AIADMK ৮৩ আসনে এবং ১১৪ আসনে এগিয়ে DMK। 

Election results 2021 LIVE: অসমে ৫০টি আসনে এগিয়ে বিজেপি

অসমে ৫০টি আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস এগিয়ে ২৪টি আসনে, অন্যান্যরা এগিয়ে ৪টি আসনে। 

Assembly Election Results 2021 Live: তামিলনাড়ুতে AIADMK ৭৫টি আসনে , DMK এগিয়ে ১০৮টি আসনে

তামিলনাড়ুতে AIADMK ৭৫টি আসনে , DMK এগিয়ে ১০৮টি আসনে। 

Election results 2021 LIVE: কেরলে বামের এগিয়ে ৯০ টি আসনে

কেরলে বাম ৯০ টি আসনে। কংগ্রেস এগিয়ে ৪৬টি, বিজেপি ৩টি আসনে এগিয়ে। 

Assembly Election Results 2021 Live: অসমে বিজেপি ৩৫, কংগ্রেস ১৪ আসনে এগিয়ে

অসমে বিজেপি এগিয়ে ৩৫, কংগ্রেস ১৪, অন্যান্যরা এগিয়ে ৪টি আসনে। 

Election results 2021 LIVE: পুদুচেরিতে কংগ্রেস এগিয়ে ৫টি আসনে, বিজেপি এগিয়ে ৭টি আসনে

পুদুচেরিতে কংগ্রেস এগিয়ে ৫টি আসনে, বিজেপি এগিয়ে ৭টি আসনে। 

Assembly election results 2021: বিজেপি ৪১, কংগ্রেস ৬২টি আসনে এগিয়ে তামিলনাড়ুতে

বিজেপি ৪১, কংগ্রেস ৬২টি আসনে এগিয়ে তামিলনাড়ুতে। 

Election results 2021 LIVE: কেরলে বামের এগিয়ে ৮১টি আসনে

কেরলে বামের এগিয়ে ৮১টি আসনে, ৫৬টি আসনে এগিয়ে কংগ্রেস, বিজেপি এগিয়ে ৩টি আসনে। 

Assembly election results 2021: তামিলনাড়ুতে বিজেপি এগিয়ে ৩২ আসনে

তামিলনাড়ুতে বিজেপি এগিয়ে ৩২ আসনে, কংগ্রেস ৪২ টি আসনে এগিয়ে রয়েছে। 

Election results 2021 LIVE: অসমে বিজেপি এগিয়ে রয়েছে ২৪ আসনে

অসমে বিজেপি এগিয়ে রয়েছে ২৪ আসনে, কংগ্রেস ১৩ এবং অন্যান্যরা এগিয়ে ৪টি আসনে। 

Assembly election results 2021: পুদুচেরিতে বিজেপি এগিয়ে ৫ আসনে

পুদুচেরিতে বিজেপি এগিয়ে ৫ আসনে, কংগ্রেস ৪। 

Election results 2021 LIVE: কেরলে বিজেপি এগিয়ে ১টি আসনে

কেরলে ৭৯টি আসনে এগিয়ে বামেরা। কংগ্রেস ৬০টি এবং বিজেপি ১টি আসনে। 

Assembly election results 2021: অসমে বিজেপি ১৬, কংগ্রেস এগিয়ে ১১ আসনে

বিজেপি ১৬, কংগ্রেস ১১ এবং অন্যান্যরা এগিয়ে ১টি আসনে। 

Election results 2021 LIVE: তামিলনাড়ুতে বিজেপি এগিয়ে ১১ আসনে

তামিলনাড়ুতে বিজেপি এগিয়ে ১১ আসনে, কংগ্রেস ১৭-তে। 

Assembly election results 2021: পুদুচেরিতে ৫টি আসনে এগিয়ে বিজেপি

Assembly Election Results 2021 Live Updates: পুদুচেরিতে ৫টি আসনে এগিয়ে বিজেপি, ৪টি আসনে কংগ্রেস। 

Election results 2021 LIVE: কেরলে বামেরা এগিয়ে ৫৫টি আসনে

Assembly Election Results 2021 Live Updates: কেরলে বামেরা এগিয়ে ৫৫টি আসনে। ৩৮টি আসনে কংগ্রেস এবং ১টি কংগ্রেস। 

Assembly Election Results 2021 Live: তামিলনাড়ুতে ৫টি আসনে এগিয়ে কংগ্রেস

Assembly Election Results 2021 Live Updates: তামিলনাড়ুতে ৫টি আসনে এগিয়ে কংগ্রেস

Election results 2021 LIVE: কেরলে বামের এগিয়ে ৩০টি আসনে, কংগ্রেস ২২ এবং বিজেপি ১ আসনে

Assembly Election Results 2021 Live Updates: কেরলে বামের এগিয়ে ৩০টি আসনে, কংগ্রেস ২২ এবং বিজেপি ১ আসনে। 

Assembly Election Results 2021 Live: অসমে ২টি আসনে এগিয়ে বিজেপি 

Assembly Election Results 2021 Live Updates: অসমে ২টি আসনে এগিয়ে বিজেপি 

Election results 2021 LIVE: ৫ রাজ্যের বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য নির্ধারণের কাজ শুরু

Assembly Election Results 2021 Live Updates: পশ্চিমবঙ্গে ২৯২টি, অসমে ১২৬টি কেন্দ্র, তামিলনাড়ুতে ২৩৪টি কেন্দ্র, কেরলে ১৪০, পুদুচেরিতে ৩০ টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য নির্ধারণের কাজ শুরু হয়েছে। 

Assembly Election Results 2021 Live: পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, তামিলনাড়ু, কেরল সহ পুদুচেরিতে শুরু ভোটগণনা

Assembly Election Results 2021 Live Updates: পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, তামিলনাড়ু, কেরল সহ পুদুচেরিতে শুরু ভোটগণনা। 

Election results 2021 LIVE: ৫ রাজ্যে ৮২২টি কেন্দ্রে ভোট গণনা শুরু

Assembly Election Results 2021 Live Updates: ৫ রাজ্যে ৮২২টি কেন্দ্রে ভোট গণনা শুরু। 

Assembly Election Results 2021 Live: প্রতিবেশী রাজ্যে পোস্টাল ব্যালট দিয়ে শুরু প্রার্থীদের ভাগ্য নির্ধারণ

Assembly Election Results 2021 Live Updates: পোস্টাল ব্যালট দিয়ে শুরু হবে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ। আর আধ ঘণ্টার মধ্যেই খোলা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা (ইভিএম)।

Election results 2021 LIVE: কেরলে বামেদের ভোট বাক্সে কি প্রভাব ফেলবে সোনা কেলেঙ্কারি?

Assembly Election Results 2021 Live Updates: প্রতিষ্ঠান-বিরোধী হাওয়া যাতে কাজ না করে তাই অনেক বিধায়ক ও মন্ত্রীকে টিকিট দেননি পিনরাই বিজয়ন। তবে, বাম সরকারে বিরুদ্ধে যেতে পারে একটি বিষয়, তা হল- সোনা কেলেঙ্কারি। যা দীর্ঘদিন ধরে খবরের শিরোনামে থেকেছে। এদিকে বিজেপি এই রাজ্যে কার্যত কোমড় বেঁধে নেমেছে। ফলে, আগের থেকে তাদের ভোটও বেড়েছে। কিন্তু, সেটা কি প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে কাজে লাগানোর পক্ষে যথেষ্ট? তা জানা যাবে কয়েক ঘণ্টার ব্যবধানেই।

Assembly Election Results 2021 Live: এনআরসি, সিএএ হাওয়া কি প্রভাব ফেলবে অসমের বিধানসভা নির্বাচনের ফলে?

Assembly Election Results 2021 Live Updates: এনআরসি, সিএএ হাওয়া কি প্রভাব ফেলবে অসমের বিধানসভা নির্বাচনে? ভোট গণনা শেষে মিলবে উত্তর। 

Election results 2021 LIVE: ভোট গণনাকে কেন্দ্র করে ৪০০ পুলিশকর্মী মোতায়েন পুদুচেরিতে

Assembly Election Results 2021 Live Updates: আজ সকাল ৮টার পর পোস্টাল ব্যালট দিয়ে শুরু হবে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ। তার আধ ঘণ্টার মধ্যেই খোলা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা (ইভিএম)। পুদুচেরির ভোট গণনাকে কেন্দ্র করে ৪০০ পুলিশকর্মী নামানো হয়েছে ইতিমধ্যেই।

Assembly Election Results 2021 Live: পুদুচেরিতে ম্যাজিক ফিগার ১৬, জয়ের হাসি কে হাসবে?

Assembly Election Results 2021 Live Updates: পুদুচেরিতে ৩০ আসনের বিধানসভা। যার মধ্যে ৯টি আসনে লড়েছে বিজেপি। এ্আইএনআর কংগ্রেস লড়েছে ১৬টি আসনে। বাকি ৫টি আসনে প্রার্থী দিয়েছে এআইএডিএমকে। পুদুচেরির নির্বাচনে এনডিএ শিবিরে তৈরি হয়েছে মূলত এই তিনটি দলের জোট। ইউপিএ শিবিরে ১৪ আসনে লড়েছে কংগ্রেস, ১৩টি আসনে ডিএমকে। সিপিআই, দলিত পার্টি ও ভিকেসি দল প্রার্থী দিয়েছে ১টি করে আসনে। 

Election results 2021 LIVE: তামিলনাড়ুতে এবার ক্ষমতায় কে?

Assembly Election Results 2021 Live Updates: AIADMK-তে অস্থিরতার জেরে ২০১৯ লোকসভা নির্বাচনে ভালো ফল করে DMK। সেই ধারা কি বিধানসভাতেও বজায় থাকবে? উত্তর মিলবে ভোট গণনা শেষে। 

Assembly Election Results 2021 Live: দেশের একমাত্র বামশাসিত রাজ্য, এবার কী হবে কেরলে?

Assembly Election Results 2021 Live Updates: দেশের একমাত্র বামশাসিত রাজ্য। কেরল বিধানসভায় মোট আসন ১৪০। অর্থাৎ ম্যজিক ফিগার ৭১। প্রতি ৫ বছর অন্তর একবার বাম, একবার কংগ্রেস ক্ষমতায় আসে এই রাজ্যে। কিন্তু এবার কী হবে? 

Election results 2021 LIVE: কেরলে কে হাসবে শেষ হাসি?

Assembly Election Results 2021 Live Updates: এপর্যন্ত কেরলে কোনও সরকারই ক্ষমতা ধরে রাখার নজির গড়তে পারেনি। সেই খরা কাটিয়ে কি নয়া দৃষ্টান্ত গড়বে LDF সরকার ? নাকি ক্ষমতা দখল করবে কংগ্রেস? 

Assembly Election Results 2021 Live: অসমে এবার পরিবর্তন না প্রত্যাবর্তন?

Assembly Election Results 2021 Live Updates: কংগ্রেসের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়ার জেরে ২০১৬-তে অসমে বিপুল ভোটে জয় পেয়েছিল বিজেপি। পরবর্তীকালে রাজ্যে এনআরসি, সিএএ হাওয়ায় অনেকটাই ব্যাকফুটে পদ্ম শিবির।

Election results 2021 LIVE: ২০১৬ সালে জয়ললিতার মৃত্যুর পরে মুখ্যমন্ত্রী হন কে পালানিস্বামী

Assembly Election Results 2021 Live Updates: ২০১৬ সালে জয়ললিতার মৃত্যুর পর একাধিক সমস্যার মধ্যে দিয়ে যায় AIADMK। দলের একাধিক শীর্ষ নেতৃত্ব ক্ষমতার দাবিদার ছিলেন। শেষমেশই কে পালানিস্বামী এবং ও পনিরসেলভম যথাক্রমে মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রী হন। অন্যদিকে করুণানিধির মৃত্যুর পর দলের ক্ষমতার রাশ যায় পুত্র স্টালিনের হাতে। তবে AIADMK-র মতো সমস্যায় পড়তে হয়নি DMK-কে। কারণ, জীবিত অবস্থাতেই ছেলেকে রাজনৈতিক তালিম দিয়ে রেখেছিলেন করণানিধি।

Assembly Election Results 2021 Live: ভোট গণনা শুরু সকাল ৮টা থেকে

Assembly Election Results 2021 Live Updates: আজ সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা। 

প্রেক্ষাপট

করোনাকালের মধ্যেই বাংলার পাশাপাশি ভোট হয়েছে পড়শি রাজ্য অসমে। ২০১৬ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। অসমের মোট আসন ১২৬টি। ম্যাজিক ফিগার ৬৪। কিন্তু কী হতে পারে ভোটের ফল? আগামী পাঁচ বছরের জন্য কাদের দখলে থাকতে চলেছে, অসমের শাসনক্ষমতা?


ভারতে বর্তমানে একমাত্র বামশাসিত রাজ্য হল কেরল। করোনার মধ্যে যে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট হয়েছে, তার অন্যতম দক্ষিণ ভারতের এই রাজ্য। ১৪০ বিধানসভা আসনবিশিষ্ট কেরলে ম্যাজিক ফিগার ৭১। প্রতি ৫ বছর অন্তর একবার বাম, একবার কংগ্রেস ক্ষমতা আসে এই রাজ্যে। কিন্তু এবার কী হবে?


ভোটের ঠিক আগেই কেন্দ্রশাসিত পুদুচেরিতে আস্থা ভোটে হেরে ক্ষমতা হারিয়েছিল কংগ্রেস। বাকি চার রাজ্যের সঙ্গে বিধানসভা ভোট হয়েছে সেখানেও। পুদুচেরি বিধানসভায় মোট আসন ৩৩টি। তার মধ্যে ৩ জনকে মনোনীত করে কেন্দ্র। ভোট হয় বাকি ৩০টি আসনে। অর্থাত্‍ এই কেন্দ্রশাসিত অঞ্চলে ম্যাজিক ফিগার ১৬।


করোনা আবহে ভোট হয়েছে দক্ষিণের আরেক রাজ্য তামিলনাড়ুতে। জয়ললিতার অবর্তমানে তামিলনাড়ুতে মসনদ ধরে রাখার লড়াই চ্যালেঞ্জ ছিল AIADMK-র কাছে। এবার তাঁদের সঙ্গে জোট করেছে বিজেপি। তামিলনাড়ুর মোট বিধানসভা আসন ২৩৪টি। সরকার গড়তে গেলে প্রয়োজন ১১৮টি বিধানসভা আসন। এবার কি তামিলনাড়ুতে ক্ষমতা ধরে রাখতে পারবে জয়ললিতার দল? না কি, পরিবর্তন হবে দক্ষিণের এই রাজ্যে?

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.