Meghalaya Election 2023 Live: বাংলার মডেলকে সামনে রেখে মেঘালয়ের ময়দানে তৃণমূল

Meghalaya and Nagaland Assembly Poll 2023 Live: আজ মেঘালয় ও নাগাল্যান্ড ভোটগ্রহণ, নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা।

ABP Ananda Last Updated: 27 Feb 2023 08:20 PM
Meghalaya-Nagaland Election: দুপুর ৩টে পর্যন্ত কত ভোট পড়ল?

 



Screenshot_2023-02-27_195528

Meghalaya Election 2023 Live: আস্থা রাখার জন্য আর্জি

সোমবার সকালে একটি টুইট করে নাগাল্যান্ড এবং মেঘালয়ের মানুষকে কংগ্রেসের উপর আস্থা রাখার জন্য আর্জি জানালেন দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে।

Meghalaya-Nagaland Election: শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে মেঘালয় ও নাগাল্যান্ডে ভোটগ্রহণ, রেকর্ড ভোট পড়েছে ভোটারদের

শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে মেঘালয় ও নাগাল্যান্ডে ভোটগ্রহণ, রেকর্ড ভোট পড়েছে ভোটারদের

কড়া নিরাপত্তার মধ্যে মেঘালয় ও নাগাল্যান্ড বিধানসভার ৫৯টি আসনে ভোটগ্রহণ

কড়া নিরাপত্তার মধ্যে মেঘালয় ও নাগাল্যান্ড বিধানসভার ৫৯টি আসনে ভোটগ্রহণ

Meghalaya Election 2023 Live: নির্বাচন কেন্দ্রে যাওয়ার পথে, নাগাল্যান্ডের ওখা জেলায় খাদে বাস

নির্বাচন কেন্দ্রে যাওয়ার পথে, নাগাল্যান্ডের ওখা জেলায় খাদে বাস। পড়ে মৃত্যু হল চালকের। ১৩ জন আহত। এদের মধ্যে ঝাড়খণ্ডের ৮ ও নাগাল্যান্ডের একজন পুলিশ কর্মী রয়েছেন। 

বিকেল ৩টা পর্যন্ত মেঘালয়ে ৬৩.৯১% এবং নাগাল্যান্ডে ৭২.৯৯% ভোট পড়েছে

বিকেল ৩টা পর্যন্ত মেঘালয়ে ৬৩.৯১% এবং নাগাল্যান্ডে ৭২.৯৯% ভোট পড়েছে।

Meghalaya Election 2023 Live: ডিসি এবং ডিইও ডিমাপুর ভিজিটিং পোলিং স্টেশনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ



ডিসি এবং ডিইও ডিমাপুর ভিজিটিং পোলিং স্টেশনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ।  

Meghalaya-Nagaland Election: 'নাগা রাজনৈতিক আলোচনা শীঘ্রই ইতিবাচক সমাধানের সঙ্গে শেষ হবে'

নাগা রাজনৈতিক আলোচনা শীঘ্রই ইতিবাচক সমাধানের সঙ্গে শেষ হবে, ভোট দেওয়ার পর মন্তব্য নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর

Meghalaya Election 2023 Live: বাংলা মডেলকে সামনে রেখে এবার মেঘালয়ের ময়দানে বাংলার শাসকদল তৃণমূল

৬০ আসনের মেঘালয় বিধানসভার ভোট ঘিরে রাজনৈতিক উত্তাপ ইতিমধ্যে চরমে উঠেছে! বাংলা মডেলকে সামনে রেখে এবার ময়দানে নেমেছে বাংলার শাসকদল তৃণমূল। 

Meghalaya-Nagaland Election: উত্তর-পূর্বের দুই রাজ্যেই সকাল ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে

Meghalaya Election 2023 Live: ভোট দিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী

ভোট দিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। 





Meghalaya-Nagaland Election: দুপুর ১ টা অবধি কত ভোট ?

সোমবার দুপুর ১ টা অবধি ৪৪.৭৩ শতাংশ ভোট পড়ল মেঘালয়ে এবং ৫৭.০৬ শতাংশ ভোট পড়েছে নাগাল্যান্ডে।





Meghalaya Election 2023 Live: মেঘালয়ায় ভোট দিলেন বিজেপি প্রধান

মেঘালয়া বিধানসভা নির্বাচনে ভোট দিলেন বিজেপির প্রধান আর্নেস্ট মাউরি। ভোটদানের পর তিনি বলেছেন,আমি মনে করি, পশ্চিম শিলং কেন্দ্র থেকে আমি বিধায়ক হব। আমার ভোট এবং সকলের ভোট, এটাই ঠিক করবে।





Nagaland Assembly Poll Live: ভোট দিলেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী

ভোট দিলেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী।






 

Meghalaya-Nagaland LIVE : কত ভোট পড়েছে বেলা ১১ টা অবধি মেঘালয়ে ও নাগাল্যান্ডে ?

সোমবার বেলা ১১ টা অবধি ২৬.৭০ শতাংশ ভোট পড়ল মেঘালয়ে এবং ৩৫.৭৬ শতাংশ ভোট পড়েছে নাগাল্যান্ডে।


 





Nagaland Assembly Poll Live: ভোট দিলেন নাগাল্যান্ডের উপমুখ্যমন্ত্রী

এদিন সকাল সকাল ভোট দিলেন নাগাল্যান্ডের উপমুখ্যমন্ত্রী।





Election 2023 Live: ভোটগ্রহণের দিনে টুইট বার্তা প্রধানমন্ত্রীর

 ভোটগ্রহণের দিন টুইটে বার্তায় প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, ' মেঘালয় ও নাগাল্যান্ডের জনগণকে , বিশেষ করে তরুণ ও প্রথমবারের ভোটারদের আজ রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি।'





Nagaland Election 2023 Live: সকাল ৯ অবধি কত ভোট পড়ল ?

সোমবার সকাল ৯ অবধি ১২.০৬ শতাংশ ভোট পড়ল মেঘালয়ে এবং ১৫.৭৬ শতাংশ ভোট পড়েছে নাগাল্যান্ডে।





Meghalaya Election 2023 Live: ভোট দিলেন মেঘালয়ের এক বিজেপি প্রার্থী

ভোট দিয়ে বের হলেন মেঘালয়ের এক বিজেপি প্রার্থী।  


 





Nagaland Assembly Poll Live: নাগাল্যান্ডে ভোটগ্রহণ পর্ব ঘিরে লম্বা লাইন

নাগাল্যান্ডে ভোটগ্রহণ পর্ব ঘিরে ইতিমধ্যেই লম্বা লাইন। 





Meghalaya Election 2023 Live: ভোট কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা

মেঘালয়ের ভোট কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা।  





Meghalaya Election 2023 Live: ভোটগ্রহণ কেন্দ্রে লম্বা লাইন

সাতসকালে মেঘালয়ের ভোটগ্রহণ কেন্দ্রে লম্বা লাইন। চলছে শান্তিপূর্ণভাবে ভোট।  


 





Nagaland Assembly Poll Live: ভোটগ্রহণ নাগাল্যান্ডে সরকারি স্কুলে

ভোটগ্রহণ পর্ব শুরু নাগাল্যান্ডের একটি সরকারি স্কুলে ।  ছবি শেয়ার করেছে সংবাদ সংস্থা এএনআই।






 

Meghalaya Election 2023 Live: শুরু হল ভোটগ্রহণ

সোমবার সকাল ৭টায় ইতিমধ্যেই মেঘালয় ও নাগাল্যান্ডে শুরু হল ভোটগ্রহণ। নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা। সংবাদ সংস্থা এএনআই ছবি শেয়ার করেছে।





প্রেক্ষাপট

নয়াদিল্লি: আজ সোমবার মেঘালয় (Meghalaya Election) ও নাগাল্যান্ডে  ভোটগ্রহণ। দুই রাজ্যেই ৬০ টি বিধানসভা কেন্দ্র। গত সপ্তাহে শনিবার বিকাল চারটের সময় শেষ হয় নির্বাচনী প্রচার।


মেঘালয়ে মোট ২১ লক্ষ ভোটার ৩৬৯ জন প্রার্থীর মধ্যে নিজেদের পছন্দ মতো প্রতিনিধি বেছে নেবেন। পাশাপাশি নাগাল্যান্ডে (Nagaland Election) ১৩ লক্ষ ভোটার আজ, ১৮৩ জন প্রার্থীর ভবিষ্যত নির্ধারণ করবেন।


গত সপ্তাহে শনিবার বিকাল চারটের সময় শেষ হয় নির্বাচনী প্রচার। নির্বাচন কমিশন জানিয়েছে, মেঘালয় ও নাগাল্যান্ডের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত সিল করে দেওয়া হয়েছে।


বাংলাদেশ ও মায়ানমার থেকে যাতে কেউ এখানে প্রবেশ না করতে পারে, সেজন্য ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা জারি করেছে কমিশন। ২ তারিখ নির্বাচনের ফল ঘোষণা শেষ না হওয়া অবধি আন্তর্জাতিক সীমান্ত সিল থাকবে।


নাগাল্যান্ডে এবারও জোট করেই লড়াই করছে এনডিপিপি এবং বিজেপি (BJP)। নাগাল্যান্ডে ২৮টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। এবারে ভোটের প্রচারে এসেছিলেন মোদি , শাহ ও নাড্ডারা। 


মেঘালয়ে ৬০ টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। লড়াইয়ের ময়দানে রয়েছে তৃণমূল কংগ্রেস (TMC) এবং মুখ্যমন্ত্রী কানরাড সাংমার দল এনপিপি। মেঘালয়ে এবার তারাই সরকার গঠন করবেন বলে ইতিমধ্যেই দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.