Assembly Election Result 2023 Live: নাগাল্যান্ডে দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতার পথে বিজেপি জোট
Meghalaya, Nagaland Assembly Elections Result 2023: মেঘালয় ও নাগাল্যান্ডের ভোটের খবর জানতে চোখ রাখুন...
নাগাল্যান্ড ফের দখলে রাখল বিজেপি-এনডিপিপি জোট
ত্রিশঙ্কু মেঘালয়, খাতা খুললেও ছাপ ফেলতে পারল না তৃণমূল
৫টি আসনে জয় ঘাসফুলের
নাগাল্যান্ডে দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতার পথে বিজেপি জোট। হাত খালি কংগ্রেসের।
মেঘালয়ে ৫টি আসনে জয় তৃণমূলের
শিক্ষা আমেরিকায়, মোটা বেতনের চাকরি ছেড়ে রাজনীতিতে, ৬০ বছরে প্রথম মহিলা বিধায়ক পেল নাগাল্যান্ড
মেঘালয়ে ৪টি আসনে জিতল তৃণমূল
ত্রিশঙ্কু মেঘালয়, খাতা খুললেও ছাপ ফেলতে পারল না তৃণমূল
মেঘালয়ে ৩টি আসনে জিতল তৃণমূল
NPP প্রধানের বাড়িতে শুরু উদযাপন
মেঘালয়ে এখনও পর্যন্ত একটি আসনেও জয়ী ঘোষিত হয়নি বিজেপি।
মেঘের রাজ্যে ফুটল জোড়াফুল। ১টি আসনে জয়ী, ৪টি আসনে এগিয়ে তৃণমূল।
মেঘালয়ে একটি আসনে ইতিমধ্য়ে জয়ী তৃণমূল। রাজবালা আসনে জয়ী তৃণমূল প্রার্থী ড. মিজানুর রহমান কাজি।
নাগাল্যান্ডে দুরন্ত ফল পাওয়ার দিকে এগোলেও, মেঘালয়ে বিশেষ ছাপ ফেলতে পারল না বিজেপি। এখন মেঘালয়ে ৩টি আসনে এগিয়ে বিজেপি।
মেঘালয়ে কি ত্রিশঙ্কু বিধানসভা? এখনও পর্যন্ত ২৬টি আসনে এগিয়ে NPP, ম্য়াজিক ফিগার ৩১।
মেঘালয়ে চমকপ্রদ ফল নির্দল ও অন্যান্যদের প্রার্থীরা। ১৯টি আসনে এগিয়ে তারা।
মেঘালয়ে দাপট NPP-এর। একই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস, বিজেপি ও তৃণমূল। তিন দলই ৫টি করে আসনে এগিয়ে।
নাগাল্যান্ডে বিজেপি জোটের দাপট। ৬০টির মধ্যে ৪০টিতেও এগিয়ে তারা।
মেঘালয়ে কি সংখ্যাগরিষ্ঠতা পাবে NPP? নাকি এখানে ত্রিশঙ্কু বিধানসভা হবে?
নাগাল্যান্ডে একচেটিয়া দাপট বিজেপি জোটের। NDPP এবং BJP মিলিয়ে ৪১টি আসনে এগিয়ে। নাগাল্যান্ড বিধানসভায় রয়েছে মোট ৬০টি আসন।
মেঘালয়ে বেশ কিছু আসনে এগিয়ে রয়েছে অন্যান্যরা। এখনও পর্যন্ত ১৭টি আসনে এগিয়ে রয়েছেন অন্যান্যরা।
নাগাল্যান্ডে একক সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি জোট? এখনও পর্যন্ত ৪২টি আসনে এগিয়ে বিজেপি জোট।
মেঘালয়ে কি শেষ হাসি হাসবে NPP? এখনও পর্যন্ত ২৫টি আসনে এগিয়ে কনরাড সাংমার দল।
মেঘালয়ে ২৫টি আসনে এগিয়ে NPP, বিজেপি এগিয়ে ৮টি আসনে, তৃণমূল এগিয়ে ৯টি আসনে।
মেঘালয়ে একাধিক আসনে এগিয়ে তৃণমূল। মেঘালয়ের সরকার গঠনে কি ফ্যাক্টর হবে তৃণমূল?
নাগাল্যান্ডে বিজেপি জোট এগিয়ে ৪৯টি আসনে। নাগাল্যান্ডে এনপিএফ এগিয়ে ৭টি আসনে। নাগাল্যান্ডে কংগ্রেস এগিয়ে ২টি আসনে। মেঘালয়ে এনপিপি এগিয়ে ১৬টি আসনে, বিজেপি এগিয়ে ৮টি আসনে, ১৬ আসনে তৃণমূল এগিয়ে, কংগ্রেস এগিয়ে ১০টি আসনে
মেঘালয়ে চমক দেখাচ্ছে তৃণমূল। এখনও পর্যন্ত ভোট গণনা অনুযায়ী মেঘালয়ে ২১টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল।
মেঘালয় বিধানসভার ভোটে কড়া টক্কর। NPP, BJP, কংগ্রেস ও তৃণমূলের মধ্যে প্রবল লড়াই। তৃণমূল এগিয়ে ১৩টি আসনে, NPP এগিয়ে ২৩টি আসনে।
নাগাল্যান্ডেও একচেটিয়া দাপট দেখাচ্ছে বিজেপি জোট। ৬০টির মধ্যে কয়েকটি বাদ দিয়ে সবকটি আসনেই এগিয়ে বিজেপি জোট।
মেঘালয়ে ২৭টি আসনে এগিয়ে রয়েছে NPP, বিজেপি এগিয়ে ১০টি আসনে।
নাগাল্যান্ডে এগিয়ে বিজেপি। মেঘালয়ে এগিয়ে NPP, ১০টি আসনে এগিয়ে তৃণমূলও
মেঘালয় বিধানসভা ভোটের ফলের দিকেও নজর রয়েছে বঙ্গবাসীর। কারণ এই রাজ্য়ে বারবার প্রচারে গেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। মেঘালয় বিধানসভাতেও মোট আসন ৬০টি। ম্য়াজিক ফিগার ৩১। ২০১৮ সালের বিধানসভা ভোটে মেঘালয়ে NPP পেয়েছিল ২০টি আসন। কংগ্রেস পেয়েছিল ২১টি আসন। বিজেপি জিতেছিল ২টি আসনে। অন্য়ান্য় দলের ঝুলিতে গেছিল ১৭টি আসন।
সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
মেঘালয়ে মমতা ম্যাজিক? মেঘালয় বিধানসভাতেও মোট আসন ৬০টি। ম্য়াজিক ফিগার ৩১। ২০১৮ সালের বিধানসভা ভোটে মেঘালয়ে NPP পেয়েছিল ২০টি আসন। কংগ্রেস পেয়েছিল ২১টি আসন। বিজেপি জিতেছিল ২টি আসনে। অন্য়ান্য় দলের ঝুলিতে গেছিল ১৭টি আসন।
প্রেক্ষাপট
Tripura Meghalaya Nagaland Election Result: আজ তিন রাজ্য়ের বিধানসভা ভোটের ফল প্রকাশ। সকাল আটটা থেকে শুরু হবে গণনা। ত্রিপুরা, মেঘালয়, নাগাল্য়ান্ডের পাশাপাশি জানা যাবে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলও।
Meghalaya Election Result: মেঘালয়ে মমতা ম্যাজিক ?
মেঘালয় বিধানসভাতেও মোট আসন ৬০টি। ম্য়াজিক ফিগার ৩১। ২০১৮ সালের বিধানসভা ভোটে মেঘালয়ে NPP পেয়েছিল ২০টি আসন। কংগ্রেস পেয়েছিল ২১টি আসন। বিজেপি জিতেছিল ২টি আসনে। অন্য়ান্য় দলের ঝুলিতে গেছিল ১৭টি আসন। মেঘালয় বিধানসভা ভোটের ফলের দিকেও নজর রয়েছে বঙ্গবাসীর। কারণ এই রাজ্য়ে বারবার প্রচারে গেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।
Nagaland Election Result: কী ফল দেখাবে নাগাল্যান্ড ?
৬০ আসনের নাগাল্য়ান্ড বিধানসভার ভোটে, ২০১৮ সালে নাগাল্যান্ড পিপলস ফ্রন্ট বা NPF পেয়েছিল ২৬টি আসন। ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি বা NDPPর সঙ্গে জোট BJP’র। তার মধ্যে NDPP পেয়েছিল ১৮টি আসন এবং বিজেপি ১২ । কংগ্রেসের হাত শূন্য ছিল। অন্যান্য দল ৪টি আসন পেয়েছিল।
Election Result 2023: কত শতাংশ ভোট পড়েছে ?
ত্রিপুরায় মোট ভোটারদের ৮৯.৯৫ শতাংশ ভোট দিয়েছেন। যেখানে, নাগাল্যান্ডে মোট ভোটারের ৮৪ শতাংশ ও মেঘালয়ে ৭৬.২৭ শতাংশ ভোটবাক্সে জনমত জানিয়েছেন। আজ সেই ফলই দেখা যাবে গণনাকেন্দ্রে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -