Assembly Election Results LIVE: আজ সংকল্প, বিচারধারা, আত্মনির্ভর ভারতের জয়: নরেন্দ্র মোদি

Assembly Election Result 2023 Live: রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ে দুর্নীতির অভিযোগে আক্রমণে মোদি

ABP Ananda Last Updated: 03 Dec 2023 08:38 PM

প্রেক্ষাপট

নয়া দিল্লি:  আজ চার রাজ্যে ভোটগণনা (Assembly Election Results) শুরু। মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গানা, ছত্তীসগঢ়ে শুরু ভোটগণনা। প্রথমে শুরু পোস্টাল ব্যালট (Postal Ballot) গণনা। পোস্টাল ব্যালটের পর খোলা হবে ইভিএম (EVM)। ২০২৪-র...More

'যে আদিবাসী সমাজকে কংগ্রেস কখনও ঘুরেও দেখেনি, তারাই কংগ্রেসকে সাফ করে দিয়েছে'

এদিন মোদি বলেন, 'যে আদিবাসী সমাজকে কংগ্রেস কখনও ঘুরেও দেখেনি, তারাই কংগ্রেসকে সাফ করে দিয়েছে। রাজস্থানে গিয়ে বলেছিলাম রাজস্থানে আর কংগ্রেস থাকবে না, তাই হয়েছে। ছত্তীসগঢ়ে গিয়ে বলেছিলাম, সরকার গঠনের আমন্ত্রণ জানাতে এসেছি, তাই হয়েছে। প্রতিটি ভোটে তেলঙ্গানায় বিজেপি বাড়ছে, আমরা আপনাদের সেবায় কোনও ফাঁক রাখবে না। এই ভোটের ফল, শুধু রাজ্যে সীমাবদ্ধ থাকবে না, আরও দূরে যাবে'