বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর: কোথাও কর্পূরের মতো ভ্যানিস!কোথাও আবার থেকেও নেই!কোথাও সংবাদমাধ্যমকে আক্রান্ত হতে দেখেও চোখে ঠুলি!পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই বড়সড় প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা।

ভোটপর্ব তখন সবে শুরু হয়েছে। তার মধ্যেই চন্দ্রকোণা রোডের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পোশাক কেনাকাটা করতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে! জওয়ানদের মধ্যে তখন রীতিমতো শপিংয়ের মেজাজ!

একদিকে ভোটগ্রহণ চলছে। অন্যদিকে, তালডাংরার সিমলাপাল বাজারে সবজি ও আলু কিনছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রশ্ন করলে তাঁদের জবাব, খেতে তো হবে!

ভোটগ্রহণ চলাকালীন শালবনির মহারাজপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথের বাইরে গাছতলায় বিশ্রাম নিতে দেখা যায় বাহিনীর জওয়ানদের। সঙ্গ দেয় পুলিশও!

যদিও সংবাদমাধ্যমকে দেখামাত্রই সক্রিয় হয়ে ওঠে কেন্দ্রীয় বাহিনী। শুরু হয় বুথের অবাঞ্ছিত ভিড় এড়াতে তৎপরতা!

কিন্তু অবাধ ভোট করাতে আসা কেন্দ্রীয় বাহিনীর এই ঢিলেঢালা মনোভাব কেন?

সুষ্ঠু ভোটের লক্ষ্যে ভোটের অনেক আগেই তো রাজ্যে এসেছিলেন জওয়ানরা, চলছিল রুটমার্চ, এরিয়া ডমিনেশনের মতো ভোটারদের সাহস জোগানোর কাজ। তাহলে ভোটের দিনে হঠাৎ করে কেন এই গা-ছাড়া ভাব?

আক্ষেপের সুরে বিরোধীদের বক্তব্য, ভোটের অনেক আগে বাহিনী পাঠানো ছিল আসলে আই-ওয়াশ! যাতে আগে প্রচুর সংখ্যক বাহিনী মোতায়েন করে প্রাথমিকভাবে সমালোচকদের মুখ বন্ধ করে দেওয়া যায়। তারপর বাহিনীকে নিষ্ক্রিয় রেখে কিম্বা রাস্তায় না নামিয়ে উদ্দেশ্যপূরণ! যার প্রমাণ মিলল জঙ্গলমহলের তিন জেলার ভোটে....

 

 

 

 

 



 

 

আজ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় জঙ্গলমহলের ১৮ আসনে ভোট। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের এই আসনগুলিতে ভাগ্য পরীক্ষা ১১ জন মহিলা সহ ১৩৩ জন প্রার্থীর। ভোটার সংখ্যা ৪০ লক্ষ ০৯ হাজার ১৭১। আয়তন ও ভোটারের সংখ্যার বিচারে প্রথম দফায় সব থেকে বড় বিধানসভা কেন্দ্র পুরুলিয়ার বান্দোয়ান। ভোটার সংখ্যার বিচারে সব থেকে ছোট কেন্দ্র বাঁকুড়ার রাইপুর। ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে কড়া নজর কমিশনের। ৬৭৫টি বুথে হাজির থেকে ভোটদান প্রক্রিয়ায় নজরদারি চালাচ্ছেন মাইক্রো অবজার্ভাররা। ওয়েব কাস্টিং ১৫৭টি বুথে।

একনজরে দেখে নেব প্রতিমুহূর্তে ভোটের লাইভ আপডেট:

 

#বুথের মধ্যে অবাধে ছাপ্পা ভোট। বাঁকুড়ার তালডাঙড়ায় প্রিসাইডিং অফিসারের সামনেই অন্যের হয়ে ভোট। অভিযুক্ত তৃণমূল। নির্বাচন কমিশনে নালিশ সিপিএমের।

#প্রথম দফার ভোটে দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়ল ৭৫ শতাংশ।

# শালবনির আঁধারনয়ন এলাকায় আক্রান্ত এবিপি আনন্দ। কেন্দ্রীয় বাহিনীর সামনেই আক্রান্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধি। মারধর করা হয়েছে প্রতিনিধি সোমনাথ দাসকে, আক্রান্ত অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও। আক্রান্ত আনন্দবাজার পত্রিকার প্রতিনিধি। আক্রান্ত ২৪ ঘণ্টা এবং নিউজ টাইমের প্রতিনিধি। মারধরের পর আটক সংবাদমাধ্যমের এক প্রতিনিধি

# বেলা ১টা পর্যন্ত (প্রথম ৬ ঘণ্টা) ভোট পড়েছে

পশ্চিম মেদিনীপুর - ৬৫.৪৫ শতাংশ

বাঁকুড়া - ৬২.১৫ শতাংশ

পুরুলিয়া - ৬১.৯৫ শতাংশ

গড় ৬৩.৩০ শতাংশ

# কমিশনের প্রতিশ্রুতিই সার। পশ্চিম মেদিনীপুরে বিনপুর থেকে দহিজুড়ি-লালগড় হয়ে নেতাই। লম্বা রাস্তায় কোথাও নেই কেন্দ্রীয় বাহিনী। বাঁকুড়ার রানিবাঁধেও টহল দিচ্ছে না বাহিনী।

#বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। প্রতিবাদ করলে, বিরোধী পোলিং এজেন্টদের আঙুল উঁচিয়ে শাসানি। প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসা। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের শালবনি বিধানসভা কেন্দ্রের শুকনাতোড় প্রাথমিক বিদ্যালয়। অভিযোগ, ১৩৩ ও ১৩৪ নম্বর বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করছিলেন তৃণমূলকর্মী নবিউল্লা পাঠান। প্রতিবাদ করলে বিরোধী পোলিং এজেন্টদের তিনি হুমকি দেন বলে অভিযোগ। বাধা দিলে প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসা। এরপরই বুথ থেকে ওই তৃণমূলকর্মীকে বের করে দেন প্রিসাইডিং অফিসার। যদিও অভিযুক্ত তৃণমূলকর্মীর সাফাই, তিনি ভোট দিতে এসেছিলেন।

# বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। প্রতিবাদ করলে, বিরোধী পোলিং এজেন্টদের আঙুল উঁচিয়ে শাসানি। প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসা। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের শালবনি বিধানসভা কেন্দ্রের শুকনাতোড় প্রাথমিক বিদ্যালয়। অভিযোগ, ১৩৩ ও ১৩৪ নম্বর বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করছিলেন তৃণমূলকর্মী নবিউল্লা পাঠান। প্রতিবাদ করলে বিরোধী পোলিং এজেন্টদের তিনি হুমকি দেন বলে অভিযোগ। বাধা দিলে প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসা। এরপরই বুথ থেকে ওই তৃণমূলকর্মীকে বের করে দেন প্রিসাইডিং অফিসার। যদিও অভিযুক্ত তৃণমূলকর্মীর সাফাই, তিনি ভোট দিতে এসেছিলেন।

# পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রের চাঁদাবিলা এসসি হাইস্কুল। ১৪৯ নম্বর বুথের বাইরে জানলা দিয়ে উঁকিঝুঁকি তৃণমূল প্রার্থী দুলাল মুর্মুর। দেখতে পেয়ে পরিচয় জানতে চান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সদুত্তর না পেয়ে বুথ চত্বর থেকে বেরিয়ে যেতে বলা হয় তৃণমূল প্রার্থীকে।

# সকাল ১১টা পর্যন্ত (প্রথম ৪ ঘণ্টা) ভোট পড়েছে

পশ্চিম মেদিনীপুর - ৪৭.৫৩ শতাংশ

বাঁকুড়া - ৪৫.০২ শতাংশ

পুরুলিয়া - ৪৩.৪৩ শতাংশ

গড় ৪৫.১৪ শতাংশ

# ভোটপর্ব চলাকালীনই পশ্চিম মেদিনীপুরের শালবনি বিধানসভা কেন্দ্রের চন্দ্রকোণা রোডে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় কেনাকাটায় ব্যস্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

# ভোটগ্রহণ চলাকালীনই বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রের সিমলাপাল বাজারে সবজি কিনতে ব্যস্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রশ্ন করলে সাফ জবাব, খেতে তো হবে।

# ভোট চলাকালীনই পশ্চিম মেদিনীপুরের শালবনি বিধানসভা কেন্দ্রের মহারাজপুর প্রাথমিক বিদ্যালয়ের ৮৬ নম্বর বুথের বাইরে গাছতলায় বিশ্রামরত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ছোটদের সঙ্গে গল্পে মত্ত জওয়ানরা। বুথের বাইরে বহু মানুষের জটলা। সংবাদমাধ্যমকে দেখেই সক্রিয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাড়তি ভিড় তাড়াতে তত্পরতা।

# মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বেলিয়া প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই ৯২ নম্বর বুথে কোতয়ালি থানার দুই পুলিশকর্মীর ভোট তদারকি।

# মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বেলিয়া প্রাথমিক বিদ্যালয়ে ৯২ নম্বর বুথ। খোলা জানলার পাশে ইভিএম। সংবাদমাধ্যমকে দেখে জানলা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ।

# শালবনি বিধানসভা কেন্দ্রের ১০৮, ১০৯,১৪৩, ১৪৪, ১৪৬ ও ১৯০ নম্বর বুথজ্যামের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কমিশনে নালিশ শালবনির সিপিএম প্রার্থী শ্যামসুন্দর পাণ্ডের।

# নয়াগ্রাম বনিশোল প্রাথমিক বিদ্যালয়ের ২২৭ নম্বর বুথে ইভিএম বিকল। বেশ কিছুক্ষণ বন্ধ ভোটগ্রহণ।

# মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের নির্মল হৃদয় আশ্রম স্কুলের ২৮৬ নম্বর বুথে বিকল ইভিএম বিভ্রাট। ভোটারদের লম্বা লাইন। আধঘণ্টা কেটে গেলেও, ভোটগ্রহণ এখনও শুরু হয়নি।

# মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে বিএড কলেজের ২৭৮ নম্বর বুথে ভোটগ্রহণ শুরু হওয়ার পরেই ইভিএম বিকল হয়ে যায়। ১২টি ভোট পড়ার পরেই বিকল হয়ে যায়। এলাকায় উত্তেজনা।

# নয়াগ্রাম বিধানসভার চাঁদাবিলা এসসি হাইস্কুলের ১৪৯ নম্বর বুথ। বিজেপির পোলিং এজেন্ট সময়মতো না পৌঁছনোয় প্রিসাইডিং অফিসার বুথ থেকে বের করে দেন বলে অভিযোগ বিজেপি প্রার্থী বকুল মুর্মুর।

# তালডাংড়া ভুতশহর উচ্চ বিদ্যালয়ের ২৫৪ নম্বর বুথে নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কেন্দ্রীয় বাহিনীর সামনেই বুথের মধ্যে ভোট পর্যবেক্ষণ সিমলাপাল থানার এএসআই-এর। কমিশনের নির্দেশিকা জানি না, সাফাই প্রিসাইডিং অফিসারের।

# বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভা কেন্দ্রের রানিবাঁধ গার্লস হাইস্কুলের ২০১ নম্বর বুথে ইভিএম বিকল। প্রথম ঘণ্টায় ৯২টি ভোট পড়ে যায়। পরীক্ষা করে দেখা যায় মাত্র একটি ভোট পড়েছে।

# প্রথম দফার ভোটে বেনিয়মের ছবি। পুরুলিয়ার রঘুনাথপুরে একাধিক বুথের ভিতর রাজ্য পুলিশের অবাধ আনাগোনা। বাইরে দাঁড়িয়ে আধাসেনা।

# সকাল ৯টা পর্যন্ত (প্রথম ২ ঘণ্টা)

পশ্চিম মেদিনীপুর - ২৪ শতাংশ

বাঁকুড়া - ২৪ শতাংশ

পুরুলিয়া - ২২.৫ শতাংশ

# পুরুলিয়ার বলরামপুরে বুথের ভিতর শাসক দলের এজেন্টের প্রভাব বিস্তারের অভিযোগ। প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।

# ভোটগ্রহণ শুরুর সঙ্গে সঙ্গে কমিশনে ৫৬টি অভিযোগ দায়ের। তৃণমূলের এজেন্টদের বিরুদ্ধে অভিযোগ।

# জেলাশাসককে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ

# রানিবাঁধ হাইস্কুলে সকাল নটা পর্যন্ত মোট ৯২টি ভোট পড়ে। তারপরই বিকল হয়ে যায় ইভিএম মেশিন

# পুরুলিয়ায় ২ টি বুথেও খারাপ ইভিএম মেশিন। বন্ধ ভোট।

# মেদিনীপুর ২৮৬ নং বুথে বিকল ইভিএম, বন্ধ ভোটগ্রহণ