বর্ধমান: সারদা থেকে নারদ--একের পর এক ইস্যুতে যখন দল বিপাকে, তখন কুলটির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় কার্যত কাতর আবেদন।
সারদার পর নারদ। তার উপর ব্রিজ বিপর্যয়। গোঁদের উপর বিষফোঁড়া, টাইমস নাউয়ের স্টিং। পর্যবেক্ষকদের একাংশের মতে, প্রতিটি ইস্যুতেই তৃণমূল বেজায় বিড়ম্বনায়। এই প্রেক্ষাপটে, বুধবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় কোথাও কার্যত আর্তির সুর। তৃণমূলনেত্রী বলেন, দোষ ত্রুটি সবই আমার। যদি কখনও ভুল বোঝেন, আমার উপর অভিমান করবেন। কিন্তু, দয়া করে আপনাদের আশীর্বাদ তৃণমূলের মাথা থেকে সরিয়ে নেবেন না। তা হলে আমার পথ চলা মুশকিল হবে। কোথাও আবার আক্রমণও শানান তৃণমূলনেত্রী। বলেন, আমাকে চোর বলছে, তোমরা কী!...সব ডাকু !
বিরোধীদের দাবি, একের পর দুর্নীতিকাণ্ডে যে ভাবে তৃণমূলের নাম জড়াচ্ছে, তাতে কীভাবে মুখ বাঁচাবেন, তাই ঠিক করে উঠতে পারছেন না তৃণমূলনেত্রী। তাই কখনও বোঝানোর চেষ্টা করছেন, সব আসনে তিনিই তৃণমূলে প্রার্থী--এই ভেবে যেন মানুষ ভোট দেয়। কখনও আবার ভোটারদের কাছে মমতার আবেদন, মুখ ফিরিয়ে নেবেন না।
পর্যবেক্ষকদের একাংশের মতে, সারদা থেকে নারদ-সহ একাধিক ইস্যুতে এমনিতেই বেকায়দায় তৃণমূল। তার উপর, রয়েছে বাম-কংগ্রেসের সঙ্ঘবদ্ধ জোট। এতেই কি সিঁদুরে মেঘ দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তাই কি তাঁর গলায় এমন আর্তির সুর? প্রশ্ন রাজনৈতিক মহলে।