কলকাতা: ভোটের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে বিরোধীদের ওপর হামলা ও ভোটারদের হুমকির অভিযোগ। তার মধ্যে যাদবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মুকুন্দপুর কলোনিতে একটি বাড়ির সামনে থেকে দু’টি বোমা উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। এখানকার বাসিন্দা ফণীন্দ্রমোহন চক্রবর্তীর দাবি, শনিবার সকালে তাঁর দরজার সামনে কেউ দু’টি বোমা রেখে যায়।
৩০ তারিখ যাদবপুর বিধানসভা কেন্দ্রে ভোট। এই প্রেক্ষিতে কয়েকদিন আগে এখানকার শহিদ স্মৃতি কলোনির বাসিন্দারা অভিযোগ করেন, তাঁদের ভোটের দিন বাড়ি থেকে না বেরোতে হুমকি দেওয়া হচ্ছে। শাসক দল অবশ্য সেই অভিযোগ মানতে চায়নি। মুকুন্দপুরের ঘটনাও কি ভোটারদের উদ্দেশে কোনও প্রচ্ছন্ন হুমকি? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
এই ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। তবে পরিস্থিতি যাই হোক, ভোট দেওয়ার ব্যাপারে তাঁরা প্রত্যয়ী। পূর্ব যাদবপুর থানায় এনিয়ে অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।