কলকাতা: নারদ নিউজের স্টিং অপারেশন থেকে পোস্তার উড়ালপুল বিপর্যয়। দুর্নীতি ইস্যুতে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব প্রাক্তন মুখ্যসচিব অর্ধেন্দু সেন। নির্দল প্রার্থী অম্বিকেশ মহাপাত্রর হয়ে প্রচারে নেমে বাম-কংগ্রেস জোটের পক্ষে জোরাল সওয়াল করেন তিনি।
দুর্নীতিকে হাতিয়ার করে এবার তৃণমূলের বিরুদ্ধে ভোট-ময়দানে নেমেছে সিপিএম-কংগ্রেস। শনিবার সেই আক্রমণের তীক্ষ্ণতা যেন কয়েকগুণ বাড়িয়ে দিয়ে গেলেন দীর্ঘদিন রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব সামলানো অর্ধেন্দু সেন। বেহালা পূর্বে, বাম-কংগ্রেস জোট সমর্থিত নির্দল প্রার্থী অম্বিকেশ মহাপাত্রর হয়ে এদিন প্রচারে নামেন অর্ধেন্দু সেন। কেন জোটকে সমর্থন, তার স্বপক্ষে জোরাল যুক্তিও দিয়েছেন এই প্রাক্তন আমলা।

তিনি বলেন, তৃণমূলকে সরালে কাকে আনব। দু’টো দলে বড় বদল হয়েছে, তবেই না জোট হয়েছে। দু’টো দলে গণতান্ত্রিকরণ হয়েছে। জোটকে সফল করা গেলে সেই প্রক্রিয়া তরান্বিত হবে।
সাম্প্রতিক যে সব ইস্যুতে তৃণমূল সরকার বিড়ম্বনায় পড়েছে, এ দিন সে সব প্রসঙ্গেই সরব হন প্রাক্তন মুখ্যসচিব। কখনও উড়ালপুল বিপর্যয় নিয়ে তাঁর গলায় শোনা গিয়েছে তৃণমূল সরকারের উদ্দেশ্যে তীব্র শ্লেষ। বলেন, বাম আমলের চুক্তি বলে ওনার কোনও দায়িত্ব নেই? সিমেন্টের বস্তা দেখলাম, সেগুলোও বাম আমলের! রজত বক্সী এই আমলের, তার দায়িত্ব নিক। শোভন কী ভাবছেন? নারদেও আছেন, উড়ালপুলেও আছেন। কী বলছেন? বলার কি অনুমতি পেয়েছেন?

এদিনের সভায় অর্ধেন্দু সেনের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অশোক গঙ্গোপাধ্যায়ও। তৃণমূলের আমলে রাজ্যে গণতন্ত্র আক্রান্ত বলে অভিযোগ করেছেন তিনিও। অনেকে বলছেন, অর্ধেন্দু সেনের এদিনের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ তিনি দীর্ঘদিন মুখ্যসচিবের দায়িত্ব সামলেছেন। প্রশাসনের একেবারে অন্দরমহলে থেকে কাজ করেছেন। এহেন অর্ধেন্দু সেন যদি কোনও সরকারের দুর্বল জায়গা চিহ্নিত করে দেন, তবে তা এক অন্য গুরুত্ব পায়।