নয়াদিল্লি: শ্রীনগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি)-র সাম্প্রতিক অশান্তির প্রেক্ষাপটে সেখানে বাইরে থেকে পড়তে যাওয়া পড়ুয়াদের পাশে দাঁড়াতে শনিবার জাতীয় পতাকা নিয়ে কাশ্মীর রওনা হল প্রায় ১৫০ পড়ুয়া। দেশে ১২টি রাজ্য থেকে তারা এসেছে। এদিন রাজধানীতে জড়ো হয়ে তারা বাইক, বাস, গাড়িতে চেপে যাত্রা শুরু করে। পদযাত্রার নাম ‘এনআইটি চলো’ দেওয়া হয়েছে।


[embed]https://twitter.com/ANI_news/status/718674409452478464[/embed]

এদিকে বাইরের পড়ুয়াদের তোলা এনআইটি কাশ্মীর থেকে সরিয়ে জম্মুতে নিয়ে যাওয়ার দাবি খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়্নমন্ত্রকের কর্তারা। গতকাল রাতে বাইরের ছাত্রদের একটি দল জম্মু ও কাশ্মীরের উপ মুখ্যমন্ত্রী নির্মল সিংহ ও শিক্ষামন্ত্রী নঈম আখতারের সঙ্গে বৈঠক করে। আলোচনায় যোগ দেন মানব সম্পদ উন্নয়্নমন্ত্রকের প্রতিনিধিরাও।

 

সরকারি সূত্রে বলা হয়েছে, কাশ্মীর থেকে এনআইটি সরানোর দাবি একেবারে উড়িয়ে দিয়েছে মানব সম্পদ উন্নয়্নমন্ত্রক। এই দাবি মানা হবে না, সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে পড়ুয়াদের। তবে তাদের ‘ন্যায্য’ দাবিদাওয়াগুলি বিবেচনার আশ্বাস দিয়েছে মন্ত্রক। যেমন, ক্যাম্পাসে পরিষেবার মান আরও উন্নত করা, পঠনপাঠনের পরিবেশ, পরিকাঠামো ভাল করার বিষয়গুলি খতিয়ে দেখা হবে। ১১ এপ্রিল এনআইটিগুলির পরিচালন পর্ষদ বৈঠকে বসবে। সেখানে এইসব ইস্যু নিয়ে কথা হবে বলে জানিয়েছে সূত্রটি।