কলকাতা: রূপা গঙ্গোপাধ্যায় সম্পর্কে অশালীন মন্তব্যের জের। ভাঙড়ের তৃণমূল প্রার্থী রেজ্জাক মোল্লার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিল নির্বাচন কমিশন! ক্ষমা চেয়েও ড্যামেজ কন্ট্রোল হল না!
গতকাল বলেছিলেন, আমি অনুতপ্ত নই। আজ বললেন, আমি অনুতপ্ত। ১২ ঘণ্টারও কম সময়ের তফাতে ভাঙড়ের তৃণমূল প্রার্থী রেজ্জাক মোল্লার এই দু’ই মন্তব্য।
রূপা গঙ্গোপাধ্যায় সম্পর্কে অশালীন মন্তব্য করায় প্রবল সমালোচনার মুখে পড়েও বুধবার রাত পর্যন্ত ক্ষমা চাওয়া তো দূরের কথা, বিন্দুমাত্র অনুতপ্ত পর্যন্ত ছিলেন না রেজ্জাক মোল্লা! এমনকি তখনও তাঁর মুখ থেকে বেরিয়ে আসছিল স্বভাবোচিত বাণী। বলেছিলেন, আমি ক্ষমা চাইব না।
বৃহস্পতিবার সেই রেজ্জাকই রূপা গঙ্গোপাধ্যায় সম্পর্কে করা মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন।
রেজ্জাকের মন্তব্যের কোনও প্রতিক্রিয়া দেননি রূপা। বলেছেন, এধরনের মন্তব্যের প্রতিক্রিয়া দেওয়া আমার মানসিকতার অতীত। এদিকে, রূপার সম্পর্কে করা মন্তব্যের প্রেক্ষিতে ক্ষমা চাইলেও, দলীয় সতীর্থ দেব ও মুনমুন সেন সম্পর্কে করা মন্তব্য নিয়ে নিজেকে আড়াল করার মরিয়া চেষ্টা শুরু করেছেন রেজ্জাক মোল্লা।
অশালীন মন্তব্য: রেজ্জাকের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ কমিশনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Apr 2016 02:20 PM (IST)
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -