কোচবিহার: কখনও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে হুমকি!কখনও দলীয় কর্মীকে চড়!

কখনও দলের পোস্টার লাগানো গাড়িতে চড়ে সটান ভোটকেন্দ্রের কাছে!

কখনও আবার বুথে ঢুকে সোজা চলে গেলেন ইভিএমের সামনে!

বৃহস্পতিবার এভাবেই বারবার বিতর্কে জড়ালেন কোচবিহারের নাটাবাড়ির তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ।

নাটাবাড়ি বিধানসভা এলাকার চিলাখানায় নিয়ম না মেনে তৃণমূল ক্যাম্প অফিস তৈরি করায় এদিন সেটি ভেঙে দেয় কেন্দ্রীয় বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। সেখানে গিয়েই মেজাজ হারান তিনি। নিশানা করেন কেন্দ্রীয় বাহিনীকে। অভিযোগ করেন, বাহিনী বাড়ি ভাঙচুর করেছে, মারধর করেছে।

মেজাজ হারিয়ে সপাটে চড় কষিয়ে দেন দলীয় এক কর্মীকেও!



 

অনেকেই প্রশ্ন তুলছেন, একজন প্রার্থীর এ কেমন আচরণ! দলীয় কর্মী বলে তাঁকে প্রকাশ্য এ ভাবে চড় মারবেন? প্রার্থী হলে এমন দাদাগিরি করার অধিকারও পাওয়া যায় না কি?

 

এখানেই শেষ নয়। দলীয় পোস্টার লাগানো গাড়িতে চড়ে ভোটেন্দ্রের সামনেও চলে যান তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ।

 

নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নাটাবাড়ি কেন্দ্রের, দেওচড়াই উচ্চ বিদ্যালয়ের বুথে ঢুকে ইভিএমের সামনেও চলে যান তৃণমূল প্রার্থী।

বিরোধীদের দাবি, ভোট চলাকালীন এভাবে কোনও প্রার্থী ইভিএমের সামনে যেতে পারেন না। ইভিএমে কোনও সমস্যা হলে, তা জানাতে হয় প্রিসাইডিং অফিসারকে। প্রয়োজন পড়লে একমাত্র তিনিই ইভিএম পরীক্ষা করে দেখতে পারেন। এমনকী ভোটকেন্দ্রের কাছে দলীয় পোস্টার লাগানো গাড়িতে চড়ে ঢোকাও নির্বাচনী বিধিভঙ্গের সামিল বলেই দাবি বিরোধীদের।