পার্থপ্রতিম ঘোষ, ব্রতদীপ ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস ও রুমা পাল, কলকাতা : মাঝে আর কয়েক ঘণ্টা। ভোরের আলোর সঙ্গেই গোটা দেশের নজরে ভবানীপুরে উপনির্বাচনে। আর উপনির্বাচনের ঠিক মুখে, ভবানীপুরে আরও বাহিনী পাঠাল কমিশন। এক ধাক্কায় বাড়ানো হল দ্বিগুণেরও বেশি বাহিনী। ১৫ থেকে বেড়ে ভবানীপুরে মোতায়েন ৩৫ কোম্পানি। সব বুথে ওয়েব কাস্টিং ও সিসি ক্যামেরার নজরদারি ব্যবস্থা করা হচ্ছে। সব বুথে থাকবেন মাইক্রো অবজার্ভার। যাতে পরিষ্কার, ভবানীপুরের হাইপ্রোফাইল যুদ্ধের প্রস্তুতিতে বিন্দুমাত্র খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন।
ভবানীপুর বিধানসভায় মোট বুথ ২৮৭টি। এর মধ্যে মেন বুথ ২৬৯-টি । কোভিড পরিস্থিতির জন্য তৈরি হয়েছে ১৮-টি অক্সিলিয়ারি বুথ। শেক্সপিয়র সরণি খানার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে তৈরি হয়েছে DCRC। শুরুতে ভবানীপুরে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল কমিশন। বুধবার সেখানে মোতায়েন করা হয় আরও ২০ কোম্পানি বাহিনী। অর্থাৎ উপনির্বাচনে ভবানীপুরে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে।প্রতি বুথে মোতায়েন থাকবেন ৩ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। থাকছে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা ও সিসি ক্যামেরার নজরদারি। সব বুথেই থাকবেন মাইক্রো অবজার্ভার। মাইক্রো অবজার্ভাররা সকলেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী। থাকছে কুইক রেসপন্স টিম।
বুথের বাইরের এলাকার দায়িত্ব কলকাতা পুলিশের হাতে। ভবানীপুরের জন্য রয়েছেন আলাদা পুলিশ পর্যবেক্ষক। ভবানীপুরের ৩৮টি জায়গায় পুলিশ পিকেট করা হবে। থাকবে ৯টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। আরটি মোবাইল ভ্যান থাকবে ২৩টি।
ভবানীপুরের হরিশ মুখার্জি রোডের মিত্র ইনস্টিটিউশনে ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাড়তি নিরাপত্তার বেষ্ঠনী সেখানে। সব মিলিয়ে প্রস্তুতি সারা। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে শুরু ভোটগ্রহণ।
ঝলকে ভবানীপুর বিধানসভার উপনির্বাচন
- মোতায়েন ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
- সব বুথে ওয়েব কাস্টিং ও সিসি ক্যামেরার নজরদারি ব্যবস্থা
- সব বুথে থাকবেন মাইক্রো অবজার্ভার
- থাকছে কুইক রেসপন্স টিম।
- মোট বুথ ২৮৭টি
- মেন বুথ ২৬৯-টি, ১৮-টি অক্সিলিয়ারি বুথ
- শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে তৈরি হয়েছে DCRC
- প্রতি বুথে মোতায়েন থাকবেন ৩ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান
- বুথের বাইরের এলাকার দায়িত্ব কলকাতা পুলিশের হাতে
- ভবানীপুরের জন্য রয়েছেন আলাদা পুলিশ পর্যবেক্ষক
- ৩৮টি জায়গায় পুলিশ পিকেট
- থাকছে ৯টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, আরটি মোবাইল ভ্যান থাকবে ২৩টি
আরও পড়ুন- ৩ কেন্দ্রে উপনির্বাচন, কোভিড বিধি মেনে তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি
আরও পড়ুন- ‘গণতন্ত্রের উৎসবে নির্ভয়ে ও আনন্দে ভোট দিন’ ভোটারদের উদ্দেশে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের