বক্সিং রিং-এর ভিতর প্রতিপক্ষের আঘাত, রক্তাক্ত হতে হতে ফের উঠে দাঁড়ানোর চেষ্টা। 


ফারহান আখতার। বলিউডের অন্য়তম জনপ্রিয় অভিনেতা। তবে শুধু অভিনেতাই নন। অভিনয়ের পাশাপাশি তিনি গায়ক, গিটার বাদক ও প্রযোজকও বটে। এছাড়াও বিভিন্ন সমাজসেবা মূলক কাজেও দেখা যায় তাঁকে। সম্প্রতি আবারও তিনি উঠে এলেন খবরের শিরোনামে।


ফারহান আখতারের আপকামিং ছবি 'তুফান' মুক্তির দোরগোড়ায়। এই প্রথমবার ওটিটি প্ল্য়াটফর্মের জন্য় কাজ করেছেন ফারহান। ছবির নাম শুনেই বোঝা যাচ্ছে যে অ্য়াকশানে ভরপুর হতে চলেছে এই ছবি। 'তুফান'-এর আগে 'ভাগ মিলখা ভাগ' ছবিতেও স্পোটর্সম্য়ানের ভূমিকার ফারহানের অভিনয়ে মুগ্ধ হয়েছিল ভক্তমহল। আর এবারও  'তুফান' -এর টিজার-ট্রেলার প্রকাশ্য়ে আসতেই ভক্তদের মধ্য়ে চড়ছে উন্মাদনার পারদ। কমর্ফোট জোনের বাইরে গিয়ে কাজ করার কথাই এই ছবিতে তুলে ধরেছেন পরিচালক।


 'তুফান' ছবিটির পরিচালনা করেছেন পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা। এই ছবিতে ফারহান আখতারের পাশাপাশি কয়েকটি  মুখ্য় চরিত্রে দেখা মিলেছে ম্রুনাল ঠাকুর ও পরেশ রাওয়ালের।
এই ছবিতে গান গেয়েছেন শঙ্কর-এহেসান-লয়।


 'তুফান' -এর ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে এই ছবির জন্য় ঠিক কতটা পরিশ্রম করেছেন ফারহান। সম্প্রতি অলিম্পিকে  ব্রোঞ্জ প্রাপ্ত বক্সার বিজেন্দ্র সিং টুইট করে 'তুফান' -এর ট্রেলারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। বক্সিং নিয়ে ছবি তৈরি করার জন্য় ফারহান ও ছবির টিমকে তিনি ধন্য়বাদ জানালেন। 
 বিজেন্দ্র সিং-এর এই শুভেচ্ছা বার্তায় উচ্ছ্বসিত টিম 'তুফান' । তারাও প্রত্য়ুত্তরে বিজেন্দ্র সিং-কে ধন্য়বাদ জানিয়েছেন।


পরিচালক ওমপ্রকাশ মেহেরা জানিয়েছেন যে, 'ভাগ মিলখা ভাগ' ছবিটির মতই 'তুফান'ও মানুষকে অনুপ্রাণিত করবে। 
প্রসঙ্গত, এর আগেও 'রং দে বাসন্তী', 'দিল্লি ৬', 'ফ্য়ানি খান', 'মেরে প্য়ায়ারে প্রাইমমিনিস্টার' ছবির মত বেশ কিছু হিট ছবি দর্শককে উপহার দিয়েছিলেন পরিচালক  ওমপ্রকাশ মেহেরা। 



আগামী ২১শে মে ওটিটি প্ল্য়াটফর্মে মুক্তি পেতে চলেছে  'তুফান'। এবার  'তুফান' দশর্কের প্রত্য়াশা কতটা পূরণ করতে পারবে, অপেক্ষা সেটাই দেখার।