ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) প্রার্থী দিল বিভাস অধিকারীর (Bibhash Adhikari) নতুন দল। অল ইন্ডিয়া আর্য মহাসভার নামে নলহাটি (Nalhati) ২ নম্বর ব্লকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি মিলিয়ে ২৫টি আসনে প্রার্থী দিয়েছে বিভাস অধিকারীর (Bibhash Adhikari) দল। তৃণমূলের জন্মলগ্ন থেকেই নলহাটি (Nalhati) ২ নম্বর ব্লকের সভাপতি ছিলেন বিভাস। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পর, বিভাসকে বহিষ্কার করে তৃণমূল। বহিষ্কৃত বিভাসের দাবি, তৃণমূল উন্নয়ন না করায়, তিনি আলাদা দল গড়ার সিদ্ধান্ত নেন। বিরোধীদের আশা, বিভাস অধিকারীর দল প্রার্থী দেওয়ায় ভোট কাটাকাটিতে তাদের সুবিধা হতে পারে। বহিষ্কৃত নেতার দল গড়া ও ভোটে লড়াকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
ভাঙরে অশান্তির ছবি
মনোনয়ন ঘিরে পরপর দু’দিন দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। শেষ দিনেও একই ছবি। ১৪৪ ধারা অগ্রাহ্য করে ভাঙড় ২ নম্বর ব্লক অফিসের ভিতরে কাতারে কাতারে তৃণমূল কর্মী। মনোনয়ন কেন্দ্রের দখল কার্যত শাসকদলের কর্মীদের হাতে। বিডিও অফিসের মেন গেট আটকে সিপিএম প্রার্থীদের ভিতরে ঢুকতে বাধা দেন তৃণমূল কর্মীরা। বাম প্রার্থীদের অনেককে মাঝপথেই ফিরে যেতে বাধ্য করা হয় বলে অভিযোগ। এরই মাঝে গাড়িতে চড়ে বিডিও অফিসে হাজির হন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। গন্ডগোল শুরুর মিনিট পনেরো পর, ময়দানে নামে পুলিশ। অবৈধ জমায়েত হঠানোর চেষ্টা শুরু হয়।
অন্যদিকে তৃণমূলের মনোনয়ন-অপারেশন। ক্যানিংয়ের এই ১ নম্বর ব্লক অফিসে সামনে হঠাৎই অবৈধ জমায়েত। ২৮ জন তৃণমূল প্রার্থীর সঙ্গে সেখানে বহু লোকের ভিড়। দলীয় প্রার্থীর প্রস্তাবক হতে এসেছেন বলে দাবি ছিল জমায়েতকারীদের। লাঠিচার্জ করে ভিড় হঠানোর চেষ্টা করে র্যাফ ও পুলিশ। গতকাল মনোনয়ন ঘিরে বোমা-গুলিতে উত্তপ্ত হয়ে ওঠে ক্যানিং ১ নম্বর ব্লক। গুলিবিদ্ধ হন ২ জন। আহত হন ক্যানিংয়ের এসডিপিও দিবাকর দাস। আজ মনোনয়ন কেন্দ্রের চারপাশ পুলিশে ছয়লাপ। মনোনয়ন কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে গাড়ি আটকে দেওয়া হচ্ছে।
মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনে প্রাণহানির ঘটনা ঘটেছিল। এবার চোপড়ায় বাম-কংগ্রেস কর্মীদের লক্ষ্য করে গুলি। বাম-কংগ্রেস প্রার্থীরা মিছিল করে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় গুলি বেশ কয়েকজন গুলিবিদ্ধ, অভিযোগ তৃণমূল কংগ্রেসে বিরুদ্ধে। এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের।