প্রসূন চক্রবর্তী, বিষ্ণুপুর : লোকসভা ভোটের প্রচারপর্বের শুরু থেকেই বৈচিত্র্য দেখাচ্ছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল (Sujata Mondal)। কখনো দোকানে ঢুকে চা তৈরি, তো কখনো চপ ভেজে জনসংযোগ সেরেছেন তিনি। এবার ভোটারদের মন জয় করতে নিজে হাতে পথচারীদের পানীয় জল খাওয়ালেন সুজাতা। পুজো দিলেন শিবমন্দিরেও।


পানীয় জল খাওয়ালেন TMC প্রার্থী-


এদিন বাঁকুড়া জেলার দুর্লভপুরে লটিয়াবনী অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জলসত্রের আয়োজন করা হয়। সেখানে হঠাৎ হাজির হন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল। তিনি নিজে হাতে পথচারীদের পানীয় জল খাওয়ান এবং জনসংযোগ সারেন। পাশাপাশি সমস্ত ভোট যাতে তৃণমূল কংগ্রেসে পড়ে সেই অনুরোধ জানান।


হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই লোকসভা নির্বাচন। রাঢ় বাংলার জেলাগুলিতে চলছে শিবের গাজন উৎসব। গাজন উৎসবের কেন্দ্রগুলিকে প্রচারের হাতিয়ার করেছে সব রাজনৈতিক দল। সেইমতো আজ বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি ব্লকের কেশিয়াড়া শিব মন্দিরে পুজো দিলেন সুজাতা। তৃণমূল নেতৃত্বকে নিয়ে তিনি মন্দিরে পুজো দিলেন। তারপর গাজন মেলায় উপস্থিত দর্শনার্থী, দোকানদারদের সঙ্গে জনসংযোগ সারেন। সমগ্র এলাকা ঘুরে প্রচার সারেন।


চৈত্রর শেষেই দাবদাহ পরিস্থিতি। কাঠফাঁটা রোদ, হাঁসফাঁস গরমে নাজেহাল পরিস্থিতি। এদিকে ভোটের উত্তাপও তো কম নয়। সে উত্তাপ টের পাওয়া যাচ্ছে সুজাতা মণ্ডল এবং সৌমিত্র রায়ের প্রচার ও বাগযুদ্ধে। 


দিনকয়েক আগেই ঢাক বাজিয়ে শিবের মন্দিরে পুজো দিয়ে হাতে ত্রিশূল ধরে বিষ্ণুপুরে 'অসুর' বধের শপথ নেন সুজাতা। পরে আবার নকুল দানা গুড় বাতাসা বিলি করে বীরভূমের অনুব্রতর পথ ধরেই প্রচার করেন সুজাতা৷ নাম না নিয়ে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-কে 'অসুর', 'নরাধম'ও বলেন তিনি। সুজাতা বলেন, 'বিষ্ণুপুরের সুপ্রাচীন মন্দির বাবা এক্তেশ্বরের কাছে প্রার্থনা করে পুজো দিয়ে প্রচার শুরু করলাম। গতবারও এসেছিলাম বাবার কাছে, আশীর্বাদও পেয়েছিলাম। কিন্তু সেটা অপাত্রে দান হয়েছিল। এবার বাবার কাছে এটাই প্রার্থনা বাবা বিষ্ণুপুর লোকসভাকে একটা নরাধমের হাত থেকে বাঁচাও। আমার নেত্রী মহিষাসুরমর্দিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই তাকে জিতিয়ে দিও। এবার এই লোকসভা কেন্দ্রে জেতাও তৃণমূলকে। বিজেপি নামক অসুরকে বধ করো।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।