কলকাতা: নাম ঘোষণার পরই ভোটে লড়তে চান না বলে জানিয়েছিলেন বিজেপি নেতা রন্তিদেব সেনগুপ্ত। কিন্তু তারপর সিদ্ধান্ত পরিবর্তন করলেন তিনি। জানিয়েছেন, উচ্চতর নেতৃত্বের অনুরোধ মেনেই সিদ্ধান্ত পরিবর্তন। হাওড়া দক্ষিণেই বিজেপি প্রার্থী হিসেবে লড়বেন রন্তিদেব সেনগুপ্ত।
হাওড়া দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত। আজই প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। এরপরেই রন্তিদেব সেনগুপ্ত জানিয়েছিলেন, ‘আমাকে না জিজ্ঞেস করেই নাম ঘোষণা করা হয়েছে। ভোটে লড়তে চাই না, প্রচারে থাকতে চাই।’
এবিপি আনন্দকে রন্তিদেব সেনগুপ্ত আরও জানান, ‘টিভি দেখে জানতে পারলাম, আমি দক্ষিণ হাওড়া কেন্দ্রে প্রার্থী। দল আমাকে জিজ্ঞাসা করেনি। দলের কাছে আমিও প্রার্থী হওয়ার আবেদন জানাইনি। নির্বাচনে লড়ব না। শুধু দক্ষিণ হাওড়া নয়, কোনও কেন্দ্র থেকেই ভোটে লড়ব না। আমি শুধু প্রচারে সময় দিতে চাই। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এর মধ্যে অন্য কোনও কারণ নেই। আশা করব দল দক্ষিণ হাওড়া কেন্দ্রের জন্য ভাল প্রার্থী বেছে নেবে।’
কিন্তু এরপর সিদ্ধান্ত বদল করার কথা জানালেন তিনি।
আজই তৃতীয় দফায় ৩১টির মধ্যে ২৭টি এবং চতুর্থ দফায় ৪৪-এর মধ্যে ৩৬টি আসনের প্রার্থীতালিকা ঘোষণা করেছে বিজেপি। আলিপুরদুয়ারে প্রার্থী অর্থনীতিবিদ অশোক লাহিড়ি। ডোমজুড়ে প্রত্যাশামতোই প্রার্থী রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে প্রার্থী সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তারকেশ্বরে প্রার্থী স্বপন দাশগুপ্ত। দিনহাটায় প্রার্থী সাংসদ নিশীথ প্রামাণিক। টালিগঞ্জে প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। চণ্ডীতলায় প্রার্থী অভিনেতা যশ দাশগুপ্ত। বেহালা পূর্বে প্রার্থী অভিনেত্রী পায়েল সরকার। কসবায় প্রার্থী চিকিৎসক ইন্দ্রনীল খাঁ। শ্যামপুরে প্রার্থী অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। চুঁচুড়ায় প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সোনারপুর দক্ষিণে প্রার্থী অভিনেত্রী অঞ্জনা বসু।
হাওড়া উত্তরে বিজেপি প্রার্থী উমেশ রায়। হাওড়া মধ্য কেন্দ্রে প্রার্থী সঞ্জয় সিংহ। মেটিয়াব্রুজে প্রার্থী রামজি প্রসাদ। সাঁকরাইলে প্রার্থী প্রভাকর পণ্ডিত। পাঁচলায় প্রার্থী মোহিত ঘাঁটি। উলুবেড়িয়া পূর্বের প্রার্থী প্রত্যুষ মণ্ডল। উত্তরপাড়ায় বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল। শ্রীরামপুরে প্রার্থী কবীর শঙ্কর বসু। চাঁপদানিতে প্রার্থী দিলীপ সিংহ। বলাগড়ে প্রার্থী সুভাষচন্দ্র হালদার। পাণ্ডুয়ার প্রার্থী পার্থ শর্মা। মেখলিগঞ্জে দধিরাম রায়। মাথাভাঙার প্রার্থী সুশীল বর্মন। কোচবিহার উত্তরে প্রার্থী সুকুমার রায়। শীতলকুচির প্রার্থী বরেন চন্দ্র বর্মন। সিতাইয়ের প্রার্থী দীপক রায়। তুফানগঞ্জে প্রার্থী মালতি রাভা রায়। কুমারগ্রামে প্রার্থী মনোজ ওঁরাও। কালচিনির প্রার্থী বিশাল লামা। মাদারিহাটে প্রার্থী মনোজ টিগ্গা। ভাঙড়ে প্রার্থী সৌমি হাটি। যাদবপুরে প্রার্থী রিঙ্কু নস্কর। মহেশতলায় প্রার্থী উমেশ দাস। বজবজে প্রার্থী তরুণ আদক। বাসন্তীর প্রার্থী রমেশ মাঝি। কুলতলির প্রার্থী মিন্টু হালদার। কুলপির প্রার্থী প্রণব মল্লিক। রায়দিঘির প্রার্থী শান্তনু বাপুলি। মন্দিরবাজারের প্রার্থী দিলীপ জাটুয়া। জয়নগরে প্রার্থী রবীন সর্দার। ক্যানিং পশ্চিমে প্রার্থী অর্ণব রায়। ক্যানিং পূর্বে প্রার্থী কালীপদ নস্কর। বারুইপুর পশ্চিমে প্রার্থী দেবোপম চট্টোপাধ্যায়। মগরাহাট পূর্বের বিজেপি প্রার্থী চন্দন নস্কর। মগরাহাট পশ্চিমের প্রার্থী মানস সাহা। ডায়মন্ডহারবারে প্রার্থী দীপক হালদার। সাতগাছিয়ার প্রার্থী চন্দন পাল দাস। বিষ্ণুপুরের প্রার্থী অগ্নিশ্বর নস্কর। উলুবেড়িয়া উত্তরের প্রার্থী চিরণ বেরা। বাগনানের প্রার্থী অনুপম মল্লিক। আমতায় বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য। উদয়নারায়ণপুরের প্রার্থী সুমিতরঞ্জন কাঁড়ার। জাঙ্গিপাড়ার প্রার্থী দেবজিৎ সরকার। হরিপালে প্রার্থী সমীরণ মিত্র। ধনেখালির প্রার্থী তুষার মজুমদার। পুরশুড়ার প্রার্থী বিমান ঘোষ। গোঘাটে প্রার্থী বিশ্বনাথ কারক। খানাকুলে প্রার্থী সুশান্ত ঘোষ।