বিটন চক্রবর্তী ও সন্দীপ সরকার, পূর্ব মেদিনীপুর: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) খাস তালুক নন্দীগ্রাম (Nandigram) ১ নম্বর ব্লকে, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির এক তৃতীয়াংশ আসনে প্রার্থীই দিতে পারেনি বিজেপি! এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল (TMC)। যদিও পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) তৃণমূলকে নন্দীগ্রামকে সাফ করার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।


কী ঘটল?
নন্দীগ্রাম! ২০১১-য় রাজ্যে রাজনৈতিক পালা বদলের অন্যতম মাইলস্টোন থেকে শুরু করে ২০২১-এর বিধানসভা ভোটের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র!!! এবার পঞ্চায়েত ভোটের আগেও শিরোনামে ফের একবার উঠে এল নন্দীগ্রামের নাম!!! মনোনয়ন পর্বের শুরুতে, গত ১৩ জুন, শুভেনদু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রাম দু'নম্বর ব্লকের ১১৬ জন প্রার্থী মিছিল করে করে গিয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন। স্থানীয় বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'রক্ত দেব, কিন্তু তৃণমূলকে জমি দেব না।' যদিও মনোনয়নের স্ক্রুটিনি পর্ব শেষ হওয়ার পর দেখা যাচ্ছে, নন্দীগ্রামের ১ নম্বর ব্লকে এক তৃতীয়াংশ আসনে পঞ্চায়েত ভোটে প্রার্থীই দিতে পারেনি বিজেপি! নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য় সংখ্য়া ১৮৫। তার মধ্য়ে ৬৬টি অর্থাৎ, প্রায় ৩৬ শতাংশ আসনে প্রার্থীই দিতে পারেনি বিজেপি। এই ব্লকে ৩০টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৭টি আসনেও নেই বিজেপির কোনও প্রার্থী! গত বিধানসভা ভোটের সময়, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কেন্দামারিতে বিজেপি কর্মী-সমর্থকদের ওপর মারাত্মক হামলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। পঞ্চায়েত ভোটে, সেই কেন্দামারি গ্রাম পঞ্চায়েতের ২২ টি আসনের মধ্য়ে একটিতেও প্রার্থী দিতে পারেনি বিজেপি। সামসাবাদ গ্রাম পঞ্চায়েতের ১৮টির মধ্য়ে ১২টিতে, দাউদপুর গ্রাম পঞ্চায়েতের ১৭টির মধ্য়ে ৯টিতে, কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের ১৭টির মধ্য়ে ৭টিতে প্রার্থী দিতে পারেনি গেরুয়া শিবির। যদিও পঞ্চায়েত ভোটে তৃণমূলকে নন্দীগ্রামকে সাফ করার হুশিয়ারি শোনা গেছে শুভেন্দু অধিকারীর গলায়। বলেছিলেন, '৬৬টা জায়গার সাড়ে ৪-শোর মধ্য়ে নির্দল আছে। মানুষের জোট আছে। বাকি পদ্মফুল আছে। সাফ করব। ১৭টা গ্রাম পঞ্চায়েতে সাফ করব। ১১টাতে বিজেপি নিজে বোর্ড করবে। আর ৬টাতে তৃণমূল মুক্ত বোর্ড করব। কী করে করতে হয়, তার ব্য়বস্থা নমিনেশনে হয়ে গেছে। অ্যান্টিবায়োটিক রেডি করে রেখেছি।' জবাব দিয়েছিল তৃণমূলও। বাস্তবে দেখা গেল,  বিরোধীরা প্রার্থী না দেওয়ায়, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্য়েই জয়ী হয়েছে তৃণমূল। এ বার কী হবে শুভেন্দুর খাসতালুকে? 


আরও পড়ুন:কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?