BJP Manifesto WB Election 2021: বিজেপিকে সুযোগ দিন, সোনার বাংলা তৈরি করব, দাবি অমিতের

WB Election 2021, BJP Manifesto List Highlights: একুশের নির্বাচনে বাংলার জন্য বিজেপির ইস্তেহারে থাকছে বেশ কিছু প্রতিশ্রুতি।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 21 Mar 2021 05:26 PM

প্রেক্ষাপট

বিজেপির ইস্তেহার প্রকাশ করতে চলেছেন অমিত শাহ। বিকেল সাড়ে ৫টা নাগাদ সল্টলেকের ইজেডসিসি-তে ইস্তেহার প্রকাশ করা হবে। সূত্রের খবর, একুশের নির্বাচনে বাংলার জন্য বিজেপির ইস্তেহারে থাকছে বেশ কিছু প্রতিশ্রুতি। এর...More

BJP Manifesto WB Election 2021: একবার বিজেপিকে সুযোগ দিন, সোনার বাংলা তৈরি করব, ইস্তেহার প্রকাশ করে আর্জি অমিতের

কংগ্রেস, বাম, তৃণমূলকে স্বাধীনতার পর থেকে সুযোগ দিয়েছেন। একবার বিজেপিকে সুযোগ দিন, সোনার বাংলা তৈরি করব। ইস্তেহার প্রকাশ করে আর্জি অমিতের।