সিমলা: নরেন্দ্র মোদির সমাবেশে অনুপস্থিত থাকার জন্য মান্ডির বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে বিজেপির হিমাচল প্রদেশ শাখা। লোকসভা নির্বাচনের প্রচারের সময় মান্ডির ময়দানে সভা করেছিলেন নরেন্দ্র মোদি। ওইখান থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন রাম স্বরুপ শর্মা। অন্যান্য বিজেপি কর্মীদের সঙ্গে সভায় উপস্থিত থাকার কথা ছিল বিজেপি বিধায়ক অনিল শর্মার। কিন্তু মোদীর সভায় দেখা পাওয়া গেল না অনিলের। অন্যদিকে অনিল-পুত্র আশ্রয় কংগ্রেসের প্রার্থী হয়েছেন মান্ডি থেকেই।


বিজেপির রাজ্য সভাপতি সপ্তল সিং সত্তি জানিয়েছেন, বিধায়ক অনিল শর্মার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, বিধানসভার সদস্য হওয়ায় নিয়মানুযায়ী স্পিকার রাজীব বিন্দল অনিল শর্মার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেন। মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর জানিয়েছেন রাজীব বিন্দলের সঙ্গে পরামর্শ করেই ওই বিধায়কের শাস্তির ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, বিধানসভা ছাড়াও রাজ্য বিজেপির ভারপ্রাপ্ত প্রতিনিধি অনিল শর্মা । নরেন্দ্র মোদির সমাবেশে না থাকার অপরাধে সেই পদ থেকেও তাঁকে সরানোর কথা ভাবা হচ্ছে।

মান্ডি থেকে বিজেপির টিকিটে প্রার্থী হওয়ার আশা করেছিলেন আশ্রয়। কিন্তু বিজেপির তরফে আবার রাম স্বরূপকেই বিজেপি প্রার্থী ঘোষণা করার পর কংগ্রেসে যোগ দেয় আশ্রয়। এরপর নানা কটাক্ষ ও জয়রাম ঠাকুরের সঙ্গে বিতর্কের কারনে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন অনিল শর্মা। তিনি বলেন, তিনি ছেলে বা বিজেপি কারুর হয়েই প্রচার করবেন না।

লোকসভা ভোটে বিজেপির জন্য মান্ডি খুব গুরুত্বপূর্ণ। ১৯ তারিখ লোকসভা ভোট ছিল মান্ডিতে। মোট ভোট পড়েছে ৭৩.৩৯ শতাংশ।