বহরমপুর: নির্বাচনী প্রচারে রাজ্যে এসে তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মা-মাটি-মানুষের কথা বলে ক্ষমতায় এলেও আজ তৃণমূল এবং মমতা রাজ্যবাসীর সঙ্গে প্রতারণা করছেন, বিশ্বাসঘাতকতা করছেন বলে অভিযোগ করলেন নাড্ডা। শুধুমাত্র এই  লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে জেতানোই নয়, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলা থেকে তৃণমূল সরকারকে বিদায় করতে হবে বলেও বার্তা দেন তিনি (JP Nadda)।


রবিবার বড়ঞার জালিবাগান ময়দানে বিজেপি-র প্রার্থী নির্মল সাহার হয়ে প্রচারে এসেছিলেন নাড্ডা। সেই প্রচারসভা থেকে মমতাকে তীব্র আক্রমণ করেন নাড্ডা। নাড্ডার দাবি, আজ তীব্র গতিতে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার কথা ছিল বাংলার। কিন্তু মমতার রাজত্বকালে দুর্নীতি, তোলাবাজি এবং কুশাসনের জন্য বাংলার উন্নয়ন থমকে গিয়েছে। (Nadda on Mamata)


এদিন নাড্ডা বলেন, "আমরা শুনেছিলাম, আজ বাংলা যা ভআবে, গোটা দেশ তা কাল ভাবে। দেশের অগ্রগামী রাজ্য হিসেবে একসময় গন্য হতো বাংলা। কিন্তু গত কয়েক বছরে বাংলাকে বদনাম করেছে মমতা দিদির সরকার। বাংলায় যে কুশাসন চালাচ্ছে তৃণমূল, তাতে রাজ্যের অবস্থা সঙ্কটজনক। আমরা মজবুত সরকারের কথা বলি, আর মমতা দিদি মজবুর সরকারের কথা বলেন।"


আরও পড়ুন: J P Nadda: মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার বদনাম হয়েছে: জে পি নাড্ডা। ABP Ananda Live


মমতার সরকার বাংলায় তুষ্টিকরণ, বিভেদের রাজনীতি করছে, সন্ত্রাসবাদীদের প্রতি নরম অবস্থান নিচ্ছে বলেও এদিন অভিযোগ করেন নাড্ডা। শিক্ষক নিয়োগে তৃণমূলের নেতাদের ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, এই সরকার দুর্নীতিগ্রস্তদের সরকার বলে দাবি করেন তিনি। মোদির আমলে গত ১০ বছরে কেন্দ্রে কোনও দুর্নীতি হয়নি বলেও দাবি করেন। 


কেন্দ্র যে রেশনের চাল পাঠায়, তাও তৃণমূল খেয়ে নেয় বলে অভিযোগ করেন নাড্ডা। আজও মমতা-সরকার কেন্দ্রের পাঠানো টাকার হিসেব দেয়নি বলে দাবি করেন তিনি। মমতার সরকারকে বাংলা থেকে ছুটি দিতে আহ্বান জানান তিনি। মমতাকে কুশাসনের জবাব দিতে হবে বলে দাবি তোলেন। নাড্ডা বলেন, "মা-মাটি-মানুষের কথা বলে বাংলায় ক্ষমতায় এসেছিলেন মমতা দিদি। অথচ আজ বাংলায় মা-বোনেরা সুরক্ষিত নন। সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার হয়েছে। তাঁদের মর্যাদাহানি হয়েছে সেখানে।" মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও বাংলায় মমতার আমলে মহিলারা সুরক্ষিত নন বলে দাবি করেন নাড্ডা। মমতা বাংলার মাটি, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ তোলেন।