পার্থপ্রতিম ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্য়ায়, কলকাতা: শুভেন্দুর মুখে নৌশাদ সম্পর্কে কোনও তোপ শোনা যায়নি। কিন্তু এবার সেই নৌশাদের বিরুদ্ধেই তোপ দাগলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা (Shankudeb Panda)। অভিযোগ তুললেন নৌশাদের সঙ্গে তৃণমূলের সেটিংয়ের। (Lok Sabha Election 2024)
ডায়মন্ড হারবারে তৃণমূল প্রার্থী এবারও অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর বিরুদ্ধে কে দাঁড়াবেন? এই প্রশ্নই টানা ঘুরপাক খেয়েছে অনেকদিন। ওই কেন্দ্রে প্রার্থী হতে চেয়ে বারবার মুখ খুলেছেন নৌশাদ সিদ্দিকি। বামদের সঙ্গেও আলোচনা চলেছে। কিন্তু শেষমুহূর্তে তাঁকে সেই আসনে তো দূর, লোকসভায় নৌশাদকে প্রার্থীই করেনি তাঁর দল আইএসএফ। শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, নৌশাদ ডায়মন্ড হারবারে দাঁড়ালে তৃণমূল তৃতীয় হবে। সেই আবহে বামেদের সঙ্গে আইএসএফ-এর বোঝাপড়া থাকলেও, বিজেপির সঙ্গে নৌশাদের দলের বোঝাপড়া রয়েছে বলে বারবার দাবি করেছিল তৃণমূল। কিন্তু এবার সেই আইএসএফ-এর বিরুদ্ধেই তৃণমূলের সঙ্গে সেটিং করার অভিযোগ করল বিজেপি।
বেশ কয়েকমাস ধরে জোরালো জল্পনা চললেও শেষমুহূর্তে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে লড়াইয়ে রণেভঙ্গ দিয়েছেন নৌশাদ সিদ্দিকি। এই প্রেক্ষাপটে তৃণমূলের সঙ্গে নৌশাদ সিদ্দিকির সেটিং-এর বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা! পাল্টা জবাব দিয়েছেন ভাঙড়ের ISF বিধায়কও।
বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা বলেন,'লোকের গদ্দারির একটা লেভেল থাকা উচিত। কী বাঁদর নাচ নাচিয়েছে। সিপিএমকে নাচিয়েছে, বামফ্রন্টকে। কংগ্রেসকে নাচিয়েছে। নাচিয়ে এতগুলো লোককে টুপি পরিয়ে পুরো অভিষেকের লাইনে খেলে যাচ্ছে। এ তো বৃহত্তর সেটিং।'
জল্পনা উস্কেও শেষ বেলায় রণেভঙ্গ দিয়েছেন। ডায়মন্ডহারবারে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে লড়ছেন না ISF-এর নৌশাদ সিদ্দিকি। শঙ্কুদেব পণ্ডার অভিযোগ, 'ডায়মন্ডহারবারে বড় সেটিং হয়েছে। পুরো অভিষেকের লাইনে খেলেছে। এতদিন ধরে খেলেছে, খেলে পুরো সমস্ত প্রার্থী বিরোধীদের ঘেঁটে পুরো সেটিং করে নিজে বাইপাস দিয়ে বেরিয়ে চলে গেছে। নিশ্চয়ই কোনও ক্য়াশে হয়েছে, কাইন্ডে হয়েছে, ভালবাসায় হয়েছে, উপঢৌকনে হয়েছে। সেটিং না হলে উনি দাঁড়াবেন না? তাহলে এত লাফালাফি করছিলেন কেন? নৌশাদের এই সিদ্ধান্ত প্রমাণ করে হয় উনি ভয় পেয়েছেন, আর তা নাহলে উনি সেটিং-এ গেছেন, ডিল করেছেন।'
কিছুদিন আগেও, যখন অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে, বারবার লড়াইয়ের চ্য়ালেঞ্জ ছুড়ে দিচ্ছিলেন ISF বিধায়কের প্রশংসা শোনা যায় শুভেন্দু অধিকারীর মুখেও। বলেছিলেন, 'সিপিএম-কংগ্রেসের যে সেটিং রাজনীতি আছে, দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি, আইএসএফের সেটা নেই। নৌশাদ ভাইয়ের লড়াইয়ে, সেই লড়াইয়ের একটা নিষ্ঠা আছে বলে এমএলএ কলিগ হিসেবে আমি বিধানসভার ভিতরে দেখেছি।'
পঞ্চায়েত ভোটের আবহে, ভাঙড়ে তখন লাগামহীন সন্ত্রাস চলছে। সেই প্রেক্ষাপটে, ২০২৩-এর ১৪ জুন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান নৌশাদ সিদ্দিকি। যদিও, সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা হয়নি। সেই ঘটনা উল্লেখ করে এদিন তৃণমূলের সঙ্গে সেটিং-এর অভিযোগে সুর চড়ান শঙ্কুদেব। তাঁর তোপ, 'তৃণমূল কংগ্রেসের A টিমের নাম হচ্ছে ISF... সরাসরি একদম লাইনে খেলছে। মানুষের ভরসার নাকি মুখ হয়ে উঠছিল। পুরোটা মুখোশ। পিছনে পুরো সেটিং। গোপনে গোপনে দেখা করতে গেছিল নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে। যেদিন গেছল সেদিনই স্পষ্ট হয়েছিল সেটিং-এ আছে।'
পাল্টা তোপ দেগেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। তিনি বলেন, 'যে বিজেপির আমলে দেশে বেকারত্বর সংখ্যা বেড়ে যাচ্ছে। যাদের মধ্যে ৮৬ শতাংশ আমার বয়সী ছেলেমেয়েরা রয়েছেন। যে বিজেপির জন্য বিভাজনের রাজনীতি হচ্ছে। পেহলু খানকে শহিদ হতে হয়েছে। সেই বিজেপির কথায় নৌশাদ সিদ্দিকি বা আইএসএফ ওঠাবসা করবে? যে তৃণমূল কংগ্রেস চাকরি চুরির জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের দফতরে দুর্নীতি হয়েছে। অভিষেকের বিরুদ্ধে এত অভিযোগ রয়েছে। যে সরকার আমাকে জেল খাটিয়েছে। আমার সঙ্গীদের মিথ্যা কেসে জেল খাটিয়েছে। তাদের সঙ্গে আপোষ করব? ভেবে নেওয়া যায়?'y
আরও পড়ুন: বাড়ি বন্ধক রেখে টাকা এনেছিলেন বাবা! সপ্তসিন্ধু জয়ের পথে আরও একধাপ এগোলেন সায়নী