জয়পুর: তাঁর দল হারছে। যদিও ব্যাট হাতে দুরন্ত ছন্দে আছেন বিরাট কোহলি (Virat Kohli)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) পরের ম্যাচের আগে খোশমেজাজে কিংগ কোহলি। প্র্যাক্টিসের ফাঁকে গেয়ে উঠলেন হিন্দি ছবির সুপারহিট গান।


শনিবার গোলাপি শহর জয়পুরে রাজস্থান রয়্যালসের (RR vs RCB) বিরুদ্ধে ম্যাচ আরসিবির। টানা তিন ম্যাচ জিতেছে রাজস্থান। সঞ্জু স্যামসনদের জয়রথ ছুটছে। পয়েন্ট টেবিলের দুইয়ে রাজস্থান। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে পয়েন্ট সমান হলেও, রান রেটে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রাজস্থান। অন্যদিকে আরসিবির সামনে ঘুরে দাঁড়ানোর লড়াই। চার ম্যাচ খেলে তিনটিতেই হেরে গিয়েছেন ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলিরা।


রাজস্থান ম্যাচের আগে কোহলি অবশ্য আছেন ফুরফুরে মেজাজে। শুক্রবার জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে প্র্যাক্টিস ছিল রাজস্থান ও আরসিবি, দুই দলেরই। সেখানে যুজবেন্দ্র চাহালের সঙ্গে আড্ডা মারতে দেখা যায় কোহলিকে। একটা সময় চাহাল আরসিবিতে ছিলেন বিরাটের সতীর্থ। বিশেষ করে বিরাট অধিনায়ক থাকাকালীন প্রতিপক্ষের কোনও পার্টনারশিপ ভাঙতে হলেই শরণাপন্ন হতেন লেগস্পিনার চাহালের। হরিয়ানার ক্রিকেটার আরসিবির হয়ে নিয়মিত উইকেটও তুলতেন। তবে পরে তাঁকে ছেড়ে দেয় আরসিবি। চাহালকে দলে নেয় রাজস্থান। কোহলির সঙ্গে অবশ্য চাহালের ব্যক্তিগত সম্পর্কে চিড় ধরেনি।


শুক্রবার মাঠে যখন কোহলি ও চাহাল আড্ডা দিচ্ছেন, আচমকাই কাছাকাছি চলে আসেন তরুণ পেসার আবেশ খান। যিনি জাতীয় দলের হয়েও খেলেছেন। ভবিষ্যতে টিম ইন্ডিয়ার জার্সিতে আবেশকে নিয়মিত খেলতে দেখা যাবে বলেই বিশ্বাস প্রাক্তন ক্রিকেটারদেরকও। আবেশকে স্নেহ করেন কোহলিও। তবে তিনি মজার মানুষ। জুনিয়রকে ডাকার জন্য বেছে নেন মজার কৌশল। তিনি আঙুল দিয়ে ইশারা করে ডাকেন আবেশকে। মুখে বলেন, 'চলে আয়, চলে আয়।' তারপর গাইতে শুরু করেন, 'অ্যায়সা মওকা ফির কাহা মিলেগা...' অ্যান ইভনিং ইন প্যারিস সিনেমার বিখ্যাত গান। লাজুক হেসে এগিয়ে আসেন আবেশ। তাঁকে আলিঙ্গন করেন কোহলি। মাঠে দেখা যায় সুন্দর এক মুহূর্ত।


 






পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজস্থান রয়্যালস। মুহূর্তে তা ভাইরালও হয়ে যায়।


আরও পড়ুন: কেকেআরের ড্রেসিংরুমে বরুণ-নারাইনদের সঙ্গে খুনসুটি শাহরুখের, কী বললেন বাজিগর?




আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।