Panchayat Election Exit Poll Live: কার দখলে গ্রাম বাংলা? সি ভোটারের Exit Poll

Panchayat Exit Poll 2023 Live: গ্রাম বাংলায় শেষ হাসি কে হাসবেন? কী বলছে সি ভোটারের Exit Poll?

ABP Ananda Last Updated: 08 Jul 2023 09:06 PM

প্রেক্ষাপট

খুন-জখম-মারামারি। বোমা-বন্দুক-আতঙ্ক। পঞ্চায়েত ভোটে (Panchayat Election) দিনভর হিংসার দাপট। সি ভোটারের EXIT POLL। কার দখলে গ্রাম বাংলাউত্তর থেকে দক্ষিণ, ভোট-হিংসায় পরপর মৃত্যু। অদৃশ্য কেন্দ্রীয় বাহিনী (Central Force)। নীরব কমিশন। রাষ্ট্রপতি...More

Panchayat C-Voter Exit Poll Live: দক্ষিণ দিনাজপুরে এগিয়ে থাকবে কে?

সি ভোটারের এক্সিট পোল জানাচ্ছে, ২১ আসনের দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রাপ্ত আসন ১১ থেকে ১৫ টি। আর বিজেপি যেখানে পেতে পারে ৬ থেকে ১০ টি আসন। আর শূন্য থেকে ১ টি আসন যেতে পারে বাম-কংগ্রেসের দখলে।