মালদা: মৃত্যু মিছিল, ছাপ্পা ভোট, ব্যালট চুরি! বেলাগাম সন্ত্রাসের মধ্যে শেষ হল পঞ্চায়েত ভোট (Panchayat Election)। মালদার পরিস্থিতি নিয়ে কী বলছে সি ভোটার সমীক্ষা (C Voter Exit Poll)? দেখে নেওয়া যাক। মালদায় মোট আসন  সংখ্যা ৪২। তৃণমূল পেতে পারে ১৮-২৬টি আসন, বিজেপির ভাগ্যে থাকতে পারে ৩-৭টি আসন, বাম এবং কংগ্রেস পেতে পারে ১৫-১৭টি আসন। 


রাজ্যজুড়ে বেলাগাম সন্ত্রাস। বাদ গেল না মালদাও (Malda)। মালদা শহরজুড়ে কোথাও বুথের ভিতরে ঢুকে গুলি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। কোথাও কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত এলাকায় চলল গুলি। মালদার ইংরেজবাজারে দেদার ছাপ্পা। ৩৭ ও ২২৪ নম্বর বুথ দখল করে প্রকাশ্যে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ভোটের সকালে মালদার মানিকচকে ভোটের বলি এক। গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বালুটোলা গ্রামে তৃণমূল কর্মীকে গুলি করে, বোমা মেরে খুন। নিহত শেখ মালেক তৃণমূলের অঞ্চল সভাপতির আত্মীয়। 


শান্তিপূর্ণ ভোটের জন্য আদালতের নির্দেশে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। কিন্তু তারপরেও কী করে এত সন্ত্রাস? ভোট সন্ত্রাস যেখানে যেখানে হল, সেখানে কেন্দ্রীয় বাহিনী কোথায়? তাদের কি সঠিকভাবে আদৌ ব্যবহার করা হয়েছে? প্রশ্ন তুলছেন বিরোধীরা। এ দিন সকাল ৭টায় ভোট শুরু হয়। ভোটগ্রহণের মধ্যে দিকে দিকে সংঘর্ষ, একের পর এক মৃত্যু। বুথের ভিতরে-বাইরে গোলমাল, অবাধে ভোট লুঠের ছবি। সকালে দেখা গেল ভোট গ্রহণ পর্ব শুরুর ২ ঘণ্টা পেরিয়ে গেলেও নির্বাচন কমিশনের অফিসে নেই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হা। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য়েই সম্ভাব্য় ফলাফলের একটা আঁচ পাওয়ার চেষ্টা করেছে সমীক্ষক সংস্থা সি ভোটার (C Voter) 


কিন্তু ওপিনিয়ন পোল হোক কিংবা এক্সিট পোল, কোনওটাই শেষ কথা নয়! গণতন্ত্রে শেষ কথা হল মানুষ ব্য়ালট বক্সে কিংবা ভোটযন্ত্রে কী রায় দিয়েছে। সেটা একমাত্র তিনিই জানেন। সমপূর্ণভাবে যা গোপনীয়। আর তাই বাক্স কিংবা যন্ত্র খুললে তবেই বোঝা যায়, মানুষ কী চেয়েছে। এই এক্সিট পোলের সঙ্গে এবিপি আনন্দর এডিটোরিয়াল পলিসির কোনও সম্পর্ক নেই। আর মানুষ প্রকৃতভাবে তার মতামত দিতে পারল কি পারল না, তার উত্তর কি এই ছবিগুলোই নয়? সেই বিতর্ক কিন্তু রয়েই গেল।


আরও পড়ুন: Cvoter Exit Poll 2023: মালদায় ঘুরে দাড়াতে পারে বাম-কংগ্রেস, বলছে সি-ভোটার সমীক্ষা