কলকাতা: দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। বাংলায় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু কী বলে মনে করে সাধারণ মানুষ, এ নিয়ে জনমত সমীক্ষা চালিয়েছিল সি ভোটার। এবিপি আনন্দ-সি ভোটারের সেই সমীক্ষায় দেখা গিয়েছে, ৩০ শতাংশ মানুষ মনে করেন বেকারত্ব এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। ২১ শতাংশ মানুষ মনে করেন, বিদ্যুৎ, জল ও রাস্তা এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা বিশ্বে। পশ্চিমবঙ্গেও ফের বাড়ছে সংক্রমণ। সমীক্ষায় দেখা গিয়েছে, ১১ শতাংশ মানুষ মনে করেন, বাংলায় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হল করোনা।


সংযুক্ত মোর্চা বা মিম মুসলিম ভোট ভাগ করলে বিজেপির সুবিধা হবে?


সরকারি কাজে দুর্নীতি বাংলায় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু বলে মনে করছেন ১৫ শতাংশ মানুষ। ৭ শতাংশ মানুষ মনে করেন, শিক্ষার সুযোগ সুবিধা বাংলায় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। ৮ শতাংশ মানুষ মনে করেন, সিএএ, এনআরসি ও এনপিআর বাংলায় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। বাংলায় ভোটের প্রচারে এসে বিজেপির কেন্দ্রীয় নেতারা বারবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নারী নিরাপত্তা নিয়ে তৃণমূল সরকারকে বিঁধছেন। পাশাপাশি অনুপ্রবেশকেও প্রচারের হাতিয়ার করা হচ্ছে। সমীক্ষায় দেখা গিয়েছে, ৬ শতাংশ মানুষের মতে আইনশৃঙ্খলা ও নারী নিরাপত্তা বাংলায় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। বাংলাদেশি অনুপ্রবেশকে বাংলায় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু মনে করেন ২ শতাংশ মানুষ।


বাম-কংগ্রেস-আইএসএফ জোট কিংবা মিম মুসলিম ভোট ভাগ করে পরোক্ষে বিজেপির সুবিধা করে দেবে? এ ব্যাপারে জনমত সমীক্ষা চালিয়েছিল সি ভোটার। এবিপি আনন্দ-সি ভোটারের সেই সমীক্ষায় দেখা গিয়েছে, ৩৯ শতাংশ মানুষ মনে করেন সংযুক্ত মোর্চা ও মিম মুসলিম ভোট ভাগ করে পরোক্ষে বিজেপির সুবিধা করে দেবে। যদিও বিপরীত মতও রয়েছে। ৩৫ শতাংশ মানুষ মনে করেন, সংযুক্ত মোর্চা ও মিম মুসলিম ভোট ভাগ করে বিজেপির সুবিধা করে দেবে না। আর বলতে পারব না জানিয়েছেন ২৬ শতাংশ মানুষ।