C-voter Opinion Poll Live: তৃণমূলের ভাবমূর্তি কি ক্ষতিগ্রস্ত ? পঞ্চায়েতে লাভ হবে বিজেপির ? জিততে পারবে বাম-কংগ্রেস?

C-Voter Opinion Poll 2023 Latest Updates: রাজ্য় জুড়ে সমীক্ষা চালায় আন্তর্জাতিক খ্য়াতিসম্পন্ন সংস্থা C-Voter. কী বলছে আগাম সমীক্ষা, দেখে নিন।

ABP Ananda Last Updated: 29 Jun 2023 10:00 PM

প্রেক্ষাপট

কলকাতা: নির্ঘণ্ট প্রকাশ থেকে মনোনয়ন এবং স্ক্রুটিনি, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দফায় দফায় অশান্তি হিংসার সাক্ষী থেকেছে বাংলা। হুজ্জতি, মারামারি, ঝামেলা, বোমাবাজি, প্রাণহানি, কিছুই বাকি থাকেনি। নির্বিঘ্নে নির্বাচনের স্বপ্ন এবারও...More

C-Voter Opinion Poll Live News: হুগলি জেলা পরিষদে কী সমীকরণ হতে পারে, জানাচ্ছে C-Voter সমীক্ষা

হুগলি জেলা পরিষদের মোট আসনসংখ্যা ৫৩। তৃণমূল পেতে পারে ৩৭ থেকে ৪৭ আসন। বিজেপি ৬ থেকে ১২টি আসন পেতে পারে। বাম-কংগ্রেস জোট পেতে পারে ০ থেকে ৩টি আসন।