কলকাতা: চার্লস বাজার চেনেন তো? ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের চার্লস বাজার হল আজকের শ্যামবাজার। উত্তর কলকাতা মানেই অলিতে গলিতে ইতিহাস। এমনই কত না ইতিহাস লুকিয়ে রয়েছে কলকাতার দু’নম্বর বরোর শ্যামবাজার, হাতিবাগান, মোহনবাগান লেন থেকে চিৎপুরের যাত্রাপাড়ায়। এককথায় বলাই যায়, Down History Lane। কলকাতা পুরসভার (KMC) দু’নম্বর বরোয় ন’টি ওয়ার্ড রয়েছে। ২০২১-এর বিধানসভা ভোটের ওয়ার্ডভিত্তিক ফলের নিরিখে এর মধ্যে সবক’টিতে এগিয়ে ছিল তৃণমূল।
২০১৫-র কলকাতা পুরভোটে এই বরোর ৯ ওয়ার্ডের মধ্যে তৃণমূল জিতেছিল ৭টি। খাতা খোলেনি বিজেপি, কংগ্রেস। বামেদের ঝুলিতে ছিল ১টি। অন্যান্যরা একটিতে জিতেছিল। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিধানসভার ওয়ার্ডভিত্তিক ফলাফল অনুসারে তৃণমূল ৯ আসনেই এগিয়ে ছিল। সি ভোটার সমীক্ষার ইঙ্গিত অনুযায়ী, এই ওয়ার্ডে তৃণমূলেরই রমরমা থাকতে পারে। জিততে পারে আটটি ওয়ার্ডে। একটি পেতে পারে বিজেপি। সি ভোটার সমীক্ষার ফল অনুযায়ী, এই বরোতে তৃণমূল ৫২ শতাংশ, বিজেপি ৩০ শতাংশ, বাম ৯ শতাংশ, কংগ্রেস ২ শতাংশ, অন্যান্য ৭ শতাংশ ভোট পেতে পারে।
উল্লেখ্য, সামনের রবিবারই কলকাতা পুরসভার ভোট। বিধানসভা নির্বাচন, বিধানসভা উপনির্বাচনের পর আরেক হাই ভোল্টেজ ভোট-যুদ্ধ। তার আগে কলকাতার ভোটাররা কী ভাবছেন? সেই আভাস পেতে বরো ভিত্তিক সমীক্ষা চালিয়েছে সমীক্ষক সংস্থা সি ভোটার।