কলকাতা: লোকসভা নির্বাচনের মুখে দেশজুড়ে কার্যকর হয়ে গেল সিএএ (CitizenshipAmendmentAct)। সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। আগামীকাল থেকেই সিএএ বিধি কার্যকর। কাল থেকেই সিএএ-নিয়ে করা যাবে আবেদন। এমন আবহে ট্যুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 


ট্যুইটে তিনি বলেছেন, 'মোদির গ্যারান্টি মানে, প্রতিশ্রুতি পূরণের গ্যারান্টি। ১৯৪৫ সাল থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত জনগোষ্ঠী। মতুয়া সম্প্রদায়ের প্রত্যেক ব্যাক্তি সমনাগরিকত্বের দাবিতে সোচ্চার হয়েছেন। আজ অপেক্ষার অবসান হল। নাগরিকত্ব সংশোধনী আইনের, নোটিফিকেশন জারির মাধ্যমে এই আইন কার্যকর হবে গোটা দেশে। আজ এই ঐতিহাসিক সন্ধিক্ষণে স্মরণ করি এবং পূর্ণব্রক্ষ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শিবাবতার শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের শ্রীচরণে প্রণাম নিবেদন করি। জয় হরিবোল।'






আরও পড়ুন, কোনও বৈষম্য মানব না, CAA রাজ্যে লাগু হতে দেব না: মুখ্যমন্ত্রী


অপরদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ট্যুইট করে দেশজুড়ে সিএএ কার্যকর হওয়া নিয়ে জানিয়েছেন।বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, দেখুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই জানিয়েছেন, যে এটা রুলস-রেগুলেশন কার্যকর হয়ে যাবে। তো চালু হয়ে গিয়েছে। আমরা যা বলি, তাই করি। কারওই এতে সমস্যা নেই। সবাই আনন্দে মেতেছে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর ঘুম আসছে না। এটাই সমস্যা ওনার।'










(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)