সৌভিক মজুমদার, কলকাতা: ভোটগণনার (Poll Counting 2024) কাজে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court On Workers Of Poll Counting)। কমিশনের গাইডলাইন মেনে কাজে লাগাতে হবে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীদের, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। 'অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীরা যাতে গণনার টেবিলের কাছে না যান তা নিশ্চিত করতে হবে কমিশনকে', গণনার কাজে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করতে চাইছে কমিশন, এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। সেই মামলায় নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার।


ভোটগণনার প্রস্তুতি শুরু...
আগামীকাল লোকসভা ভোটের ফলপ্রকাশ। দেশের ৫৪৩টি আসনের ফল জানা যাবে আগামীকাল। সকাল ৮টা থেকে খোলা শুরু হবে ইভিএম। রাজ্যে ৪২টি আসনে ভোট গণনা হবে ৫৫টি গণনা কেন্দ্রে। প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট, তারপর খোলা হবে ইভিএম। নিরাপত্তার কড়া ব্যবস্থা করা হয়েছে গণনার কথা মাথায় রেখে। গণনাকেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকছে। এর বাইরে ২০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকছে বলেও খবর। এই রাজ্যের ৫৫টি গণনা কেন্দ্রে নিরাপত্তায় মোতায়েন ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, থাকবেন ২ হাজার ৫২৫ জন রাজ্য পুলিশের কর্মী। 


রাজ্যে যে ছবি...
এবার নির্বাচন ঘোষণার দিন থেকেই হিংসা ও অশান্তি কড়া হাতে দমনের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু তার পরও, গত পঞ্চায়েত ভোটের রক্তপাতের স্মৃতি এবারও কি পুরোপুরি এড়ানো গেল ৭ দফার লোকসভা ভোটে কম-বেশি প্রায়ই হিংসার অভিযোগ সামনে এসেছে। এমনকি ভোট মেটার পরও বাংলায় আতঙ্কের রেশ স্পষ্ট। সপ্তম ও শেষদফার ভোটের দিনই খুন হতে হল নদিয়ার কালীগঞ্জের বিজেপি কর্মীকে। ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসার রেশ ছড়িয়ে পড়েছে খাস কলকাতার যাদবপুর থেকে ব্যারাকপুরের ভাটপাড়া-সহ প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে কী হবে? নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ১৯ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। এসবের মধ্য়ে আবার তেতে ওঠে সন্দেশখালি। এদিন পুলিশি অভিযান ঘিরে ফের জ্বলে ওঠে ওই এলাকা। অভিযোগ, ভোটের দিন পুলিশকে মারধর করা হয়েছে। আজ, সোমবার, সন্দেশখালির বিজেপি নেতা অময় ভুঁইয়ার বাড়িতে পুলিশ পৌঁছয়। বিজেপি নেতার পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে।


 


আরও পড়ুন:রাজ্যে লোকসভা নির্বাচনের সমাপ্তি, শেষ দফায় ভোটদানের হার কত?