নয়াদিল্লি: ছত্তীসগঢ়ের ২০টি বিধানসভা আসন ও মিজোরামে আজ বিধানসভা ভোট। পাঁচ রাজ্যের মধ্যে শুধুমাত্র ছত্তীসগঢ়েই দু’দফায় ভোট হচ্ছে। ভোটগ্রহণ চলাকালীন ছত্তীসগঢ়ের সুকমায় আইইডি বিস্ফোরণ। বিস্ফোরণে ১ সিআরপিএফ জওয়ান আহত। ছত্তীসগঢ়ের মাও অধ্যুষিত ১২টি এলাকার জন্য ৬০ হাজার আধাসেনা-পুলিশ মোতায়েন। প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংহের রাজনন্দগাঁও কেন্দ্রে চলছে ভোটগ্রহণ।

  


ছত্তীসগঢ়ের মাও অধ্যুষিত ১২টি এলাকার জন্য ৬০ হাজার আধাসেনা-পুলিশ মোতায়েন


প্রথম পর্যায়ে মাওবাদী অধ্যুষিত এলাকায় বিজাপুর, দান্তেওয়াড়া, আন্তাগড়, কাঙ্কের-সহ ২০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ছত্তীসগঢ়ে প্রথম দফার নির্বাচনে ২৫ জন মহিলা-সহ ২২৩ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন ৪০ লক্ষ ৭৮ হাজার ৬৮১ জন ভোটার। ছত্তীসগঢ়েও গত বিধানসভা ভোটে জিতেছিল কংগ্রেস। ভোট-সমীক্ষা অনুযায়ী, এবারও ছত্তীসগঢ়ের ৯০টি আসনের মধ্য়ে ৪৫ থেকে ৫১টিতে জিতে ক্ষমতায় আসতে পারে কংগ্রেস। বিজেপি জিততে পারে ৩৬ থেকে ৪২টি আসনে। অন্য়ান্য় দল ২ থেকে ৫টি আসন পেতে পারে।


মিজোরাম একমাত্র রাজ্য যেখানে বিধানসভা ভোটে প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস বা বিজেপি নয়
 
মিজোরামেও ভোটগ্রহণ শুরু হয়েছে। ৪০ আসনের বিধানসভায় প্রার্থীর সংখ্যা ১৭৪। ভোটার সংখ্যা ৮ লক্ষ ৫১ হাজার ৮৯৫। মিজোরাম একমাত্র রাজ্য যেখানে বিধানসভা ভোটে প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস বা বিজেপি নয়। ২০১৮-য় ১০ বছরের কংগ্রেস-শাসনের অবসান ঘটিয়ে মিজোরামে ক্ষমতায় এসেছিল NDA-র শরিক দল মিজো ন্যাশনাল ফ্রন্ট। ভোট-সমীক্ষা অনুযায়ী, এবারও মিজোরামের ৪০টি আসনের মধ্য়ে ১৭ থেকে ২১টি আসনে MNF জিততে পারে। ZPM বা জোরাম পিপলস্ মুভমেন্ট পেতে পারে ১০ থেকে ১৪টি আসন। কংগ্রেস পেতে পারে ৬ থেকে ১০টি আসন।  ২টি আসনে জিততে পারে অন্য়ান্য় দল।


আরও পড়ুন, আজ ছত্তীসগঢ় ও মিজোরামে বিধানসভা নির্বাচন, সাতসকালেই ভোট সারছেন প্রবীণরা


'পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে সবথেকে ভালো ফল বিজেপির হবে', কী মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ?


শেষ অবধি পাওয়া খবরে,  মিজোরামে সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার ১১ শতাংশ। 'পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে সবথেকে ভালো ফল বিজেপির হবে। শেষ হাসিটা আমরাই হাসব', দাবি দিলীপ ঘোষের। পাশাপাশি বেশি করে ভোট দিন, ছত্তীসগঢ়ের ভোটারদের আবেদন রাহুল গাঁধীর। 'আপনাদের ভোটেই গড়া হবে সোনার ভবিষ্যৎ', মন্তব্য অমিত শাহের।