ঢেঙ্কানল: ওড়িশায় বিজেপি ক্ষমতায় এলে ৯০ দিনের মধ্যে চিটফান্ডে জড়িতদের জেলে পাঠানোর ব্যবস্থা করা হবে। আজ এমনই দাবি করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। ওড়িশার ঢেঙ্কানলে এক নির্বাচনী জনসভায় তিনি বলেছেন, ‘ওড়িশায় বিজেপি সরকার গঠিত হওয়ার ৯০ দিনের মধ্যে চিটফান্ড দুর্নীতিতে জড়িত প্রত্যেককে জেলে পোরা হবে।’ দুর্নীতি নিয়ে নবীন পট্টনায়েক সরকারকে আক্রমণ করে বিজেপি সভাপতি বলেছেন, ‘ওড়িশায় খনিজ সম্পদ থাকা সত্ত্বেও এখানকার মানুষকে দারিদ্র্যের মধ্যে দিন কাটাতে হচ্ছে। কারণ, রাজ্য সরকার ভুল নীতি নিয়েছে। এম বি শাহ কমিশনের রিপোর্টে বলা হয়েছে, ওড়িশায় জলের দরে খনি বণ্টন করা হয়েছে। খনি নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। বিজেপি ক্ষমতায় এলে খনি দুর্নীতিতে যুক্তদেরও জেলে পোরা হবে।’ বিজেডি সরকারকে আক্রমণ করে অমিত আরও বলেছেন, ‘বিজেডি-র আমলে ওড়িশায় ‘বাবু রাজ’ চলছে। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে গণতন্ত্র ফেরানোর জন্য দ্রুত ব্যবস্থা নেবে। বিজেডি-র উদাসীনতায় ওড়িশার মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।’