কলকাতা: 'ভেদাভেদ না করে নিহত ১৯ জনের পরিবারকে হোমগার্ডের (Home Guard Job) চাকরি ও আর্থিক সাহায্য', সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। তাঁর কথায়, ' 'ভোট বিজ্ঞপ্তি (Election Order) প্রকাশের পর ১৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের সকলের পরিবারকে ২ লক্ষ টাকা করে সাহায্য করা হবে।' তবে ১১ কোটি বঙ্গবাসীর মধ্যে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনাতেই যে এই ১৯ জনের মৃত্যু হয়েছে সে কথা মনে করিয়ে দুঃখপ্রকাশ করে তিনি। 


আর যা বললেন...
মুখ্যমন্ত্রীর কথায়, 'পূর্ব বর্ধমানে একজন হৃদরোগে মারা গেছেন। পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, উত্তর ২৪ পরগনায় কিছুই ঘটেনি। কোচবিহারে একটা ঘটনা ঘটেছে, ইসলামপুরে একটা ঘটনা ঘটেছে।' তবে ভাঙড়ে যে তুমুল অশান্তি হয়েছে, সে ব্যাপারে মুখ্যমন্ত্রীর বক্তব্য, 'ভাঙড়ের ঘটনা সকলের জানা। কারা বিদ্যুতের সময় থেকে করছে, সকলে জানেন।' একই বক্তব্য মুর্শিদাবাদ নিয়েও বলেন তিনি। এবার পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে দফায় দফায় তুমুল অশান্তির সাক্ষী থেকেছে রাজ্য। এদিনও অন্তত সাত জনের মৃত্যু হয়েছে বলে খবর। গোটা ভোট-পর্বে এই অশান্তি ও রক্তপাতের ঘটনার জন্য বার বার তৃণমূল সরকারের তুমুল সমালোচনা করেছে বিরোধীরা। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী তারও জবাব দেন। তাঁর কথায়, 'আমি অপরাধ করলে শাস্তি দিন, মেনে নেব, কিন্তু এত মিথ্যে! ...আমি এতদিন বাদে মুখ খুলছি, এতদিন সহ্য করেছি, কিন্তু তারও সীমা থাকে। বাংলার বদনাম করে বেড়াচ্ছে, আবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে!' বিক্ষিপ্ত ঘটনায় কয়েকজনের মৃত্যুর জন্য 'দুঃখপ্রকাশ' করলেও মুখ্যমন্ত্রীর বক্তব্য, 'ভাঙড়, ডোমকলে আমাদের কর্মীর মৃত্যু হয়েছে। আমরা তো জিতিনি। ৭১ হাজার বুথে ভোট হয়েছে, বড়জোর ৭টা বুথে বিক্ষিপ্ত গন্ডগোল ঘটানো হয়েছে। ভোট নষ্ট করেছে, পুকুরে ব্যালট বাক্স ফেলছে, কেন গ্রেফতার হবে না? হিংসাকে আমি সমর্থন করি না।' মুখ্যমন্ত্রীর মতে, পরিকল্পনা করে অশান্তি করা হয়েছে। তবে একই সঙ্গে তৃণমূলনেত্রী মনে করেন, নবজোয়ারে যে ভাবে শান্তির বার্তা দেওয়া হয়েছে, তা না হলে আরও অশান্তির ঘটনা ঘটত। একই সঙ্গে জানিয়ে দিয়েছেন, পুলিশকে ব্যবস্থা নিতে ফ্রি হ্যান্ড দিচ্ছেন। মমতার কথায়, '৯০ শতাংশ সফল হয়েছি। ১০ শতাংশ ভুল থাকলে প্রশাসন ব্যবস্থা নেবে।'


আরও পড়ুন:ফেসবুকে কেন, সংবাদমাধ্যমের মুখোমুখি কেন নয়, মমতাকে প্রশ্ন রবিশঙ্করের