কলকাতা: দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। ভোটের বাংলায় বারবার প্রচারে আসছেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা। যা নিয়ে ফের সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। 'বহিরাগত' আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
ফের সরব মুখ্যমন্ত্রী: লোকসভা ভোটের আগে মার্চ-এপ্রিল মিলিয়ে ৭ বার বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী। ৯টি সভা করেছেন। এবার তৃতীয় দফা ভোটের আগে ৩ মে অষ্টমবার বঙ্গ সফরে আসছেন মোদি। একইভাবে ভোটপ্রচারে একাধিকবার রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। নিয়োগ দুর্নীতি থেকে সন্দেশখালি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করেছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। আর এবার তার পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী। এদিন সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "বাংলা ও বিজেপির মধ্যে মানসিকতার কোনও মিল নেই। আমরা আমাদের সংস্কৃতি ও পরম্পরাকে তুলে ধরার চেষ্টা করি। আর দিল্লির পরিযায়ী পাখিরা বাংলায় এসে বাংলা সম্পর্কে মিথ্যে ছড়ায়। এই নির্বাচনে মানুষ ওঁদের ভাগ্য নির্ধারণ করবে ও ষড়যন্ত্রের শাস্তি দেবে। দেশের পথ দেখাবে বাংলা।'
গত সপ্তাহে মালদার নির্বাচনী সভা থেকে সন্দেশখালি ইস্য়ুতে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন নরেন্দ্র মোদি।তিনি বলেছিলেন, "সন্দেশখালিতে মহিলাদের ওপর যে অমানবিক অত্যাচার হয়েছে, কিন্তু তৃণমূল সরকার শেষ পর্যন্ত মূল অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করেছে।'' গতকাল রাজ্যে ভোটপ্রচারে আসেন অমিত শাহ। নির্বাচনী সভা থেকে তিনি বলেন, "এখানে ৩০ আসনে মোদিজিকে জেতান। বাংলাকে আমরা দেশে ১ নম্বর রাজ্য় বানাবো। আমাদের সোনার বাংলার পরিকল্পনা যদি কেউ পূরণ করতে পারে, সেটা একমাত্র নরেন্দ্র মোদি।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Kolkata Airport: বিমানবন্দরের আশেপাশের এলাকায় লেজার আলোর ব্যবহারে নিষেধাজ্ঞা, জারি নির্দেশিকা