CM Mamata Siliguri Speech LIVE: ভোটের আগে ওয়ান টু ওয়ান লড়াই, মোদিকে চ্যালেঞ্জ মমতার
CM Mamata Banerjee Siliguri Speech LIVE Updates: রবিবার যখন ব্রিগেডে সভা করবেন নরেন্দ্র মোদি, তখন প্রায় ৫৮০ কিলোমিটার দূরে শিলিগুড়িতে পদযাত্রার মধ্য দিয়ে পুরোদমে নির্বাচনের প্রচার শুরু করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহিলাদের নিয়ে দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার হাঁটবেন তৃণমূলনেত্রী।
খেলা হবে? জেতা হবে? দেখা হবে? শিলিগুড়িতে প্রশ্ন করে বক্তব্য শেষ করলেন মমতার
রোজ রোজ মিথ্যে কথা মানুষ নেবে না। আগের বার বলেছিল ১৫ লক্ষ টাকা দেবে বলেছিল। দিয়েছে? এবার বলতে এলে উল্টো দেবেন। ভোট দেবেন তৃণমূলকে। শিলিগুড়িতে বললেন মমতা।
বাংলার নির্বাচনের আগে ওয়ান টু ওয়ান মমতার সঙ্গে লড়ো। মোদিকে চ্যালেঞ্জ মমতার।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আমি সম্মান। কিন্তু রাজ্যে একটা সরকার আছে। তিস্তা উত্তরবঙ্গের, বাংলার অংশ। আমার রাজ্যকে বিক্রি করে দেবে এত সস্তা নয়।
লজ্জা, ঘেন্না, ভয় তিন থাকতে নয়। মোদিকে আক্রমণ মমতার।
কোভিড ভ্যাকসিনে নিজের মুখ। উনি তার মানে খুনি। মোদিকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর।
বাংলায় রান্নায় গ্যাসের দাম বাড়িয়ে বলছে মা বোনেদের সম্মান নেই। বাংলায় মেয়েরা রাত ১০টায় বেরোতে পারে, ভোর ৪টের সময় বেরোতে পারে। উত্তরপ্রদেশে মেয়েরা দুপুর ৩টে-তেও বেরোতে পারে না। কটাক্ষ মমতার।
প্রধানমন্ত্রী কুৎসা, অপপ্রচার করতে আসেন। আজকে প্রচার করতে এসেছেন। কেন পেট্রোল, ডিজেলের দাম বেড়েছে। বাংলার সরকার বিনা পয়সায় চাল। আর ফোটাতে গেলে ৯০০ টাকা গ্যাস।
এদিন পদযাত্রায় প্ল্যাকার্ড, কাট আউটের ছত্রে ছত্রে ছিল কেন্দ্রকে আক্রমণের হাতিয়ার। পদযাত্রায় গ্যাস সিলিন্ডারের কাট আউটে লেখা, দেখো আমি বাড়ছি মাম্মি।
প্ল্যাকার্ডে কেন্দ্রকে কটাক্ষ করে লেখা, তোমার মুখে কী আছে? পেট্রোলের দাম বেড়েছে। ডিজেলের দাম বেড়েছে। রান্নার গ্যাসের দাম বেড়েছে।
ব্রিগেডে সভা করছেন নরেন্দ্র মোদি। ঠিক তখনই প্রায় ৫৮০ কিলোমিটার দূরে শিলিগুড়িতে পদযাত্রার মধ্য দিয়ে পুরোদমে নির্বাচনের প্রচার শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
হাতে হাত ধরে, প্ল্যাকার্ড, গ্যাস সিলিন্ডারের কাট আউট হাতে পদযাত্রা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যেপাধ্যায়।
CM Mamata Banerjee Siliguri Speech LIVE Updates: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পদযাত্রা শুরু মমতার, সঙ্গে আছেন সাংসদ নুসরত জাহান, মিমি চক্রবর্তী, দোলা সেনরা।
প্রেক্ষাপট
পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ। আজ মোদির ব্রিগেডের দিন, শিলিগুড়িতে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে তৃণমূলনেত্রীকে কটাক্ষ করেছে বিজেপি। প্রথম দু’দফার প্রার্থী তালিকা ঘোষণার পর রবিবার ব্রিগেড সমাবেশ দিয়ে শুরু হচ্ছে বাংলায় বিজেপির মেগা প্রচার। আর, রবিবার যখন ব্রিগেডে সভা করবেন নরেন্দ্র মোদি, তখন প্রায় ৫৮০ কিলোমিটার দূরে শিলিগুড়িতে পদযাত্রার মধ্য দিয়ে পুরোদমে নির্বাচনের প্রচার শুরু করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহিলাদের নিয়ে দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার হাঁটবেন তৃণমূলনেত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -