নয়াদিল্লি : দিল্লির তিনটি আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। উত্তর-পূর্ব দিল্লি আসন থেকে লড়বেন দলের তরুণ মুখ কানহাইয়া কুমার। এই আসনে বিজেপি প্রার্থী করেছে মনোজ তিওয়ারিকে।
এবার দ্বিতীয়বার লোকসভা ভোটে লড়ছেন ৩৭-এর কানহাইয়া। ২০১৯ সালে তিনি বিহারের বেগুসরাই আসন থেকে সিপিআইয়ের টিকিটে লড়েছিলেন। সেবার ভোটে তিনি কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপির গিরিরাজ সিংহের কাছে হেরে যান। এরপর ২০২১ সালে তিনি কংগ্রেসে যোগ দেন।
উত্তর-পূর্ব দিল্লি আসনটিতে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী মনোজ তিওয়ারি এই কেন্দ্র থেকে দু-দু'বার সাংসদ নির্বাচিত হয়েছেন। ২০১৯ সালে এই ভোজপুরি অভিনেতা তথা রাজনীতিক দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দিক্ষিতকে পরাজিত করেছিলেন।
দিল্লির চাঁদনি চক আসন থেকে লড়বেন বর্ষীয়ান জয় প্রকাশ আগরওয়াল । তিনি এই আসনে ১৯৮৪, ১৯৮৯ ও ১৯৯৬ সালে জিতেছিলেন। উত্তর-পশ্চিম দিল্লিতে কংগ্রেস প্রার্থী করেছে উদিত রাজকে। এটি সংরক্ষিত আসন। ২০১৪ সালে বিজেপির টিকিটে এই আসনটি জিতেছিলেন তিনি। আম আদমি পার্টির সঙ্গে আসন সমঝোতার জেরে দিল্লির সাতটির মধ্যে তিনটি আসনে লড়ছে কংগ্রেস।
দিল্লির পাশাপাশি, এদিন পাঞ্জাবের ৬টি আসনেও প্রার্থী ঘোষণা করে কংগ্রেস। জলন্ধর আসনে প্রার্থী করা হয়েছে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিকে। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে চামকৌর সাহিব ও ভাদৌর..দুই আসন থেকেই হেরে গিয়েছিলেন তিনি। সেবার ১১৭টি আসনের মধ্যে ৯২টিতে জয়লাভ করেছিল আম আদমি পার্টি। এছাড়া পাঞ্জাব থেকে আর যাঁরা টিকিট পেলেন তাঁরা হলেন- গুরজিৎ সিং আউজলা (অমৃতসর), অমর সিং (ফতেগড় সাহিব), জিৎ মহিন্দর সিং সান্ধু (ভাটিণ্ডা), সুখপাল সিং খৈরা (সাংরুর) ও ধরমবীর গান্ধী (পাটিয়ালা)।
উত্তরপ্রদেশের এলাহাবাদ আসন থেকে উজ্জ্বল রেওয়াতি রমন সিংকে প্রার্থী করেছে কংগ্রেস।
প্রসঙ্গত, ২৫ মে দিল্লিতে ভোট রয়েছে। ৪ জুন হবে ভোট গণনা।
উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনের আগে 'অপারেশন লোটাস' (Operation Lotus) নিয়ে উত্তাল কর্নাটক। BJP রাজ্যের নির্বাচিত কংগ্রেস (Congress) সরকার ফেলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাজ্য়ের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া খোদ এই অভিযোগ তুলেছেন। সিদ্দারামাইয়ার অভিযোগ, কংগ্রেসের বিধায়কদের মাথাপিছু ৫০ কোটি টাকা করে দেওয়া হবে বলে টোপ দিচ্ছে BJP।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।