কলকাতা : বিজেপি প্রথম দফায় ২০ জনের (পরে একজন সরে দাঁড়ান) প্রার্থীতালিকা ঘোষণা করেছে আগেই। তৃণমূল তো ব্রিগেডের সমাবেশ থেকে পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করে দিয়ে জোরদার প্রচারে নেমে পড়েছে। বামেরাও জোট-সমঝোতার কথা মাথায় রেখে একদফায় প্রার্থীতালিকা ঘোষণা করেছে। এবার কয়েকটি আসনে প্রার্থী দিল কংগ্রেসও। পশ্চিমবঙ্গের আটটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল তারা। ইতিমধ্য়ে বামেরা যে ১৭টি আসনে প্রার্থী দিয়েছে, সেগুলি বাদ রেখেই প্রার্থীতালিকা প্রকাশ করেছে কংগ্রেস। তবে বৃহস্পতিবার নৌশাদ সিদ্দিকির দল ISF ৮টি আসনে প্রার্থী দিয়েছে। যার মধ্য়ে কয়েকটি আসনে বাম এবং কংগ্রেসও প্রার্থী রয়েছে। গতকাল কংগ্রেস তৃতীয় দফায় দেশজুড়ে ৫৭ জন প্রার্থীর নাম ঘোষণা করে।


আসন সমঝোতার রাস্তা খোলা রেখে পশ্চিমবঙ্গের ১৭টি আসনের প্রার্থীতালিকা প্রকাশ করেছিল বামেরা। এবার সেই আসনগুলি বাদ রেখে, ৮টি আসনের প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস। অর্থাৎ দু'পক্ষই বুঝিয়ে দিল জোট করেই বাংলায় লড়তে চাইছে তারা।



  • বাংলার জন্য় কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকায় সবথেকে উল্লেখযোগ্য় নাম অবশ্য়ই অধীর চৌধুরী। ৫ বারের সাংসদ এবং লোকসভায় কংগ্রেসের দলনেতা তাঁর গড় বহরমপুর থেকেই লড়বেন।

  • কলকাতা উত্তর আসনে কংগ্রেসের প্রার্থী বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য।

  • পুরুলিয়াতে প্রার্থী কংগ্রেসের চারবারের বিধায়ক এবং পুরুলিয়ার জেলা সভাপতি নেপাল মাহাতো।

  • মালদা দক্ষিণে কংগ্রেস প্রার্থী দু'বারের বিধায়ক এবং বরকত গণি খান চৌধুরীর ভাইপো ইশা খান চৌধুরী।

  • রায়গঞ্জে প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিধায়ক এবং ফরওয়ার্ড ব্লক থেকে কংগ্রেসে যোগ দেওয়া তরুণ নেতা আলি ইমরান রামজ ওরফে ভিক্টরকে।

  • বীরভূমে কংগ্রেসের হয়ে লড়বেন জেলা সভাপতি মিলটন রশিদ।

  • মালদা উত্তরে মোস্তাক আলম

  • জঙ্গিপুরে মহম্মদ মুর্তজা হোসেনকে প্রার্থী করেছে কংগ্রেস।

    এদিকে নৌশাদ সিদ্দিকির দল ISF-ও বৃহস্পতিবারই আটটি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বাম এবং কংগ্রেস এখনও অবধি আসন সমঝোতার রাস্তা খোলা রেখে আলাদা আলাদা আসনে প্রার্থী দিলেও, ISF এমন দু'টি আসনে প্রার্থী দিয়েছে, যেখানে বাম কিংবা কংগ্রেসের প্রার্থী রয়েছেন। এর মধ্য়ে একটি হল মালদা উত্তর। যেখানে কংগ্রেস প্রার্থী করেছে মোস্তাক আলমকে। দ্বিতীয় আসনটি হল শ্রীরামপুর। যেখানে সিপিএমের প্রার্থী দীপ্সিতা ধর।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে